বাহিরানা

শহর— ফাহাদ আল আবদুল্লাহ— চেনা শররের ভিন্ন অবয়ব


ফাহাদ আল আবদুল্লাহ তার রহস্য উপন্যাসে ভাষাব্যবহারে গভীরতা তৈরি করেন। সেই ভাষায় চরিত্রদের পারস্পরিক টানাপোড়েন ভিন্ন এক মাত্রায় উদ্ভাসিত হয়। ফাহাদ আল আবদুল্লাহর থ্রিলার উপন্যাস ‘শহর’-এ সেটি ভালোভাবে পাই আমরা। কাব্যিকতা বইটিকে অন্য এক প্রাসঙ্গিকতা দিয়েছে।

রাজনীতি, সহিংসতা, গ্যাংযুদ্ধ, বন্ধুত্ব— সবই একটা বইয়ে নিয়ে এসেছেন লেখক। তাও সবকিছুই দারুণ দক্ষতার সাথে সামলেছেন তিনি। বইটিতে টুইস্টের ছড়াছড়ি, আর আশংকা— কী না কি হয় এরকম এক চাপে বইটি শেষ না করে উঠা যায় না।

বইয়ের কাহিনী বিন্যাস এরকম, মাশরুর নামে এক প্রাইভেট ডিটেক্টিভের কাছে হঠাৎ একদিন এক ক্লায়েন্ট এসে উপস্থিত হয়। মাশরুরকে তার সম্ভাব্য খুন হওয়ার বিষয়ে অবহিত করে সে। সাহয্যের আবেদন জানায়। কিন্তু মাশরুর তার খুন হওয়াকে প্রতিহত করতে পারে না। এর ফলে তার মনে এক অস্থিরতায় ঘেরা অনুশোচনা জন্ম নেয়। সে ঘটনাটির বিশদ তদন্তে নামবে বলে মনস্থির করে। তখনই শহরের আন্ডারওয়ার্ল্ডের মুখোমুখি হতে হয় তাকে। আবার শহরিটিকে রক্ষা করতে মির্জা পরিবারের ছোট মির্জা সম্প্রতি দেশে ফিরেছে। তার নিজ্স্ব মিলিটারি আছে, কিন্তু প্রতিপক্ষ— যারা শহরটিকে ধ্বংস করে দিচ্ছে তাদের শক্তি বহুগুণ বেশি। এরসাথে শহরে ক্ষমতার পালাবদলেরও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবকিছুই অস্থিত, নিজের জায়গা পাল্টাচ্ছে। কিন্তু এই দানবীয় শক্তির সাথে লড়তে প্রখর বুদ্ধি আর সাহসের বিকল্প নেই। তাকে অবলম্বন করেই প্রাণ সংশয়ের সম্ভাবনা মাথায় রেখেই মাশরুর, মির্জা এগিয়ে যাচ্ছে।

রাজনীতি, সহিংসতা, গ্যাংযুদ্ধ, বন্ধুত্ব— সবই একটা বইয়ে নিয়ে এসেছেন লেখক। তাও সবকিছুই দারুণ দক্ষতার সাথে সামলেছেন তিনি। বইটিতে টুইস্টের ছড়াছড়ি, আর আশংকা— কী না কি হয় এরকম এক চাপে বইটি শেষ না করে উঠা যায় না। বইয়ের চরিত্ররা মানবিক, এও এক বিশেষ গুন বইটির, তার সাথে ভাষার সহজ কাব্যিকতা আর প্রাঞ্জলতা চরিত্রদেরকে পাঠকদের চোখের সামনে জীবন্ত করে তোলে। পাঠকরা একাত্ম হয়ে পড়েন মাশরুর, মির্জার উত্থান-পতনের সাথে।

ফাহাদ আল আবদুল্লাহর থ্রিলার উপন্যাস শহর তার ভেতর নতুনত্ব ধরে আছে, পাঠকরা সেই নতুনত্বে নিজেরকেও খুঁজে পাবেন।

শহর
(দ্বিতীয় সংস্করণ)
ফাহাদ আল আবদুল্লাহ
প্রকাশক : মাতব্বর কমিকস এন্ড পাবলিকেশন
প্রকাশকাল : ২০২৩
পৃষ্ঠাসংখ্যা : ১২০
দাম : ২৫০ টাকা।


1 thought on “শহর— ফাহাদ আল আবদুল্লাহ— চেনা শররের ভিন্ন অবয়ব”

Leave a Comment