বাহিরানা

দ্য আরলি কেসেস অভ আকেচি কোগোরো বই রিভিউ—এদোগাওয়া রাম্পো—একপেশে গল্প ও নীরস, অনুবাদেও তাই

এদোগাওয়া রাম্পোর গোয়েন্দা গল্প দ্য আরলি কেসেস অভ আকেচি কোগোরো বইয়ের প্রচ্ছদ। বাহিরানা নামে একটি লগো আছে এখানে।

মামুনুর রশিদ তানিম গোয়েন্দা আকেচি কোগোরো’র সাথে দীর্ঘ পরিচয়পর্বটা (৪’টা কেস) বেশ আন্ডারওয়েলমিং বলা চলে! অনেকখানি নীরস৷ এদোগাওয়া রাম্পোর “দ্য আরলি কেসেস অভ আকেচি কোগোরো”-এ কিছুটা অপরিপক্ব বা অতি উৎসাহী গোয়েন্দার দেখা পাওয়া যেতে পারে, সেটা মানা যায়। কিন্তু এখানে গোয়েন্দা যতখানি সরস, তার কেসগুলো ততখানিই নীরস। ক্ষেত্রবিশেষে শিশুতোষ। বিশেষ করে, এই বইয়ের প্রথম ৩’টা … Read more

অথৈ (২০২৪) চলচ্চিত্র রিভিউ—অনির্বাণের ওথেলো, এক্সপেরিমেন্টাল, কিন্তু সফল কি!

অর্ণ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র অথৈ এর পোস্টার। চলচ্চিত্রের মূল চরিত্রদের প্রতিকৃতি ও বাহিরানা নামে একটি লগো আছে এখানে।

মামুনুর রশিদ তানিম “সবটাই অবিশ্বাস। ঘৃণাই পরম সত্য!” পুরোটাজুড়ে এই সত্যই প্রতিষ্ঠা করতে চায় অর্ণ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র ‘অথৈ’ (২০২৪),  আজকের পৃথিবীর নিরীখে, যেখানে দলিতের-শোষিতের মৃত্যু স্বাভাবিক; অপুষ্টি স্বাভাবিক; যু’দ্ধ স্বাভাবিক; ঘৃণা স্বাভাবিক। শেক্সপীয়রের ‘ওথেলো’কে পুঁজিবাদ, শ্রেণীসংঘাত, বৈশ্বিক বিশৃঙ্খলার আধুনিক মোড়কে বেঁধেছে ‘অথৈ’; অহম, ভালোবাসা, কামুকতা, সন্দেহ ও ঘৃণা তথা মূল বিষয়াদিগুলোকে অনড় রেখে। তবে ‘অথৈ’ … Read more

খরগোশকে মারো বই রিভিউ—মাশুদুল হক—ভালো ‘জনরা’ গল্পগ্রন্থ হবার সুযোগ অপচয়

মাশুদুল হকের খরগোশকে মারো হরর, সাইফাই গল্পগ্রন্থ -এর প্রচ্ছদ। বাহিরানা নামে একটি লগো আছে এখানে।

মামুনুর রশিদ তানিম ৯’টা সাইফাই-হরর, উইয়ার্ড ছোটগল্পের সমাহার৷ কয়েকটি বেশ ছোটই। এবং বেশিরভাগ গল্পই টোনের দিক থেকে বেশ ব্যাফলিং। নামগল্পটা ভালো, হরর-সাইফাইয়ের ঠিকঠাক সমতাটা আছে। ‘পারফেক্ট কেক’ আকারে বেজায় ছোট, গিমিক আছে। মাশুদুল হকের “খরগোশকে মারো” এই বইয়ের বেশিরভাগ গল্পে ওই গিমিকই শুধু আছে, সারবস্তু অত নেই৷ তবে তীর্যক হাস্যরসের পরতটা কিছু গল্পে ভালোভাবেই আছে … Read more

