‘জওয়ান’-এর তাণ্ডব চলাকালীন সময়েই মুক্তি পেল ফুকরে ৩। তাও ভালো ব্যবসা করছে স্ল্যাপস্টিক কমেডি ঘরানার চলচ্চিত্রটি। সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ফুকরে রিটার্নস’-এর পর শুরু হয়েছে ফুকরে ৩।
প্রথম পর্বের গল্পের যোগাযোগসক্ষমতা এবং চরিত্রদের গভীরতা সবই মূল ঘটনা থেকে বিচ্যুত হয়ে দিশাহীনতায় মাঝে খেই হারায়। ফিল্মে তাদের জীবন বিপন্ন হওয়ার সাথে সাথে, চলচ্চিত্রটি শুধুমাত্র টয়লেটকেন্দ্রিক কমেডি হয়ে ওঠে। হাসানোর শত চেষ্টা সত্ত্বেও হঠাৎ হঠাতই শুধু কষ্টকর হাস্যরস তৈরি করতে পারে। দর্শকরা যখন ভাবছেন ভুলি’র সাথে নির্বাচনে জেতার লড়াইয়ে চুচা’র বিজয় নিয়ে, তখন ফুকরে টিম ব্যস্ত জল মাফিয়া আর ভুলি’র কবল থেকে প্রাণ বাঁচাতে।
এবারের কাহিনীবিন্যাস এরকম, ভুলি পান্জাবান (রিকা চাড্ডা) পানি সম্পদ মন্ত্রী হবার জন্য ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সে জনগণকে অনেক প্রতিশ্রুতি দিলেও অনাকাঙ্ক্ষিতভাবে চোচা’র(বরুন শর্মা) সাথে বিরোধে জড়িয়ে পড়ে। কেননা চোচা নির্বাচনে দাঁড়াবে বলে মনস্থির করেছে, আর ইতোমধ্যে জনগনের মনও জয় করেছে সে। পরিস্থিতি ক্রমশই ঘোলা হতে থাকলে বন্ধু হানিও (পুলকিত সম্রাট) তার পক্ষ নেয়। ভুলি যখন দেখে সে চোচা’র সাথে নির্বাচনে হেরে যাবে, তখন সে তাকে এবং তার বন্ধুদের আটকাতে বিভিন্ন ভয়ংকর কুটিল পরিকল্পনা বাস্তবায়ন করে। এতে চলচ্চিত্রে গতি সঞ্চার হয়।
দ্বিতীয় ভাগে দেখা যায় ফুকরে টিম সাইথ আফ্রিকায় হিরে উত্তোলন করতে গেছে। কিন্তু ঘটনাচক্রে চোচা এবং হানি পেট্রল তৈরি করার ক্ষমতা পেয়ে যায়।
আর এখান থেকেই চলচ্চিত্র ভিন্নদিকে মোড় নেয়। প্রথম পর্বের গল্পের যোগাযোগসক্ষমতা এবং চরিত্রদের গভীরতা সবই মূল ঘটনা থেকে বিচ্যুত হয়ে দিশাহীনতায় মাঝে খেই হারায়। ফিল্মে তাদের জীবন বিপন্ন হওয়ার সাথে সাথে, চলচ্চিত্রটি শুধুমাত্র টয়লেটকেন্দ্রিক কমেডি হয়ে ওঠে। হাসানোর শত চেষ্টা সত্ত্বেও হঠাৎ হঠাতই শুধু কষ্টকর হাস্যরস তৈরি করতে পারে। দর্শকরা যখন ভাবছেন ভুলি’র সাথে নির্বাচনে জেতার লড়াইয়ে চুচা’র বিজয় নিয়ে, তখন ফুকরে টিম ব্যস্ত জল মাফিয়া আর ভুলি’র কবল থেকে প্রাণ বাঁচাতে। বলা যায়, পূর্বের দুই ছবির গল্পের আকর্ষণীয়তা আর হাস্যরস ধরে রাখতে পুরোপুরিই ব্যর্থ হয়েছে ফুকরে ৩।
তবে বরুন শর্মা (চোচা) আর পঙ্কজ ত্রিপাঠি (পণ্ডিত জ্বি) শুরু থেকে শেষ পর্যন্ত অনবদ্য অভিনয় করেছেন। এর মধ্যে পঙ্কজ ত্রিপাঠি বরাবরের মতোই অনবদ্য স্ট্যান্ডএলোন অভিনয় করে গেছেন। বাকি সবাই চলনসই। কাহিনি বারেবারেই বিপরীতমুখি হওয়ায়, চলচ্চিত্রটি স্বতস্ফুর্ত হয়ে উঠতে পারেনি। তাই কমেডিও জমেনি তেমন। তবে, ফুকরে ৩ একবার দেখার জন্য খারাপ নয়।
ফুকরে ৩
ম্রিগদিপ সিং লাম্বা
প্রকাশকাল : ২৮ সেপ্টেম্বর ২০২৩