বাহিরানা

খোয়াব রন্ধন সংবাদ


ইমতিয়ার শামীম তাঁর উপন্যাস ‘ডানাকাটা হিমের ভেতর’ (১৯৯৬) ও গল্পগ্রন্থ ‘শীতঘুমে এক জীবন’ (১৯৯৬), বই দু’টি দিয়েই বাংলাসাহিত্যে নিজের স্বকীয় অবস্থান চিহ্নিত করেছিলেন। এরপর তার আরও প্রকাশিত সব বইয়ে তিনি শুধুই ভাষায় আর আঙ্গিকে উত্তরণ ঘটিয়েছেন এবং সেইসাথে নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। এবার একুশে বইমেলায় তাঁর প্রকাশিত উপন্যাস খোয়াব রন্ধন সংবাদ-এও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। বইটির নামেই প্রতীয়মান হয়, স্বপ্ন এর বড় একটি জায়গা দখল করে আছে। কিন্তু কার স্বপ্ন, কিসের স্বপ্ন? সেই উত্তরগুলোই সন্ধান করা  হয়েছে এ বইয়ে।

আখ্যানের কেন্দ্রীয় চরিত্র আহসান নামে এক তরুণ, যাকে দিয়েই গল্প বুনা হয়েছে। যার স্বপ্নগুলোকে নিয়ে লেখক প্রবেশ করেছেন বর্তমান সমাজের গভীরে। যেখানে সবাই সারবস্তুহীন স্বপ্ন দেখায় আক্রান্ত। তবু সে যেন নায়ক হয়েও নায়ক নয়। কেননা সে যে সমাজ থেকে উঠে এসেছে সে তার মতোই ভঙ্গুর,  তার স্বপ্নগুলোর সাথে প্রাপ্তি জড়িত নেই সেগুলো শুধুই খোয়াব। শুধু সে নয় তার মতো অনেকেই এ ভিত্তিহীন ভবিষ্যতের একঘেয়েমিভরা তত্ত্বে আক্রান্ত। যে ভবিষ্যত্ বর্তমান দিয়ে তৈরি করা যায় না, তা তো অলীক। স্বপ্নের জায়গা থেকে সেই ভবিষ্যতটি যোগসূত্রহীনও এই কারণে। তাই অতীতের সাথে বিচ্ছিন্নতা তৈরি করে এই খোয়াবদর্শন। কিন্তু কেন্দ্রীয় চরিত্র আহসান আবার পুরনো দর্শনে, চিন্তায় আক্রান্ত বয়স্কদের দিকেও ঝুঁকে থাকে, তাই তার অতীতও আসলে শুধুই পেছনে পড়ে থাকা, এর কোনো বর্তমান নেই। চান মিয়ার মেয়ে রাবেয়ার প্রেমে যখন সে উন্মত্ত দশায় তখন তার ভেতরের দ্বিধাদ্বন্দ্বের ভীড়ে সেটাকে তার উপর সমাজের চাপিয়ে দেওয়াই মনে হয় অনেক সময়। তাকে স্থির হতে দেয় না।প্রেমকেও নিয়েও সে সঠিক অবস্থান নিতে পারে না।

আহসান তাই বর্তমান প্রজন্মের এক প্রতিনিধি হয়ে ওঠে এই উপন্যাসে। সে এই সমাজেরও প্রতিনিধি হয়ে ওঠে।

বইটি ইমতিয়ার শামীমের লেখকপ্রজ্ঞার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেছে। এবং শিল্পমূল্যেও।  আমাদের সময়-সমাজ, তারুণ্য-বৃদ্ধত্ব আর সংস্কৃতিহীনতার সংস্কৃতিকে বুঝতে এই অনতিবৃহৎ বইটি বিশেষ সাহায্য করবে।

খোয়াব রন্ধন সংবাদ

ইমতিয়ার শামীম

প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স

দাম: ২৪০ টাকা।

(Visited 4 times, 1 visits today)

Leave a Comment