মৌরি মরিয়ম তার প্রথম উপন্যাস ‘প্রেমাতাল’ (২০১৮) থেকেই পাঠকদের আগ্রহে কেড়েছিলেন। তিনি সমাজের অভ্যন্তরে লুকিয়ে থাকা আপাত সাধারণ মানুষের ভালোবাসা আর না পাওয়ার বেদনাসৃষ্ট সুখ-দু:খের কথা দারুণ স্বাচ্ছন্দে এবং সহজ ভাষায় বলতে পারেন। বিশেষ করে তারুণ্যের প্রবল আবেগকে তিনি তাঁর সুচারু গদ্যে দারুণভাবে তুলে আনতে পারেন। এই গুণটি তাকে তরুণ প্রজন্মের কাছে একটা আলাদা স্থান করে দিয়েছে ইতোমধ্যেই।
লেখক এই বইয়ে তার চরিত্রদের মনোজগতে ডুব দিয়েছেন বেশ ভালাভাবে। তাদের মনের গহনে লুকিয়ে থাকা আলো-অন্ধকার, আশা-হতাশা আর দ্বিধা-দ্বন্দ্বকে সহজ এবং প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর করে তুলে এনেছেন। তাই পাঠকরাও অলিন্দ আর অন্তরার জীবনের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন।
এ বছর বইমেলায় মৌরি মরিয়মের প্রকাশিত উপন্যাস ‘অলিন্দ অনলে’-ও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। বইটির আখ্যানভাগ গড়ে উঠেছে অলিন্দ নামে এক তরুণের তার থেকে বয়সে বড় অন্তরার প্রতি প্রেম নিয়ে। সে ক্রিকেটার হতে চায় আবার মনেপ্রাণে অন্তরাকেও চায়। তবে অন্তরা তার ভালোবাসাকে সহজে গ্রহণ করবে না এই তো স্বাভাবিক। আবার একদিকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর অন্যদিকে অসম বয়সের প্রেমের টান। এসব বিপরীতমুখি টানাপোড়েনে দগ্ধ হয় অলিন্দ। কিন্তু সে হাল ছাড়ে না। স্বপ্নের বাস্তবায়ন এবং ভালোবাসার চেষ্টা এ দুটিকেই সমানতালে সমগ্র সত্তায় চেষ্টা করতে সে বদ্ধপরিকর। উপন্যাসটি নিখাদ প্রেমের আবার স্বপ্ন জয়েরও।
লেখক এই বইয়ে তার চরিত্রদের মনোজগতে ডুব দিয়েছেন বেশ ভালাভাবে। তাদের মনের গহনে লুকিয়ে থাকা আলো-অন্ধকার, আশা-হতাশা আর দ্বিধা-দ্বন্দ্বকে সহজ এবং প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর করে তুলে এনেছেন। তাই পাঠকরাও অলিন্দ আর অন্তরার জীবনের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন। আর লেখিকার সহজ বর্ণনায় সবকিছুকে ধরার যে প্রয়াস সেটিও এই প্রেম আর স্বপ্নের দুই তীরে দাঁড়ানো অলিন্দ-অন্তরার আখ্যানকে অন্য মাত্রা দিয়েছে। এই বিষয় দু’টি বইটির সাফল্যকে আরও বৃদ্ধি করবে এটা বলা যায়।
অলিন্দ অনলে
মৌরি মরিয়ম
প্রকাশক: অন্যপ্রকাশ
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৩
দাম: ৫৮০ টাকা।