বাহিরানা

দ্য হাউজ হান্ট—সি. এম. ইওয়ান—প্রতিদিনের বাস্তবতার রহস্যমোড়


‘দ্য ইন্টারভিউ’ এর লেখক সি.এম.ইওয়ান-এর রহস্য, উত্তেজনা আর প্রতিভাপূর্ণ গল্প নিয়ে বই ‘দ্য হাউজ হান্ট’। বইটির শুরু প্রথমে খুব সাধারণ মনে হয়, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই চেনা বাস্তবতা অচেনা হতে থাকে। এক পর্যায়ে পাঠকদেরকে শ্বাসরুদ্ধকর এক বাস্তবতায় উপনীত করেন লেখক।

লেখক লুসি আর স্যামের দৃষ্টিকে প্রতিফলিত করেছেন বইটিতে। ছদ্মবেশী এই ক্রেতার সাথে তাদের দুইজনের কিছু একটা গোপন সত্য লুকিয়ে আছে, যেটা আবিষ্কার হলে তাদের জীবন বদলে যাবে চিরতরে। তবে লুসিকে সবার আগে নিজেকে রক্ষা করতে হবে, এই জায়গাটায় এসে টুইস্ট, টেনশন আর কাহিনীর শ্বাসরুদ্ধকর আবর্তন ‘দ্য হাউজ হান্ট’কে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।

বইয়ের গল্পটি এরকম, প্রধান চরিত্র লুসি, সে তার বাড়ি বিক্রি করতে চায়। এ কাজে স্যাম নামে একজন হাউজ এজেন্ট তাকে সাহায্য করে। একদিন স্যাম তাকে জানায় একজন সম্ভাব্য ক্রেতা তার বাড়ি দেখতে চায় কিন্তু স্যাম একটু ব্যস্ত আছে তাই লুসি নিজেই যেন ক্রেতাকে বাড়িটি ঘুরিয়ে দেখায়। লুসি যখন সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাচ্ছে তখন সে সমস্যাজনক কিছু একটা অনুভব করে, সে ক্রমেই দেখতে পায় ক্রেতাটি আসলে বাড়ি কিনতে আসেনি এসেছে তার জন্য। একসময় তার এই ধারণা সত্যি বলে প্রতিপন্ন হয়। সে তখন পালাতে চায়, বের করতে চায় আসলে কে এই আগন্তক আর লুসির সাথেই তার কী লেনাদেনা। কিন্তু সে বারবার অসফল হয়, শুরু হয় আগন্তুক আর তার মধ্যে ইঁদুর-বেড়াল খেলার।

লেখক লুসি আর স্যামের দৃষ্টিকে প্রতিফলিত করেছেন বইটিতে। ছদ্মবেশী এই ক্রেতার সাথে তাদের দুইজনের কিছু একটা গোপন সত্য লুকিয়ে আছে, যেটা আবিষ্কার হলে তাদের জীবন বদলে যাবে চিরতরে। তবে লুসিকে সবার আগে নিজেকে রক্ষা করতে হবে, এই জায়গাটায় এসে টুইস্ট, টেনশন আর কাহিনীর শ্বাসরুদ্ধকর আবর্তন ‘দ্য হাউজ হান্ট’কে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। এর কৃতিত্ব অবশ্যই সি. এম. ইওয়ানের কেননা তিনি বরাবরই তার লেখায় প্রতিদিনকার খুব সাধারণ ঘটনাবলিকে অসাধারণ গল্পে রহস্য আর সাসপেন্সের মিশেলে উপস্থাপন করতে পারেন। বইটি অন্যরকম, এর বয়ন ভিন্নতার দাবী রাখে, তাই এর উপসংহারও অগতানুগতিক। শেষ হওয়ার আগ পর্যন্ত পাঠকদের ধরে রাখবে ‘দ্য হাউজ হান্ট’।

দ্য হাউজ হান্ট
সি. এম. ইওয়ান
প্রকাশক : প্যান ম্যাকমিলান
প্রকাশকাল : আগস্ট, ২০২৩।

(Visited 19 times, 1 visits today)

Leave a Comment