একটা দেশের জাতীয় ইতিহাস রচিত হয় সে দেশেরই স্থানীয় ইতিহাসের অজস্র ঘটনা-উপঘটনার সম্মিলনে। তাই এক অর্থে স্থানীয় ইতিহাসই জাতীয় ইতিহাসের নির্মাতা। তবে অনেক সময়ই আমরা স্থানীয় ইতিহাসের যথাযথ সংকলন যথাসময়ে পাই না। তবে একটি ঐতিহাসিক ঘটনা অথবা পর্বের ইতিহাস প্রণয়নের যথাযথ সময় কখন— সেটি নিয়ে সর্বজনগ্রাহ্য কোনও মতও নেই।
এ পর্যায়ে তিনি সেখানকার ভাষা সৈনিকদের বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাথে সাথে কিশোরগঞ্জ জেলার (তৎকালীন মহকুমা) বিভিন্ন উপজেলা (তখনকার থানা)’র ভাষা সংগ্রামের উল্লেখযোগ্য ঘটনাবলিসহ স্থানীয় ইতিহাসও প্রণয়ন করেছেন। ভাষা সৈনিকগণ যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের ভূমিকাও তুলে ধরেছেন লেখক।
সম্প্রতি আমাদের হাতে ভাষা সংগ্রামের স্থানীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এসে পৌঁছেছে। গ্রন্থটির নাম ‘ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ’। বইটির প্রণেতা মু আ লতিফ। লেখক মূল প্রসঙ্গে অর্থাৎ তাঁর জেলায় ভাষা আন্দোলনের প্রসঙ্গে আসার আগে পূর্ববর্তী প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে সুবিস্তৃত ধারণা দিয়েছেন। সূচিপত্র থেকে কয়েকটি শিরোনাম তুলে দিলে বইটির ব্যাপারে ধারণা নেওয়া সহজ হবে— ‘ভাষা আন্দোলন বিস্ময়কর ঘটনা’, ‘যুগ যুগ আগেই সংগ্রামের সূত্রপাত’, ‘বাংলার জন্মকথা’, ‘আদি বাংলা ভাষা হারিয়ে গিয়েছিল’, ‘মধ্যযুগের বাংলা ভাষা’, ‘আধুনিক যুগ’, একুশের চেতনা’ ইত্যাদি।
এরপর আরও অনেকগুলো প্রসঙ্গে আলোকপাত করার পর এসেছেন ‘কিশোরগঞ্জে ভাষা আন্দোলন’-এর বিষয়ে। এ পর্যায়ে তিনি সেখানকার ভাষা সৈনিকদের বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাথে সাথে কিশোরগঞ্জ জেলার (তৎকালীন মহকুমা) বিভিন্ন উপজেলা (তখনকার থানা)’র ভাষা সংগ্রামের উল্লেখযোগ্য ঘটনাবলিসহ স্থানীয় ইতিহাসও প্রণয়ন করেছেন। ভাষা সৈনিকগণ যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের ভূমিকাও তুলে ধরেছেন লেখক। এ পর্বের কয়েকটি শিরোনাম ‘ভাষা সৈনিকদের নামের তালিকা’, ‘ভাষা সংগ্রামীদের জীবন বৃত্তান্ত’, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম’, ‘রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান’, ‘শহীদ ডা. আবদুল আলিম চৌধুরী’, ‘ডা. আবু আহাম্মদ ফজলুল করিম’। এ ধারাবাহিকতায় ১৭ জন ভাষা সৈনিকের জীবন বৃত্তান্ত আমরা পাই এ বইয়ে।
সব মিলিয়ে একটি জেলার ভাষা সংগ্রামের প্রায় সকল দিকেই আলোকপাত করতে সক্ষম হয়েছেন লেখক। ‘ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ’ হয়ে উঠেছে স্থানীয় ইতিহাসের এক অনুপম সংকলন।
ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ
মু আ লতিফ
প্রকাশক : উজান প্রকাশন
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২২
পৃষ্ঠাসংখ্যা : ১২৮
দাম : ৩২০ টাকা।
বইটি কিনতে হলে :
ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ – বাহিরানা (bahirana.com)