মামুনুর রশিদ তানিম বাংলাদেশে নতুন অনুবাদকদের মধ্যে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে নিয়েছেন। চলচ্চিত্র সমালোচনা এবং ক্ষুরধার ভাষা আর বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ তাকে এ জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। তিনি অনুবাদের সয়য় যেমন মূলানুগ থাকেন একইভাবে যে ভাষায় অনুবাদ করছেন সেই ভাষার বিভিন্ন বাঁক বিষয়েও সচেতন থাকেন। তাই পাঠকদের কাছে মনে হয়, এ তো বাংলাভাষাতেই লেখা, একে ভালোভাবে বললে বলা যায়, সংযোজন। তানিম অনুবাদে প্রতিবারই বাংলা ভাষায় কিছু সংযোজন করে তার ক্ষেত্র প্রসারিত করেন। এই যোগ্যতা তাকে আলদা করেছে বলা যায়। সাহিত্যের বিভিন্ন শাখায় বিখ্যাত লেখাগুলোর অনুবাদের পাশাপাশি থ্রিলার, ফ্যান্টাসি জনরা নিয়ে তার দারুণ আগ্রহ আছে, এরই ধারাবাহিকতায় এই বইমেলায় তার অনুবাদে প্রকাশিত হয়েছে, সাইফাই-হরর জনরার বিখ্যাত লেখক রিচার্ড ম্যাথেসনের বই ‘’দ্য হলিডে ম্যান এন্ড আদার মিস্ট্রিজ’’ ।
বইটিতে গল্প আছে এগারোটি। প্রতিটি গল্পেই চোখে পড়ার মতো বিশেষত্ব হলো ম্যাথেসনের নিজস্বতায় নির্মিত ‘টুইস্ট’। থ্রিলার মিস্ট্রির পাঠকমাত্রই জানেন এই টুইস্ট কতটা গুরুত্বপূর্ণ, আর এর সবচেয়ে প্রতিভাপূর্ণ ব্যবহার একে অন্য এক মাত্রায় পর্যবসিত করে, যেখান থেকে সহজে বের হওয়া কঠিন। এই ঘরানার বড় লেখকদের এ এক গুণ, যা সহজাত। আর রিচার্ড ম্যাথেসন এই বস্তুটির ব্যবহার করেছেন যত্রযত্র, অসংখ্যবার। তাই এই গল্পগুলি এক বিশেষ মাত্রা পেয়েছে। আর গল্পগুলোর ঘরানা হিসেবে আছে, হরর, ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের অদ্ভুত সমন্বয়। কোনো গল্পে যেমন আছে প্যারালাল থিউরি আবার উল্টোদিকে হ্যামিলনের বাঁশিওয়ালা, প্রাচীন মানবের উড়তে পারাও উপজীব্য হয়েছে কোনো কোনো গল্পে। এসব লেখকের সর্বত্রগামীতারই সাক্ষ্য প্রদান করে। তবে সব জায়গায়ই একটা সাধারণ বৈশিষ্ট্য চোখে পড়ে, তা হলো সব গল্পের শেষেই পাঠক এক অসাধারণ বাক বা মোড়ের সম্মুখিন হন।
❛
রিচার্ড ম্যাথিসনকে কিংবদন্তি হরর লেখক স্টিফেন কিং শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, তাঁর লেখায় ম্যাথিসনের ঋণের কথা উল্লেখ করেছেন
আর এখানে বলে রাখা যায়, রিচার্ড ম্যাথেসনের গদ্যভাষা চিন্তার নতুনত্ব ধরে নির্মিত হয়, সেইসাথে তাঁর হিউমারও লক্ষ্যযোগ্য। তাই তা সহজেই অন্যভাষায় অনুবাদ করা একটু কঠিন বৈকি। কিন্তু মামুনুর রশিদ তানিম সেই কাজটি অত্যন্ত সৃজনশীলতা আর দক্ষতার সাথে করেছেন। ফলে, বইটি পড়লে মনে হয়, এটা যেন বাংলাতেই লেখা হয়েছিল।বইটি অবশ্যপাঠ্য বলা যায়।
দ্য হলিডে ম্যান এন্ড আদার মিস্ট্রিজ
রিচার্ড ম্যাথেসন
অনুবাদ: মামুনুর রশিদ তানিম
প্রকাশক: ঈহা প্রকাশ
প্রকাশকাল: ২০২৩
দাম: ৩৪০ টাকা।