বাহিরানা

আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী বই রিভিউ—সংকলন এম এম জাহাঙ্গীর কবীর—জীবনী ও রাজনৈতিক ইতিহাস


দিপু চন্দ্র দেব

আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী বই রিভিউ:
“আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী” বইটি বাংলাদেশের কিংবদন্তি নেতা মাওলানা ভাসানীর জীবন, দর্শন ও সংগ্রাম ও সাক্ষাৎকারের সংকলনগ্রন্থ। এই সংকলনে দুটি অংশ রয়েছে “আত্মকথা” ও “আলাপচারিতা”। প্রথম অংশে ভাসানীর নিজের লেখা আত্মজীবনীমূলক রচনা, স্মৃতিচারণা, রাজনৈতিক দর্শন, এবং সমাজতত্ত্ব বিষয়ে তাঁর চিন্তাভাবনা স্থান পেয়েছে। দ্বিতীয় অংশে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর কথোপকথন, সাক্ষাৎকার, এবং শেষ জীবনের মূল্যবান বক্তব্য সংকলিত হয়েছে।
বইটিতে ভাসানীর ব্যক্তিত্বের বহুমুখী দিক—যেমন তাঁর অহিংস আন্দোলনের নীতি, ফারাক্কা লংমার্চের প্রেরণা, এবং শোষিত মানুষের প্রতি অকৃত্রিম মমত্ব—উঠে এসেছে।

দ্বিতীয় অংশতে বিভিন্নজনের কাছে দেওয়া তার সাক্ষাৎকার ও আলাপচারিতা নিয়ে, যেমন ফজলে এলাহী, দেওয়ান গোলাম মোর্তজাসহ আরো কয়েকজনের নাম এসেছে এখানে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বইটিতে “মওলানা ভাসানীর শেষ সাক্ষাৎকার”ও সংকলিত হয়েছে।

মওলানা ভাসানী তার জীবদ্দশায় কোনো আত্মজীবনী রচনা করে যাননি, বইয়ের প্রথম অংশটি সেই শূন্যতা কিছুটা পূরণ করবে বলাই বাহুল্য। এখানে অধ্যায়গুলোর দিকে নজর দিলেই বুঝা যেতে পারে, মওলানা তাঁর নিজের কর্মকাণ্ড নিয়ে কী ভাবতেন, কী তাঁর দর্শন ছিল: “রবুবিয়াতের ভূমিকা” “নিজের দর্শন” “অহিংসা ও বিপ্লব” “সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে জরুরি কথা”।

দ্বিতীয় অংশতে বিভিন্নজনের কাছে দেওয়া তার সাক্ষাৎকার ও আলাপচারিতা নিয়ে, যেমন ফজলে এলাহী, দেওয়ান গোলাম মোর্তজাসহ আরো কয়েকজনের নাম এসেছে এখানে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বইটিতে “মওলানা ভাসানীর শেষ সাক্ষাৎকার”ও সংকলিত হয়েছে। আর বইয়ের শেষে সংকলক “এস এম জাহাঙ্গীর কবীর” ভাসানীর একটি জীবনপঞ্জিও সংযুক্ত করেছেন।

মওলানা ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল বৃটিশ শাসনামলে, আর তিনি দেহত্যাগ করেছেন স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশকে বোঝার জন্য তিনি এক অসামান্য নির্দেশক, তার যাত্রাপথে বাঁকে বাঁকে লুকিয়ে আছে ভবিষ্যৎ, অতীতকে সম্বল করে। বইটি তাকে বোঝার, জানার জন্য সাধারণ পাঠকদের যেমন অবশ্যপাঠ্য তেমনি ভাসানী গবেষকদের জন্যেও একই কথা প্রযোজ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেহেতু মওলানা ভাসানীকে ছাড়া অসম্পূর্ণ। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য গুরুত্বসহকারে, হাতে নিলেই টের পাওয়া যায়।

আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সংকলন ও সম্পাদনা: এম এম জাহাঙ্গীর কবীর
বিষয় : জীবনীগ্রন্থ, ইতিহাস
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক: ঐতিহ্য
দাম : ৩৮০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৩০৪ টাকা।

বইটি কিনতে হলে:

আত্মকথা ও আলাপচারিতা: মওলানা আবদুল হামিদ খান ভাসানী (attokotha o alapcharita: maulana abdul hamid khan bhashani) – বাহিরানা

(Visited 15 times, 1 visits today)

Leave a Comment