সম্প্রতি প্রকাশিত হয়েছে দেলওয়ার হাসান-এর বাঙালির নামের সাথে যুক্ত পদবী নিয়ে গবেষণাগ্রন্থ ‘বাঙালির সামাজিক পদবীর ইতিহাস’। পদবীর সাথে সার্বিকভাবে কর্মের যোগ রয়েছে, কিন্তু আধুনিক সমাজে যেহেতু মানুষ বিশেষায়িত স্বাধীন কর্ম বেছে নিতে পারে তবু কেন এই সময়েও পদবীর ব্যবহার চালু আছে সেটা এখনও অমিমাংসিত, আবার অনেক পদবীরই ইতিহাস কয়েকশ বছরের কিন্তু অনৈতিহাসিকভাবে সেগুলোকে হাজার বছরের পুরনো হিসেবে দাবী করা হয়। বইটিতে এসব বিষয়ের তদন্ত হাজির করেছেন লেখক।
তিটি পদবীর নিচে এগুলোর ঐতিহাসিক উৎস, এবং অনেকগুলোর মধ্যযুগের সাহিত্যে অন্তর্ভুক্তি, শাব্দিক উৎসসহ রাজনৈতিকভুক্তি এবং দলিল-দস্তাবেজ ঘেটে লেখক পদবীগুলোর একটি সম্পূর্ণ চিত্র হাজির করেছেন।
বাঙালির জাতির মাঝে হিন্দু মুসলমানরা নামের শেষে যে পদবীগুলো ব্যবহার করেন, সেগুলোর বহুস্তর ইতিহাস নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আছে বইটিতে। বিচিত্র সব পদবীর মধ্যে এসেছে, অধিকারী, আচার্য/আচারজি, আমিন, উকিল, খাস্তগীর, খন্দকার/খোনকার, খাঁ/খান, খলিফা, ওঝা, পাঠক, পাঠান, কানুনগোসহ আরো বহু ভুক্তি। প্রতিটি পদবীর নিচে এগুলোর ঐতিহাসিক উৎস, এবং অনেকগুলোর মধ্যযুগের সাহিত্যে অন্তর্ভুক্তি, শাব্দিক উৎসসহ রাজনৈতিকভুক্তি এবং দলিল-দস্তাবেজ ঘেটে লেখক পদবীগুলোর একটি সম্পূর্ণ চিত্র হাজির করেছেন। এ নিয়ে আগে এরকম বিপুল পরিসরে কাজ হয়নি এখানে।
ভবিষ্যতে যারা সামাজিক ইতিহাসের সংশ্লিষ্ট পরিসরে গবেষণা করবেন, তাদের ছাড়াও সাধারণ পাঠকদেরও কৌতুহল মেটাবে বইটি। ঝরঝরে গদ্যে, পরিষ্কার চিন্তা আর ভাষায় বাঙালির আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশকে তুলে এনেছেন লেখক। শুধু তাই নয়, প্রবেশ করেছেন আরও গভীরে, যেখানে বইটি পড়তে পড়তে মধ্যযুগ আর প্রাচীনযুগের ইতিহাসও অনেকটা জানা হয়ে যায় পাঠকদের। বইটি ভালো লাগবে এটা বলা যায়।
বাঙালির সামাজিক পদবীর ইতিহাস
দেলওয়ার হাসান
প্রকাশকাল : ২০২৩
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ৫৯৫ টাকা।