বাহিরানা

ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা বই রিভিউ—মাহফুজ সিদ্দিকী হিমালয়—অসহ সময়ের বয়ান


দিপু চন্দ্র দেব

করোনা ২০১৯ সালে চীন থেকে শুরু হয়ে সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বহুকালের মধ্যে মানব সমাজে এরকম অভিজ্ঞতা ছিল নতুন। কারণ তরুণ প্রজন্ম আগে এরকম মহামারির সম্মুখীন হয়নি। আর বৃদ্ধরা পড়েছিল জীবন সংকটে। সেসব আমরা জানি, কিন্তু তখন যে কোয়ারেন্টিন নামক বিচ্ছিন্নতার মধ্যে পতিত হয়েছিল মানুষ, সেই দুঃসহ অভিজ্ঞতাকে শুধুমাত্র কারাগারের সাথেই মেলানো যায়। কোভিদ-১৯ ভাইরাসের প্রকোপের সময়কার অভিজ্ঞতা নিয়েই মাহফুজ সিদ্দিকী হিমালয়ের “ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা” বইটি।

বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ সম্পর্কে যখন কিছুই বুঝতে পারছে না, তখন নিজের আগামীদিন নিয়ে লিখেছেন, “বাংলাদেশে করোনা কতদূর ছড়াবে অনুমান করতে পারছি না, তবে আমি যে বিশাল এক করাল গ্রাসে পড়তে যাচ্ছি অনুমান করেই শরীর শীতল হয়ে আসছে। নির্দিষ্ট কোনো উপার্জনের উৎস নেই।”

বইটি দিনলিপির, মাহফুজ সিদ্দিকী তখন সময়টিকে ধরে রাখা ও বিশ্লেষণের জন্য তার ভাবনা ও কর্মপ্রক্রিয়ার কথা লিখে রাখতেন। যেমন দুই হাজার বিশ-এর এগারোই মার্চের ভুক্তিতে তিনি লিখেছেন, “শ্যামলী মাঠে মিনহাজ আর আশিকের সঙ্গে কথা হলো। ওদের রাজমিস্ত্রিদের সম্বন্ধে তথ্য সংগ্রহের এসাইনমেন্ট দিয়েছিলাম; মিনহাজ তুলনামূলক ভালো মানের কাজ করায় ওকে নিয়োগ দিয়েছি ৩ মাসের জন্য।”

আবার একদম শুরুতে ২০১৯-এর নয়ই মার্চের ভুক্তিতে, বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ সম্পর্কে যখন কিছুই বুঝতে পারছে না, তখন নিজের আগামীদিন নিয়ে লিখেছেন, “বাংলাদেশে করোনা কতদূর ছড়াবে অনুমান করতে পারছি না, তবে আমি যে বিশাল এক করাল গ্রাসে পড়তে যাচ্ছি অনুমান করেই শরীর শীতল হয়ে আসছে। নির্দিষ্ট কোনো উপার্জনের উৎস নেই।”

তিনি নিজের কথা ভাবার সাথে মানুষ নিয়েও চিন্তিত ছিলেন, তখন সবারই কমবেশি একই পরিস্থিতি ছিল। তবে এখানে বইটির বিশেষত্ব হলো, এটিতে সুস্পষ্টভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের উপর করোনার প্রভাবকে গুছিয়ে তুলে আনা হয়েছে। যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তারা জানেন তখন দেশের অনেক জায়গাতে মানুষের ভেতর বিশ্বাস জিনিসটির ঘাটতি পড়েছিল, আবার ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে একাকীত্বকে বরণ করে নিতে হয়েছিল। বইটি সেই অসহ অভিজ্ঞতাগুলোকে দৃশ্যমান করে তোলে। এবং ভবিষ্যতের জন্যেও নিজেকে হাজির রাখে, যারা সামনের দিনে বাংলাদেশের করোনার ব্যক্তিক, সামাজিক, শ্রেণীগত প্রভাব নিয়ে গবেষণা করবেন তাদের জন্য। এসব বিবেচনায় বইটি আমাদের মানবিক জীবনেরই গল্প বলে, যেখানে একজন ব্যক্তি হয়ে উঠেন বহু।

ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা
লেখক: মাহফুজ সিদ্দিকী হিমালয়
বিষয়: দিনলিপি
প্রকাশকাল: ২০২১
প্রকাশক: আদর্শ
দাম: ৫৮০ টাকা।

বইটি কিনতে চাইলে:

ঘোরবন্দী গোল্ডফিশ: করোনা-কারাগারের নামচা (Ghurbondi Goldfish: Corona-Karagarer Namcha) – বাহিরানা

(Visited 22 times, 1 visits today)

Leave a Comment