বাহিরানা

বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি বই রিভিউ—আবুল কাইয়ুম—শুদ্ধতার উৎস সন্ধানে


বাহিরানা ডেস্ক


প্রায় সবারই বাংলা বানান নিয়ে সমস্যায় পড়তে হয়। অফিস, আদালত একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে সৃষ্টিশীল কাজ যেমন কবিতা, উপন্যাস, গল্প—সব ক্ষেত্রেই কি সঠিক বানানের প্রয়োজন পড়ে না? পড়ে, কিন্তু বাংলা বানানের উপর সহজবোধ্য কোনো বই বাজারে চোখে পড়ে না তেমন। আবুল কাইয়ুম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ  প্রাবন্ধিক, অনুবাদক এবং মুক্তিযোদ্ধা। ফলে তিনি সম্যকভাবে জানেন যে রাষ্ট্রের সব জায়গাতেই বানানের শুদ্ধ প্রয়োগে বিঘ্ন ঘটছে— শুধুমাত্র বানান নিয়ে অসচেনতা আর সহজবোধ্য বানানপঞ্জির অভাবের কারণে। তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টার ফল ‘‘বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি’’ বইটি।

এই বইয়ের সবচেয়ে বড় গুণ হলো এর সহজবোধ্যতা, বইয়ে উল্লেখিত নিয়মগুলো এত সহজভাবে বলা হয়েছে যে, যারা পড়বেন তারা নিজেরাই কিছুদিন পর অন্যদের ভুল ধরিয়ে দিতে শুরু করবেন। আর এভাবে বানানের ভুলের পরিমাণ যদি কমে যায়, তাতে উপকারই বেশি।

বানান ভুলের ক্ষেত্রে সাধারণ কয়েকটি বিষয়ই সবচেয়ে বড় ভূমিকা পালন করে, বইটিতে এগুলোই সম্যকভাবে তুলে এনেছেন তিনি। যেমন, ই-কার, ঈ-কার এর নির্ভুল ব্যবহার, মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন–এর ব্যবহার, বিশেষ্য ও বিশেষণ শব্দের অপপ্রয়োগ, চন্দ্রবিন্দু, খণ্ড-ৎ-এর ভুল, বর্গীয়-জ ও অন্ত:স্থ-য এর ব্যবহার সমাস ও উপসর্গের অপপ্রয়োগ—এসবসহ তিনি আরো বহুবিধ ভুলকে শুদ্ধ করার পথ দেখিয়েছেন। বানান ভুলের যতরকম পথ আছে সবগুলোতেই আলো ফেলেছেন লেখক। তাই যারা ইচ্ছে করেও ভুল করতে চান এই বই পড়লে তাদেরও লাভ হবে বলা যায়। তখন তারা জেনে ভুল করতে পারবেন, কে বলতে পারে যে সেখান থেকে নতুন কোনো নিয়মের জন্ম হবে না?

এই কারণে বইটিতে কয়েকটি বাড়তি অনুষঙ্গও যক্ত করা হয়েছে, যেমন, অভিধান এবং অভিধান বহির্ভূত প্রচলিত অশুদ্ধ শব্দ নিয়ে একটি সম্পূর্ণ অধ্যায়। আবার দুই বাংলার নিজস্ব শব্দ নিয়ে আরেকটি অধ্যায়, যেগুলো সবারই কাজে লাগবে, আবার যারা আরেকটু ভেতর থেকে বাংলা ভাষার সম্ভাবনাকে যাচাই করতে চান, তাদেরও কাজে দেবে। যেমন সাহিত্যিক এবং ভাষা গবেষণা কাজে যুক্তদের জন্য ।

এই বইয়ের সবচেয়ে বড় গুণ হলো এর সহজবোধ্যতা, বইয়ে উল্লেখিত নিয়মগুলো এত সহজভাবে বলা হয়েছে যে, যারা পড়বেন তারা নিজেরাই কিছুদিন পর অন্যদের ভুল ধরিয়ে দিতে শুরু করবেন। আর এভাবে বানানের ভুলের পরিমাণ যদি কমে যায়, তাতে উপকারই বেশি।

বইটির শেষে খুবই সুচারুভাবে গন্থপঞ্জী যুক্ত করা হয়েছে। যারা আরো বেশি জানতে চান তাদের জন্যে উপযোগী এটি।

বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি
লেখক : আবুল কাইয়ুম
প্রকাশক : নন্দিতা প্রকাশ
প্রকাশকাল : ২০২১ সাল।
দাম : ৫০০ টাকা।

বইটি কিনতে হলে :

বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ ও বানানপঞ্জি – বাহিরানা

 

(Visited 58 times, 1 visits today)

Leave a Comment