দিপু চন্দ্র দেব
রাও ফরমান আলী খান ছিলেন পাকিস্তান সিভিল এডমিনিস্ট্রেশনের প্রধান। ঢাকায় বুদ্ধিজীবী হত্যায় তার জড়িত থাকার সম্ভাবনা অন্য অনেকের মতো ভালোভাবেই ছিল। বিভিন্ন উৎস থেকে সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হলেও এর সঠিক জবাব পাওয়া গেছে খুবই কম। তবে, একটি উৎস রয়ে গেছে সেটি হলো “স্মৃতিকথা”। প্রশ্নগুলোর জবাব তার আত্মজীবনী “বাংলাদেশের জন্ম”-এ খোঁজ করা যেতে পারে। বইটি অনুবাদ করেছেন মুনতাসির মামুন।
লেখক জানেন কোন কোন প্রশ্নের জবাব তাকে দিতে হবে। ফলে আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টাই তিনি করেছেন।
স্মৃতিকথা বা আত্মজীবনী সবসময়েই কিছু কথা গোপন করে যায়। লেখক নিজের পছন্দমতো একটা জবাব খাড়া করেন, যেটি প্রায়শই গোজামিলে পূর্ণ থাকে। তবে এই বইটির বিশেষত্ব হলো, এর সব লেখা অনেক ভেবে চিন্তে লেখা। লেখক জানেন কোন কোন প্রশ্নের জবাব তাকে দিতে হবে। ফলে আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টাই তিনি করেছেন।
বইটি মুক্তিযুদ্ধের অনেক অজানা ঘটনা জানার সুযোগ করে দেবে। মুক্তিযুদ্ধের ইতিহাসে আগ্রহী পাঠকদের পাঠতৃষ্ণা পূর্ণ করার সম্ভাবনা ধারণ করেছে বইটি।
বাংলাদেশের জন্ম
লেখক : রাও ফরমান আলী খান
অনুবাদ : মুনতাসির মামুন
বিষয় : মুক্তিযুদ্ধ
প্রকাশকাল : ২০১৭
প্রকাশক : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
দাম : ৩৯০ টাকা।
বইটি কিনতে চাইলে: