দিপু চন্দ্র দেব
মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ায় গিয়েছিলেন মঈনুস সুলতান ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ক এক সেমিনারে যোগ দিতে। তার সেই সেমিনারে হহুদি, খ্রিস্টান ও মুসলমান প্রতিনিধিরা ছিলেন। ১৯১৩ সালে সার্বদের অধীনস্ত হওয়ার আগে এই অঞ্চল পাঁচশ বছর তুর্কীদের শাসনাধীন ছিল। এর আগে আলেকজান্ডারের বাবা ফিলিপের অধীনেও ছিল। আশ্চর্যের বিষয় এখনও দুই সভ্যতার চিহ্ন সগৌরবে টিকে আছে এখানে। সেমেটিক সব ধর্মেরও এক সহাবস্থান চোখে পড়ার মতো।
ইতিহাস আর বর্তমানকে মিলিয়ে দেখতে মঈনুস সুলতান যেন এক বায়োস্কোপ নির্মাণ করেছেন, যেখানে অনায়াসেই ঐতিহাসিক চরিত্র আর ঘটনাবলীকে তিনি জীবন্ত করে তুলতে পারেন। বিভিন্ন খণ্ডঘটনার সমষ্টিই তো আসলে ইতিহাস তৈরি করে, যেখানে লেখকের বলা চলচ্চিত্র নায়ক ‘আহমেত রুশানি’ যিনি বর্তমানে অন্ধ—তার গল্পও ইতিহাসকে ভাষা দেয়। এরকম অনেক ঘটনা দিয়েই বইটি গড়ে উঠেছে।
বর্তমানে কেমন আছে অঞ্চলটি? তার উত্তর পেতে স্কোপিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন লেখক। এখানে মুসলমানরা বর্তমানে সংখ্যালঘু। তাদের অবস্থা সম্পর্কেও একটি সম্যক ধারণা দিয়েছেন তিনি আমাদের। এখানে আলবেনীয় মুসলমানরাও আছে, তাদের সাথে অন্য দুই ধর্মের লোকজন—বিশেষ করে গোড়া খ্রিস্টানদের তিক্ত সম্পর্কের বিষয়টিও তুলে এনেছেন তিনি।
আর বাড়তি হিসেবে মাদার তেরেসার বাড়িতেও নিয়ে গেছেন তিনি আমাদের। ইতিহাসের গভীর থেকে তুলে এনেছেন কামাল আতাতুর্কের প্রসঙ্গ, আর তার সাথে আজীবনের কুমারী থাকা খ্রিস্টান মেয়ে এলিনার রহস্যঘন প্রেমের সম্পর্ক। ইতিহাস আর বর্তমানকে মিলিয়ে দেখতে মঈনুস সুলতান যেন এক বায়োস্কোপ নির্মাণ করেছেন, যেখানে অনায়াসেই ঐতিহাসিক চরিত্র আর ঘটনাবলীকে তিনি জীবন্ত করে তুলতে পারেন। বিভিন্ন খণ্ডঘটনার সমষ্টিই তো আসলে ইতিহাস তৈরি করে, যেখানে লেখকের বলা চলচ্চিত্র নায়ক ‘আহমেত রুশানি’ যিনি বর্তমানে অন্ধ—তার গল্পও ইতিহাসকে ভাষা দেয়। এরকম অনেক ঘটনা দিয়েই বইটি গড়ে উঠেছে। যা পাঠকদের উষ্ণ জলের তুর্কী হামামের মতো প্রশান্তি দেবে।
মঈনুস সুলতানের অন্যসব কাজের মতোই এই বইটিও অন্যরকম। তার ভ্রমণ গদ্যে অন্য এক জগৎ দৃশ্যমান হয়ে ওঠে। তার ভাষায় অনায়াসেই গভীর-গোপন সৌন্দর্য ভাস্বর হয়, ভ্রমণ সাহিত্যে তাই তিনি বর্তমানে অগ্রগণ্যদের একজন।
বিশেষ করে তিনি তার ভ্রমণ বর্ণনায় তুচ্ছ, ক্ষুদ্র বিষয়কেও এড়িয়ে যান না, এখানেও তার ব্যতিক্রম হয়নি। বইটি পাঠকদের আনন্দ দেবে আর বলকান অঞ্চলকে জানতেও বিশেষ কাজে দেবে বলা যায়।
বলকানের তুর্কি হামাম
লেখক: মঈনুস সুলতান
বিষয়: ভ্রমণ সাহিত্য
প্রকাশকাল: ২০২৩
প্রকাশক: প্রথমা প্রকাশন
মূল্য: ৫০০ টাকা বাহিরানাতে ২০% ছাড়ে ৪০০ টাকা।
বইটি কিনতে হলে:
বলকানের তুর্কি হামাম – বাহিরানা