বাহিরানা বই রিভিউ বিভাগে বাহিরানায় প্রকাশিত সব বই আলোচনা এক সঙ্গে পাওয়া যাবে। কবিতা, উপন্যাস, ছোটগল্প, রাজনীতি, অর্থনীতি, প্রবন্ধ, গবেষণা, অর্থনীতি, থ্রিলার, অ্যাডভেঞ্চারসহ—যাবতীয় বই রিভিউ একসঙ্গে পাবেন পাঠকেরা। বাহিরানায় শুধু সেইসব বই-ই আলোচনা করা হয় যে বইগুলো বর্তমান সময় ও সভ্যতাকে ভিন্নভাবে দেখেছে, যে বইগুলো বাস্তবতার ভিন্ন অর্থ তৈরি করে। বাহিরানায় পাঠক আপনাকে স্বাগতম।
বই রিভিউ ঘরানাসমূহ
মননশীল ও স্বতন্ত্র জ্ঞানভিত্তিক বই রিভিউ
ইতিহাস, বিজ্ঞান ও দর্শন বইয়ের রিভিউ সূচী
প্রবন্ধ, কলাম ও গবেষণা বই রিভিউ
জীবনী ও আত্মজীবনী বই রিভিউ
আইন বই রিভিউ
সাক্ষাৎকার বই রিভিউ
অনুবাদ বই রিভিউ
অনুবাদ বক্তৃতা বই রিভিউ
বই বিষয়ক ফিচার
ক্রীড়া বই রিভিউ
পরিবেশ ও প্রকৃতি বই রিভিউ
সৃজনশীল বই রিভিউ
কবিতা ও কথাসাহিত্য বই রিভিউ সূচীপত্র
ভ্রমণ বই রিভিউ
নাটক ও চিত্রনাট্য বই রিভিউ
মঞ্চনাটক বই রিভিউ
রম্য বই রিভিউ
সংগীত বই রিভিউ
শিশু-কিশোর বই রিভিউ
থ্রিলার, অ্যাডভেঞ্চার রিভিউ
বাহিরানায় প্রকাশিত বই রিভিউ নিয়ে কিছু কথা
কবিতা, উপন্যাস ও ছোটগল্প, নাটক (মঞ্চনাটকও রয়েছে) সাহিত্যের ভিত্তি ও সবচেয়ে মৌলিক স্তম্ভ। যে বইগুলোকে সৃজনশীল ঘরানায় ফেলা হয়, অন্যদিকে এই লেখাগুলোর ইতিহাস খুবই পুরনো, তাই কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকারদের তাদের পূর্বে লেখা হাজার হাজার বই ও লেখক এবং অনেকগুলো শতক ধরে প্রকাশিত বইয়ের সঙ্গে একটি যুদ্ধ করতে হয়, কারণ সাহিত্যে নতুন সৃষ্টি মানে সেই তার অতীতের কোনো কিছুর মতো নয়। এভাবেই একটি সৃজনশীল বই জন্মগ্রহণ করে। আবার এই ঘরানার পাঠকেরা হন অগ্রসর ও সৃজনশীল, তাই তাদেরও একটি প্রস্তুতি প্রয়োজন এই লেখাগুলো পাঠক করতে। লেখকদের মতো না হলেও এই প্রস্তুতি দীর্ঘকালের পাঠ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়। এসব কারণে রাষ্ট্র ও সভ্যতার ভিন্নতা, সাহিত্যের ইতিহাস, যুগে যুগে বিভিন্ন সাহিত্য তত্ত্বের আবির্ভাব, নতুন নতুন সাহিত্য ঘরানায় প্রতিনিয়তই সাহিত্য জগত নতুনের দোলাচলের মধ্যে থাকে।
তাই সাহিত্য সমালোচকদেরও এই দীর্ঘ ইতিহাস ও পথের কথা সম্যকভাবে জানতে হয়, বইগুলোর আলোচনার সময়। এর সঙ্গে অনুবাদ উপন্যাস, ছোটগল্প ও কবিতার বইয়ের আলোচনায় বাংলা ও যে ভাষা থেকে বইটি অনূদিত হয়েছে তা নিয়েও জ্ঞান থাকতে হয়। ফলে বাহিরানায় যে বইগুলোর সমালোচনা প্রকাশিত হয় ক্রিটিকদের দ্বারা তারা বইগুলোর নতুনত্ব খুঁজে বের করা ও পাঠকদের সামনে সেগুলো তুলে ধরার কাজ করেন। এতে বইয়ের সঙ্গে পাঠকদের বোঝাপড়া বৃদ্ধি পায় ও সেইসঙ্গে কোনো নতুনত্ব ধারণকারী বই হারিয়ে যাওয়ার সুযোগ পায় না। এসবের বাইরে শিশু-কিশোর সাহিত্যও রয়েছে যা বড়দের সাহিত্যের একদম বিপরীতে দাঁড়ানো গঠনসৌকর্য নিয়ে, যদিও দুইয়েরই শিল্পমান একই। এই বইগুলোর আলোচনাও অন্যসব বইয়ের মতো দক্ষতা ও সৃজনশীলতা দাবী করে।