কুইন অফ দ্য রিং (২০২৪) চলচ্চিত্র রিভিউ—মূলধারার আবেদনে উপভোগ্য আর গতিময় সিনেমা

কুইন অফ দ্য রিং (২০২৪) চলচ্চিত্রের পোস্টার। একজন নারী রেসলিং রিং ধরে আছে এখানে।

মামুনুর রশিদ তানিম হট, ফায়ারি বায়োপিক! বিশ্বের প্রথম প্রফেশনাল নারী রেসলার মিলড্রেড বার্ককে নিয়ে! মিলড্রেড যখন এই রেসলিং রিংয়ে পা দেয়, তখন নারীদের জন্য এই খেলা নিষিদ্ধ। সিঙ্গেল মাদার মিলড্রেড, সমাজ এবং এই খেলার প্রত্যেকটি নিয়ম ভেঙে দেয়৷ সংগ্রামী, বর্ণাঢ্য, অনুপ্রেরণাদায়ক জীবন তার। প্রতিটি নারীর জন্যই, মিলড্রেড বার্কের জার্নি ভীষণ অনুপ্রেরণার। এবং এই সিনেমা “কুইন … Read more

দ্য মাংকি (২০২৫) চলচ্চিত্র রিভিউ—অসগুড পার্কিন্স—তিনটি আলাদা স্বর

অসগুড পার্কিন্সের দ্য মাংকি চলচ্চিত্রের পোস্টার। একটি বানর আছে এখানে।

মামুনুর রশিদ তানিম অসগুড পার্কিন্সের “দ্য মাংকি”(২০২৫) চলচ্চিত্রে তিনি ৩ অংকে আলাদা আলাদা টোনালিটি রেখেছেন, এই ব্যাপারটা একটু চমকই দিয়েছে। প্রথম অংকে হররের আভাসটা দিয়েই পুরোপুরি ড্রামার মেকানিজমে যেভাবে ভিড়ল, সেটা বেশ! তবে তৃতীয় অংক, সামগ্রিক আবহটায় সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা আনতে পারেনি। তাই টোনালিটিতে ওই অসমতা রয়ে যায়। কিন্তু এমন উদ্ভাবনী গোরের স্টাইল দেখে থমকে যেতে … Read more

দ্য ডেড (1987) চলচ্চিত্র রিভিউ—জন হিউস্টন—জয়েসের অসামান্য গল্পের অনবদ্য চিত্রায়ন

জন হিউস্টনের দ্য ডেড চলচ্চিত্রের পোস্টার।

মামুনুর রশিদ তানিম জন হিউস্টনের “দ্য ডেড” (1987) এই সিনেমার বেশকিছু সিগনিফিক্যান্স আছে। সিনেমার গল্পটা জেমস জয়েসের একই নামের ছোটগল্প অবলম্বনে। সিনেমাটা পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক জন হিউস্টন (তাঁর শেষ সিনেমা)। লিখেছেন জন হিউস্টনের ছেলে টনি হিউস্টন (তার সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রনাট্য, এরপর সেভাবে আর কিছু বোধহয় লেখেননি) এবং অভিনয় করেছেন জন হিউস্টনের মেয়ে, অন্যতম বিদুষী … Read more

দূর পৃথিবীর গন্ধে বই রিভিউ—মাসউদ আহমাদ—কবির অন্তর্গত যন্ত্রনার ‍বিষাদময় পরত

মাসউদ আহমাদের দূর পৃথিবীর গন্ধে গল্পগ্রন্থের প্রচ্ছদ। জীবনানন্দ দাশের একটি প্রতিকৃতি আছে এখানে।

মামুনুর রশিদ তানিম এই গল্পগ্রন্থ পড়তে গিয়েই জানতে পারলাম এবং প্রমাণও পেলাম, গল্পকার মাসউদ আহমাদের, জীবনানন্দ নিয়ে আচ্ছন্নতা৷ শুদ্ধতম এই কবিকে নিয়ে বেশ অনেকগুলো ফিকশনাল গল্প রচনা করেছেন তিনি। স্মৃতির পাড় ঘেঁষে জীবন্ত হেঁটে বেড়ায় জীবনানন্দ, তার গল্পগুলোতে। মাসউদ আহমাদের “দূর পৃথিবীর গন্ধে” গল্পগ্রন্থের ৫’টি গল্পেও জীবনানন্দ মিশে আছেন৷ আরো আছেন লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জী। … Read more

প্রতিপক্ষ বই রিভিউ—শওকত হোসেন—ওয়েস্টার্নের মূলের ব্যঞ্জন তো পাওয়া যায়, কিন্তু ভালো কতখানি!

