দিপু চন্দ্র দেব
“জীবন এত ছোট ক্যানে”
বাংলা উপন্যাসে দার্শনিকতায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের এই বাক্যটির একটি ভূমিকা আছে। বাক্যটি এত বেশি ছড়িয়েছে যে সাধারণ মানুষ থেকে ভাবুক প্রায় সবার কাছেই পরিচিত। এটা যে একটি উপন্যাস থেকে এসেছে অনেকেই সেটা জানেন না।
উপন্যাসটির বিশেষত্ব হচ্ছে এর দার্শনিকতা, শক্তিশালী চরিত্র, ও সহজ-স্বাভাবিকতার গভীরতা।
নিম্নশ্রেণীর “নিতাই” কবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। গ্রামের এক কবিগানের আসরে কবিয়ালে অনুপস্থিতিতে সে কবিয়াল হয়ে ওঠে। ডাকাত বংশের কেউ কবিয়াল হয়ে গেলে, সেটাকে বিরাট এক পালাবদল বলা যায়। কিন্তু সাহিত্য আর ডাকাতি এক হিসেবে দুই-ই সমাজের বিরুদ্ধে এক বিদ্রোহ। তারাশঙ্কর নিতাই আর ঝুমুরদলের মাধ্যমে জীবনের অন্য এক অভিজ্ঞতা তুলে এনেছেন।
উপন্যাসটির বিশেষত্ব হচ্ছে এর দার্শনিকতা, শক্তিশালী চরিত্র, ও সহজ-স্বাভাবিকতার গভীরতা। ফলে সহজেই আখ্যানটি মানুষের জীবনের অন্তর্গত আশা-হতাশার সাথে নিজেকে একাত্ম করে ফেলে। বইটির নতুন সংস্করণ প্রকাশ করেছে পাঠক সমাবেশ।
কবি
লেখক : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিষয় : শাশ্বত উপন্যাস
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ২৯৫ টাকা।
বইটি কিনতে চাইলে: