আলবার্ট আইনস্টাইন E=mc2 তত্ত্ব দিয়ে পৃথিবীজুড়ে বিজ্ঞানের নতুন যুগের সৃষ্টি করেছিলেন। তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে অবদানের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার। তার E=mc2তত্ত্বটি শুনতে যতই আকর্ষণীয় হোক না কেন, গণিতকে ব্যখ্যার জন্য সাধারণ ভাষার আশ্রয় নিতে হয়, আর সাধারণ ভাষায় বিজ্ঞান বোঝ কষ্টকর। স্টিফেন হকিং অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম বইয়ের মাধ্যমে সাধারণের বোধগম্য ভাষায় সময়ের ধারণাকে উপস্থাপন করে বিজ্ঞানকে অনেকটাই নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন।
আইনস্টাইনও তার জগৎ-জীবন-দর্শন নিয়ে লিখেছেন, তাও সরল-প্রাঞ্জল ভাষাতেই। সেসব রচনার সহজ-সরল ভাধ ধরে রেখেই আমিনুল ইসলাম ভুইয়ার অনুবাদে আলবার্ট আইনস্টাইন: নির্বাচিত বিজ্ঞান ও দর্শন বিষয়ক রচনা এবং উদ্ধৃতি বইটি গড়ে উঠেছে। এই বইটিকে ভালোভাবে আত্মস্থ করতে আমিনুল ইসলাম ভুইয়ার অনুবাদে একইবছরে প্রকাশিত দার্শনিক ও গণিতবিদ ব্রার্ট্রান্ড রাসেলে দর্শনিক প্রবন্ধ নিয়ে বই দার্শনিক প্রবন্ধাবলি: বার্ট্রান্ড রাসেল বইটিও পড়া ভালো হতে পারে। কেননা রাসেল ও আইনস্টাইন দুইজনের মনই বৈজ্ঞানিক অনুসন্ধিৎসায় পূর্ণ।
আইনস্টাইন কীভাবে পৃথিবীকে দেখতেন, কেমন ছিল বিজ্ঞান নিয়ে তার দৃষ্টিভঙ্গি আর ভাবনা? সেসবই আমিনুল ইসলামের অনুবাদে আলবার্ট আইনস্টাইন নির্বাচিত বিজ্ঞান ও দর্শন বিষয়ক রচনা এবং উদ্ধৃতি বইয়ের লেখাগুলোতে ধরা আছে। আমরা জানি আইনস্টাইনের আবিষ্কৃত সূত্র থেকেই হিরোশিমা, নাগাসাকির ট্রাজেডি ঘটেছিল, কিন্তু আইনস্টাইন সারাজীবন শান্তির পক্ষে কাজ করেছেন। মুক্তমতপ্রকাশের পক্ষে কাজ করেছেন। বইটি আলবার্ট আইস্টাইনের ভাবনা-দর্শনকে জানার জন্য সহায়ক হবে। আমিনুল ইসলাম ভুইয়া সুন্দর অনুবাদ করেছেন বইটি।
আলবার্ট আইনস্টাইন: নির্বাচিত বিজ্ঞান ও দর্শন বিষয়ক রচনা এবং উদ্ধৃতি
অনুবাদ: আমিনুল ইসলাম ভুইয়া
বিষয়: বিজ্ঞান
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম: ৫৯৫ টাকা।
আলবার্ট আইনস্টাইন: নির্বাচিত বিজ্ঞান ও দর্শন বিষয়ক রচনা এবং উদ্ধৃতি বইটি কিনতে চাইলে
