বাহিরানা

শৈলচূড়ায় চাঁদের হাসি বই রিভিউ—ইলমা বেহরোজ—একটি সহজ-সরল প্রেমের গল্প


দিপু চন্দ্র দেব

ইলমা বেহরোজ তার “পদ্মজা” উপন্যাস দিয়ে পাঠকদের মধ্যে সাড়া ফেলেছিলেন। বাংলা সাহিত্যের মূল যে সাহিত্যধারা তার থেকে ব্যতিক্রম কিছু উঠতি সাহিত্যিক যে লিখে চলেছেন তিনি তাদেরই একজন। হুমায়ূন আহমেদের সাহিত্যের পথ ধরে বর্তমানের অনলাইন জীবন বাস্তবতার একটি সহজ-সরল ছাপ তাদের লেখায় পাওয়া যায়। তিনিও ব্যতিক্রম নন। মধ্যবিত্তের জীবনই সেখানে আদর্শ হয়ে ধরা দেয়, যেমনটা আমরা হুমায়ূনে দেখেছি। তবে তিনি নারীর জীবনকে তার বাঁকসমেত স্পর্শ করতে চান। ইলমা বেহরোজের নতুন উপন্যাস “শৈলচূড়ায় চাঁদের হাসি” নিকিতা নামে এক মেয়ের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

প্রথমদিকে পড়তে পড়তে এমন বোধ হয় যে এক কিশোরী মেয়ের গল্প যেন, লেখিকা সেই মেয়েটিকে খুব কাছ থেকে বর্ণনা করে যাচ্ছেন। তার জীবন, চারপাশের প্রকৃতি, পরিবার, সমাজ—সবকিছু। কিন্তু ধীরে ধীরে অন্য এক নিকিতার দেখা পাওয়া যায়, যে পরিণত, সংহত।

নিকিতার প্রেম ও তার পরিণতি উপন্যাসটির মূল। প্রথমদিকে পড়তে পড়তে এমন বোধ হয় যে এক কিশোরী মেয়ের গল্প যেন, লেখিকা সেই মেয়েটিকে খুব কাছ থেকে বর্ণনা করে যাচ্ছেন। তার জীবন, চারপাশের প্রকৃতি, পরিবার, সমাজ—সবকিছু। কিন্তু ধীরে ধীরে অন্য এক নিকিতার দেখা পাওয়া যায়, যে পরিণত, সংহত। একজন নারীর জীবন বাস্তবতার মুখোমুখি হওয়াকেই যেন ইলমা তুলে ধরেছেন।

বইটি সম্ভাবনাপূর্ণ। পাঠকদের ভালো লাগবে। তিনি আরো পরিণত গল্প ও ভাষা উপহার দেবেন আমাদের, এটা আশা করা যায়।

শৈলচূড়ায় চাঁদের হাসি
লেখক : ইলমা বেহরোজ
বিষয় : উপন্যাস
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : অন্যধারা
দাম : ৬৪০ টাকা।

 


Leave a Comment