দিপু চন্দ্র দেব
দীপেন ভট্টাচার্যের “আকাশ পর্যবেক্ষকের নোটবই: কালপুরুষ থেকে ত্রিশঙ্কু” বই রিভিউ:
মানুষের মানুষ হয়ে উঠার প্রথম বৈশিষ্ট্যটি হলো কৌতূহল, এবং তা থেকে জাত পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ আবার যুক্ত বিজ্ঞানের সাথে। সংঘবদ্ধ মানুষেরা যখনই কোনো সমস্যায় পড়েছে তখনই তাদের মধ্যে কেউ কেউ সেটি থেকে বেড়িয়ে আসার জন্য মনোযোগী হয়েছে, একসময় তা থেকে উত্তরণের পথ আবিষ্কৃত হয়েছে। এই কৌতূহলের বস্তুর যদি কোনো তালিকা করা হয় তাহলে তার শীর্ষবিন্দুতে প্রথমেই আসবে মহাকাশ, জ্যোর্তিমণ্ডল। কারণ রোদ-বৃষ্টি, চাঁদ-সূর্য, তারকারাজি সভ্যতার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে, আর এসব কাণ্ডকারখানা এতদূর কোনো উৎস থেকে সংঘঠিত হয় যে তা সাধারণ মানুষ অতীতে বুঝতে পারত না। ফলে তারা এসব প্রাকৃতিক ঘটনাকে ভয় পেত, বিস্মিত হতো। তাই একসময় ওঝা ও তান্ত্রিকেরা মানুষের ভয়ের ফায়দাও তুলেছে অনেক। আধুনিক কালের জ্যোতির্বিদ্যা এই মহাকাশকে বিজ্ঞানের মাধ্যমে জানার প্রধান শাখার অন্যতম। আর বাংলাদেশের জন্য জ্যোতির্বিদ্যায় প্রথপ্রদর্শক দীপেন ভট্টাচার্যের বই “আকাশ পর্যবেক্ষকের নোটবই: কালপুরুষ থেকে ত্রিশঙ্কু” নক্ষত্ররাজিকে আরো ভালোভাবে জানার পথ প্রশস্ত করবে।
ক্ষণে ক্ষণে কঠিন কঠিন সব বিষয়কে তিনি সহজভাবে তুলে ধরেছেন, যেমন “আকাশের আপাতগতি” “তারাদের স্থানাঙ্ক”। আর প্রকৃতির রূপ-রহস্য আর সৌন্দর্য নিয়ে যাদের আগ্রহ অধিক তাদের জন্য আছে, “গ্রীষ্মের আকাশ” “হেমন্তের আকাশ” “শীতের আকাশ” নিয়ে জ্ঞানবহুল কিন্তু আগ্রহোদ্দীপক প্রাঞ্জল আলোচনা।
বইটির শুরুতেই ভূমিকাংশে লেখক জানিয়েছেন, “এটি জ্যোতি:পদার্থবিদ্যার নয় বরং জ্যোতির্বিদ্যার। তারা, নীহারিকা ও গ্যালাক্সি চিনতে ও পর্যবেক্ষণের করানোর জন্য এই বই।”
“আকাশ দেখার নির্মল আনন্দ” নামক অধ্যায় দিয়ে বইটি শুরু করেছেন লেখক। পুরো বইয়েই এই আনন্দের ধারাবাহিকতা বজায় রেখেছেন। কারণ চেনা আর জানা তো আনন্দের। ক্ষণে ক্ষণে কঠিন কঠিন সব বিষয়কে তিনি সহজভাবে তুলে ধরেছেন, যেমন “আকাশের আপাতগতি” “তারাদের স্থানাঙ্ক”। আর প্রকৃতির রূপ-রহস্য আর সৌন্দর্য নিয়ে যাদের আগ্রহ অধিক তাদের জন্য আছে, “গ্রীষ্মের আকাশ” “হেমন্তের আকাশ” “শীতের আকাশ” নিয়ে জ্ঞানবহুল কিন্তু আগ্রহোদ্দীপক প্রাঞ্জল আলোচনা।
বইটি সাধারণ পাঠক থেকে বিজ্ঞানের পাঠকদের জন্য শেখা ও জানার জন্যেই নয় বরং আনন্দদায়ক পাঠঅভিজ্ঞাতা পাওয়ারও মাধ্যম হয়ে উঠবে।
আকাশ পর্যবেক্ষকের নোটবই: কালপুরুষ থেকে ত্রিশঙ্কু
লেখক: দীপেন ভট্টাচার্য
বিষয়: বিজ্ঞান
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ৩০০ টাকা।
বইটি কিনতে চাইলে:
আকাশ পর্যবেক্ষকের নোটবই : কালপুরুষ থেকে ত্রিশঙ্কু – বাহিরানা