অন্যদিকে মননশীল ঘরানায় পড়েছে প্রবন্ধ, সাহিত্য সমালোচনা ও নন-ফিকশন (পরিবেশ, প্রকৃতি বিষয়ক বই, আইনের বই, ক্রীড়া, সংগীত, সাক্ষাৎকার, বক্তৃতার বইগুলো) এই বইগুলো মানব জ্ঞানের পরিধি বিস্তৃত করা ও সেইসঙ্গে নতুন নতুন ভাবনা নিয়ে গড়ে ওঠে। সব বইয়ের আলোচনার জন্য সংশ্লিষ্ট ঘরানাতেও জ্ঞান থাকতে হয়। বাহিরানায় আলোচকরা এখানেও নতুননত্বের সন্ধান করে, তবে অবশ্যই বইয়ের মধ্যে থাকর পুরাতনকেও খারিজ করে করে। বই লেখাই দোষ ও গুণের বাইরে নয়, তবে সমালোচনার কাজ হলো সেগুলো উন্মুক্ত করা যেখানে লেখক, পাঠক দুপক্ষই উপকৃত হন।
এরপর আসে প্রকৃত বিজ্ঞাননির্ভর ও এর বাইরে মানব জ্ঞানের স্বতন্ত্র বইয়ের বর্গগুলো, যেখানে পড়েছে ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান এবং স্বতন্ত্র হিসেবে পড়েছে দর্শন ও তত্ত্ব। সেসব বইয়েরও সমালোচনায় একটি নিজস্ব ডিসিপ্লিন প্রয়োজন যা বাহিরানা অনুসরণ করে।
এর সঙ্গে রইল বই বিষয়ক ফিচার আলোচনা বা আর্টিক্যাল যা একটি বইয়ের বা তার লেখার উপর ভিত্তি করে সামাজিক, রাষ্ট্রিক ও সাহিত্যিক গুরুত্ব তুলে ধরা হয়, মোট কথা লেখাটির বিশেষত্বকে তুলে ধরা হয় প্রবন্ধের মধ্যে বা আর্টিক্যালের মধ্যে। যা স্বতন্ত্র সৃষ্টি হিসেবে গণ্য। আমাদের বই বিষয়ক ফিচার আর্টিক্যালগুলোও এই হাব পেজে যুক্ত রয়েছে।
এসব বর্গের সঙ্গে রয়েছে সমমাত্রিকভাবে থ্রিলার, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান ও ভৌতিক বইয়ের এক বিস্তৃত সারি, যেখানে প্লট হয়ে ওঠে শিল্পের বিকল্প, বা অভাব পূরণেল মোক্ষম হাতিয়ার। বাহিরানা দৃঢ়ভাবে এই জনরাগুলোকে গুরুত্ব দেয়, এবং বইগুলোর বিশেষত্বকে তুলে ধরার দায়িত্ব পালন করে।
বাহিরানা বই রিভিউ বিভাগ শিরোনামে এই পাতাটি তৈরি করা হয়েছে যেন পাঠকেরা এক জায়গায় তাদের প্রিয় ঘরানার বইগুলোর উপরর আলোচনা খুঁজে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই। এসবে সঙ্গে এমন বইও রয়েছে যা কোনো অভিধায় ফেলা যায় না, ঘরানার বাইরের সেই বইগুলোও আলোচিত হয় বাহিরানায়, যে নামের অর্থই ঘরানার বাইরে। আমাদের চারপাশের যে বাস্তবতা দেখি আমরা তার সবই বই থেকে জাত, রাজনীতি, রাষ্ট্র ও অর্থনীতি বই থেকেই সমাজ ও মানুষের মধ্যে ক্রিয়া করে, বাহিরানা বইয়ের মাধ্যমে সব জায়গায় পৌঁছাতে চায়।
