বিশ্বজিৎ চৌধুরীর নতুন উপন্যাস ‘আশালতা’ কাজী নজরুল ইসলামের স্ত্রী আশালতার প্রমিলা হয়ে উঠার গল্প। বইটি এই বইমেলায় প্রকাশিত হয়েছে। জীবনীভিত্তিক লেখার এক বড় সমস্যা হলো এতে ঘটনার ঐতিহাসিক ভিত্তিকে অবহেলা করা যায় না, সবসময়েই বিশ্বাসযোগ্য তথ্যের উপর লেখককে নির্ভর করতে হয় আবার একইসাথে সাহিত্যের দায় মেটাতে হয়—বিশ্বজিৎ চৌধুরী এ কাজটি বেশ ভালোভাবে সামলেছেন।
উপন্যাসটিতে আমরা দেখতে পাই, একজন কবির সফলতা আর অন্য নারীদের সাথে মেলামেশার পাশে প্রেমের টানে ধর্মান্তরিত এক নারীর জীবনযুদ্ধ। তার পাশে কেউ নেই, তবে মা গিরিবালা সর্বক্ষণ তার পাশে দাঁড়িয়েছেন। স্বামীর প্রতি প্রমিলার ভালোবাসার কমতি নেই, কিন্তু বিখ্যাতজনকে ভালোবাসা সহজ নয়, নজরুলের সাথে অন্য নারীদের বিভিন্ন সম্পর্ক তা যতই সাধারণ বা অসাধারণ হোক না কেন প্রমিলার মনে সেগুলোর আঁচ এসে লাগে প্রবলভাবে। এর সাথে পরস্পরবিরোধী নানা বিষয় তাকে পর্যুদস্ত করে, তবু তিনি নজরুলের হাত ছাড়েন না।
কবির বৈভবের পাশে যেমন তিনি আছেন, তার দারিদ্রেও তিনি অনড়। পাঠকদের বিস্মিত করে তার দায়িত্ববোধ এবং একইসাথে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অসাধারণ প্রজ্ঞা।
তার জীবনের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের অসীম উঁচ্চতা আর পতনের খানাখন্দ ভরা জীবনেও নতুন করে পৌঁছানো যায়। এই উপন্যাস এক নারীর শত প্রতিকূলতায় ভেঙে না পড়ে নতুন তেজে দাঁড়িয়ে থাকার গল্প। বিশ্বজিৎ চৌধুরীর প্রাঞ্জল গদ্য আর সুবিন্যস্ত কাহিনি বিন্যাসে, ‘আশালতা’ এক অন্য উঁচ্চতায় পৌঁছেছে।
আশালতা
লেখক : বিশ্বজিৎ চৌধুরী
প্রকাশক : প্রথমা প্রকাশন
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০২৩
মুদ্রিত মূল্য : ৪২৫ টাকা।
বইটি কিনতে হলে :