বাহিরানা

পার্থ-সঞ্জীবের জন্মবার্ষিকীতে হবিগঞ্জে নানা অনুষ্ঠান সাহিত্য পদকে ভূষিত হচ্ছেন কবি মোস্তফা মঈন ও ব্যান্ড সংগীত সম্মাননা পাচ্ছে ‘মৌসখ’



বাংলাদেশ তথা উভয় বাংলার বরেণ্য ব্যক্তিত্ব কবি-সাংবাদিক-কথাসাহিত্যিক পার্থসারথি চৌধুরীর ৭২তম এবং কবি-সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সোমবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারই প্রথমবারের মতো এ অনুষ্ঠানে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য পদক’ ও ‘সঞ্জীব চৌধুরী ব্যান্ড সংগীত সম্মাননা’ চালু করা হচ্ছে। এবার সাহিত্য পদকে ভূষিত হচ্ছেন বিশিষ্ট কবি মোস্তফা মঈন ও ব্যান্ড সংগীত সম্মাননা পাচ্ছে হবিগঞ্জের ৯০ দশকের সাড়া জাগানো ব্যান্ড গ্রুপ ‘মৌসখ’।

এছাড়াও অনুষ্ঠানমালায় আছে ওইদিন সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মহড়া কক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৩ টায় উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা, বিকাল ৪ টায় কবিতা আবৃত্তি, একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত শিল্পসৃজন, ৪-৩০ টায় সম্মাননা প্রদান ও সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ মিউজিকাল ব্যান্ড কমিউনিটি (এইচএমবিসি)-র পরিবেশনায় ব্যান্ড সংগীতানুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানমালায় সকলকে আমন্ত্রণ জানিয়েছে পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদ।

প্রসঙ্গত, কবি-সাংবাদিক-কথাসাহিত্যিক পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আঘনা গ্রামে এবং কবি-সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী একই তারিখে ১৯৬৪ সালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
কৈশোর বয়স থেকেই পার্থসারথি চৌধুরীর লেখালেখির শুরু হয়। যৌবনে তিনি বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘বসন্তে বৈশাখ’ ও ‘শিরিষতলার গাথা’। প্রবন্ধগ্রন্থ ‘কাণ্ড কারখানা’। এছাড়াও অনেক গল্প-উপন্যাস লিখেছেন তিনি বিভিন্ন পত্র-পত্রিকায়। জীবনের দীর্ঘ সময় তিনি সিলেটের দৈনিক যুগভেরী, হবিগঞ্জের সাপ্তাহিক স্বাধিকার, সাপ্তাহিক সমাচার, সাপ্তাহিক স্বদেশবার্তাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম ও কবিতা লিখেছেন।
২০১২ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সঞ্জীব চৌধুরী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন, এরপর ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন ও সেখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন; কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি একজন খ্যাতনামা সাংবাদিক ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে কাজ করেন।
বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০০৭ সালের ১৯ নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কবি মোস্তফা মঈন
 ব্যান্ড সংগীতদল মৌসখ

 

(Visited 82 times, 1 visits today)

Leave a Comment