লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা (৫ম বর্ষ, ৩য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। এ সংখ্যায় রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, পাঠ-প্রতিক্রিয়া ও সাহিত্য সংবাদ।
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলতি সংখ্যার প্রচ্ছদ তৈরি করা হয়েছে। প্রচ্ছদে আলোকচিত্রী শহিদুল আলমের তোলা এসএম সুলতানের ছবিটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ‘শতবর্ষে সুলতান’ শিরোনামে লেখক ধ্রুব সাদিকের একটি রচনা রয়েছে পত্রিকাটির শুরুতেই।
এই সংখ্যায় ভাষা বিষয়ক দশটি গুরুত্বপূর্ণ বই নিয়ে দীর্ঘ নিবন্ধ লিখেছেন আভিধানিক ও প্রাবন্ধিক রাজীব কুমার সাহা, প্রিয় দশ বই নিয়ে লিখেছেন সাংবাদিক ও গবষেক আমীন আল রশীদ। রয়েছে ভারতীয় কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের একটি দীর্ঘ সাক্ষাৎকার। সাক্ষাৎকারে ওঠে এসেছে তাঁর লেখালেখি, দেশভাগ ও সমকালীন সাহিত্যের নানা প্রসঙ্গ।
বই আলোচনা লিখেছেন কথাশিল্পী আহমদ বশীর, অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ, সম্পাদক, গবেষক ড. কাজল রশীদ শাহীন, লেখক রাকিবুল রকি, শফিক হাসান ও জোবায়ের মিলন।
১২৮ পৃষ্ঠার ‘এবং বই’-এর দাম ১০০ টাকা। চিত্রকর সব্যসাচী হাজরার করা নামলিপিতে প্রচ্ছদ করেছেন রহিম রানা।
‘এবং বই’ পাওয়া যাচ্ছে বাতিঘর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শাখায়, ঢাকার কাঁটাবনের কনকর্ড-এর প্রকৃতি ও জাগতিক প্রকাশনে, বুক ভিলা বরিশাল ও প্রথমা ডটকম অনলাইনে।