অলিভিয়া ওরলে’র প্রকাশিতব্য থ্রিলার উপন্যাস পিপল টু ফলো। এটা তাঁর প্রথম উপন্যাস। এরকম প্লট নিয়ে বহু লেখা পড়েছি আমরা, তবে এই উপন্যাসের নতুননত্ব হলো, এখানে সাম্প্রতিক স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের কেন্দ্র করে মূল আখ্যানটি সাজানো হয়েছে।
আর এসব গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয়ের উপর আলোকপাত করে সাহিত্যমানসম্পন্ন লেখা কমই হয়েছে। অলিভিয়া তাঁর প্রথম থ্রিলার উপন্যাসেই সেইদিকে দৃষ্টি দিয়েছেন ঘনীভূত রহস্যের সমাধান খুঁজতে পাঠকদের নিয়ে। বইটির অনেক চরিত্রই এমন সব অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় যা পাঠকদের স্তব্ধ বিমূঢ় করে দেয়।
গল্পটি এরকম, দশজন টিনেজ ইনফ্লুয়েন্সারকে ক্যারিবিয়ান অঞ্চলের একটা গহীন দ্বীপে “বাস্তব জীবনে” নামে একটা চলচ্চিত্র নির্মাণের জন্য এক রিয়েলিটি শোতে ডাকা হয়। দ্বীপটিতে তাদের ৩ সপ্তাহ বাইরের পৃথিবীর সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটাতে হবে। ইনফ্লুয়েন্সাররা যথারীতি সেখানে পৌঁছে দেখে, তাদের যে বন্ধুরা বর্তমানে শত্রুতে পরিণত হয়েছে তাদেরকেও ডাকা হয়েছে সেখানে। তারা সাথে সাথেই অনুভব করে এই শো’র নির্মাতারা চরম নাটকীয়তা চাচ্ছে।
প্রথম দিনেই প্রোডাকশন কর্মীদের কেউ উপস্থিত হয়নি, আর তাদের সাথে থাকা একজন ইনফ্লুয়েন্সার মারা যায়। তারা তখন অবধারিতভাবে ধরে নেয় তারা এই দ্বীপে আটকা পড়ে গেছে এবং বেরোনোর কোনো পথ খোলা নেই। একজন রহস্যময় ‘স্পন্সর’ পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছে, যে একইসাথে তাদের ব্যক্তিগত জীবনের সব গোপনীয়তা পৃথিবীর সামনে উন্মোক্ত করে দিচ্ছে, আর একের পর এক সবাই মারা যাচ্ছে। তাদেরকে খুঁজে বের করতে হবে, কে সেইজন যে তাদের প্রতিটি গতিবিধি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে, তাদের ১ নাম্বার ফলোয়ার আবার খেলা শুরু করার আগেই এটা জানতে হবে তাদেরকে।
স্যোশাল মিডিয়া বর্তমানের বাস্তবতা। একে অস্বীকার করার পথ নেই, তবে এই মিডিয়ায় অনেককিছুই এখনও আবিষ্কারের বাকি। এখানে বিরাট বিরাট সব তারকারা জন্ম নিচ্ছে, যাদের রয়েছে লাখ লাখ টিনেজ বা সদ্য তরুন-তরুণী অনুসারী। আর এসব গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয়ের উপর আলোকপাত করে সাহিত্যমানসম্পন্ন লেখা কমই হয়েছে। অলিভিয়া তাঁর প্রথম থ্রিলার উপন্যাসেই সেইদিকে দৃষ্টি দিয়েছেন ঘনীভূত রহস্যের সমাধান খুঁজতে পাঠকদের নিয়ে। বইটির অনেক চরিত্রই এমন সব অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় যা পাঠকদের স্তব্ধ বিমূঢ় করে দেয়। কিন্তু জেনে না জেনে এই মানুষগুলোকেই তো অনুসরণ করে আসছে সবাই। লেখক প্রতি অধ্যায়েই এমন সব রহস্যের অবতারণা করেন যা অবধারিতভাবে পাঠকদের পরের অধ্যায়ে টেনে নিয়ে যায়।
পিপল টু ফলো
অলিভিয়া ওরলে
প্রকাশিতব্য: ৩১ অক্টোবর, ২০২৩ সাল।