শওকত হোসেনের প্রতিপক্ষ বইয়ের প্রচ্ছদ। বাহিরানা নামে একটি লগো আছে এখানে, বইটির রিভিউয়ের জন্য ব্যবহৃত হয়েছে।

মামুনুর রশিদ তানিম লুই লা’মারের ‘ডার্ক ক্যানিয়ন’ ওয়েস্টার্নের ছায়া অবলম্বনে শওকত হোসেনের ‘প্রতিপক্ষ’, কিন্তু ছায়া এক্ষেত্রে কতটুকু দীর্ঘাকার তা জানি না, তবে গাঢ় হবার কথা। ওয়েস্টার্ন জনরার সুপরিচিত এবং বিলাভড অলঙ্কারে সাজলেও, আঁচ করা যায়, লুই লা’মারের মূল উপন্যাসের প্রকৃতি অনেক বেশি স্ট্রেইটফরোয়ার্ড। একদম ফ্রন্টিয়ারলাইন আর ফ্রন্টিয়ারদের গল্প। ওয়েস্টার্নে শওকত হোসেনের গদ্য চিত্তাকর্ষক ও তেজী … Read more

নসফেরাতু মুভি রিভিউ—রবার্ট এগার্স—ব্রাম স্টোকারের ড্রাকুলা উপন্যাসের সার্থক ও নতুন ধারায় চলচ্চিত্রায়ণ

এখানে রবার্ট এগার্সের নসফেরাতু (২০২৪) চলচ্চিত্রের কেন্দ্রীয় নারীচরিত্র লিলি রোজ ডিপের ‍দুইটি ছবি আছে। বাহিরানা লগো আছে একটি, চলচ্চিত্রটির রিভিউয়ের জন্য ব্যবহৃত হয়েছে।

মামুনুর রশিদ তানিম রবার্ট এগার্সের সবচেয়ে বড় সফলতা তো এটাই, মুর্নাউ; হেৎ্সগের মতো গ্রেট ফিল্মমেকারদের ‘নসফেরাতু’র সামনে, তার এই নতুন ‘নসফেরাতু’ (২০২৪) খাটো হয়ে পড়েনি! মুর্নাউয়ের ভার্সন, স্টোকারের ‘ড্রাকুলা’—দুটোকে এক করে একটা চমৎকার প্রভোকেটিভ পিস হয়েছে এগার্সের এই ভার্সন। এবং হেৎ্সগের ‘নসফেরাতু’র চিত্রনাট্যকে উপন্যাসে রূপ না দেওয়া হলে, এই ‘নসফেরাতু’র চিত্রনাট্যই পেতে পারত সেই রূপ! … Read more

একটা রঙিন খামে আমাদের কাশবন বই রিভিউ—আতিক ফারুক— কাব্যিকতায় ভারী গল্পগুলো, মূলে সাধারণ

আতিক ফারুকের একটা রঙিন খামে আমাদের কাশবন গল্পগ্রন্থের প্রচ্ছদ। বাহিরানা নামে একটি লগো আছে এখানে, বইটির রিভিউয়ের জন্য ব্যবহৃত।

মামুনুর রশিদ তানিম আতিক ফারুকের “একটা রঙিন খামে আমাদের কাশবন” বইয়ের নামটা কিন্তু ভারী সুন্দর। গল্পগুলোর নামও। কাব্যিক নাম প্রত্যেকটা। গল্পের নাম পড়তেই ভালো লাগে। বোঝাই যায়, লেখক আতিক ফারুকের আগ্রহ আর মোহাচ্ছন্নতা কতটা, কাব্যের প্রতি। অণুগল্পের সংগ্রহ ধরা চলে বইটিকে। নিরীক্ষা (এক্সপেরিমেন্ট) নিয়ে পড়তে ভালো। গদ্যে কাব্য আর কাব্যে গদ্য মিশিয়ে গল্প তৈরি করতে … Read more