দিপু চন্দ্র দেব
মাহরীন ফেরদৌসের গল্পগ্রন্থ “হয়তো বলে কিছু আছে”। নামের মধ্যে হয়তো শব্দটি জীবনের অর্থ-অনর্থের ইঙ্গিত দেয়, অতীতের অনিশ্চয়তা ও ভবিষ্যতের অনিশ্চয়তা স্থান বদল করে এখানে। কিন্তু কিছু আছে একটি আশার কথা বলে, যেটি নিশ্চিত নয় কিন্তু এর জন্য অপেক্ষা বা যাত্রা করা অনর্থের নয়। আত্মজৈবনিক ভঙ্গিতে লেখা গল্পগুলো এই নামের সাথে সদ্ভাব রক্ষা করেছে ভালোভাবে।
এই যে মিলের বিষয়টি, সেটি বাক্যটির গুরুত্ব নষ্ট করেনি, কারণ এখানে মিলকে কথাসাহিত্যের ভাষিক ঐতিহ্যের অংশ হিসেবে নিলে, মাহরীন ফেরদৌসের বাক্যটির নতুনত্ব পাওয়া যায়, যাকে বলা যায় ঐতিহ্যের পরম্পরায় সাহিত্যিক নির্মাণ।
বইয়ে গল্প আছে বারোটি। “ইসাবেলা” “গন্তব্য ফিফথ অ্যাভিনিউ” “তাহের ফিরে এসেছিল” “মেরিনার মেঘমালা” “স্মৃতিচিহ্ন” “চৈতালি সন্ধ্যায় সামরিন” “বোকামানুষি” “বিষাদের ডাকনাম” “মেয়েটি এসেছিল শরতের শেষে” “পালট” “এইটা তোমার গল্প কিংবা আমার” “অবিকল”। এই হচ্ছে গল্পগুলোর শিরোনাম।
ইসাবেলা গল্পের প্রথম বাক্য, “কোনো এক বিচিত্র কারণে বসন্তের প্রথম দিন এবার তুমুল স্নো পড়তে শুরু করল।” এই বাক্য আশ্চর্যরকমভাবে পাঠকালে মনের মধ্যে আঘাত করে এর সৌন্দর্যচেতনায়। আবার এর সাথে সাযুজ্য পাওয়া যায় মার্কেসের “নিঃসঙ্গতার একশ বছর”-এর শুরুর বাক্যের, “ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে বহুবছর পর কর্নেল আওরেলিয়ানো বোয়েন্দিয়ার মনে পড়ল এক দূরবর্তী বিকেলে তার বাবার সাথে বরফ আবিষ্কার করতে যাওয়ার স্মৃতি।” আবার আখতারুজ্জামান ইলিয়াসের “নিরুদ্দেশ যাত্রা”র সেই আশ্চর্য বাক্য “এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো।”-এরও মিল আছে। এই যে মিলের বিষয়টি, সেটি বাক্যটির গুরুত্ব নষ্ট করেনি, কারণ এখানে মিলকে কথাসাহিত্যের ভাষিক ঐতিহ্যের অংশ হিসেবে নিলে, মাহরীন ফেরদৌসের বাক্যটির নতুনত্ব পাওয়া যায়, যাকে বলা যায় ঐতিহ্যের পরম্পরায় সাহিত্যিক নির্মাণ। গল্পটিতে আত্মজৈবনিক আবহ আছে, অতটুকুই, আবহের বাইরে আছে গল্প। এক লেখিকা আর ইসাবেলার গল্প এটি, লেখিকার একটি গল্প বিদেশিনী ইসাবেলার জীবনের সাথে মিলে গেছে, এই হচ্ছে এর প্লট।
মাহরীন ফেরদৌসের ভাষা সহজ, ফলে পাঠকদের সাথে যোগাযোগের বাধা হয়ে দাঁড়ায় না। অন্যদিকে সাবলীলতাও আছে। তিনি অনায়াসেই জটিল সব চরিত্রকে উপস্থাপন করেছেন সাবলীল ও সহজ ভাষার উপর ভর করে। ফলে সুখপাঠ্য হয়ে উঠেছে বইটি। তিনি অনায়াসে বিদেশ ও দেশকে মিলিয়েছেন, গল্পের শিরোনামেও তার ইঙ্গিত পাওয়া যায়। যা বইটিকে অন্য এক মাত্রা দিয়েছে।
হয়তো বলে কিছু আছে
লেখক: মাহরীন ফেরদৌস
বিষয়: ছোটগল্প
প্রকাশক: কথাপ্রকাশ
প্রকাশকাল: ২০২৩
মূল্য: ২৫০ টাকা।
বইটি কিনতে চাইলে: