বাহিরানা

বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ— সৈয়দ আকরম হোসেন—সাহিত্যের নতুন ভাষ্য নির্মাণে সহায়ক


দিপু চন্দ্র দেব

সাহিত্য এমন কিছু নয় যা সবসময় সামনের দিকে অগ্রসর হয়। সময়ের সাথে সাথে যার অগ্রগতি হয় এমনও নয়। তাই আমরা বলতে পারি না উইলিয়াম শেক্সপিয়ারের চেয়ে বর্তমানের একজন কবি ভালো কবিতা লিখছেন। এরকম তুলনা সাহিত্য সমালোচনার জন্য ক্ষতিকর। শেক্সপিয়ারের চেয়ে অনেক অনেক পরে সাহিত্যজগতে আসা একজন কবিকে নতুন পথ অনুসন্ধান করতে হয় পূর্বসুরীদের পাঠ নিয়েই, আর নতুন যে ভাষাটি তিনি আবিষ্কার করেন তার ভিত্তিতেই তার নতুনত্ব নির্ধারিত হয়। তার পঠনপাঠনের প্রয়োজন তাই সর্বাধিক, আর এক্ষেত্রে সাহিত্য বিষয়ক প্রবন্ধসাহিত্যের একটি বড় ভূমিকা আছে।

আবার বাংলাদেশের কবিতা কোন পথে চলেছে, তার রূপ ও রস কেমন? সেসবের চিহ্ন সন্ধান করেছেন তিনি “বাংলাদেশের কবিতা” শিরোনামের প্রবন্ধে একজন প্রাজ্ঞ বোদ্ধার মতো। তাই বিচিত্রতার অনুসন্ধানে বইটি হয়ে উঠেছে বিশেষ। যোগ করা যায় তার “নজরুলের নটরাজ: বিশ্বছন্দের প্রত্নপ্রতিমা” প্রবন্ধটি নজরুল মনীষার অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ কাজ।

শিক্ষক ও গবেষক সৈয়দ আকরম হোসেন “বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ” নামে একটি বই লিখেছিলেন ১৯৮৫ সালে। বইটি পাঠক সমাবেশ থেকে আবার প্রকাশিত হয়েছে। বইয়ের প্রবন্ধগুলো সাহিত্যের পাঠক এবং নবভাষ্য নির্মাণে আগ্রহী সাহিত্যিকদের জন্য অবশ্যপাঠ্য বলা যায়। কিন্তু দীর্ঘদিন বইটি ছাপার অক্ষরে প্রকাশিত ছিল না। আমাদের ভালো প্রবন্ধসাহিত্যের সংকট অস্বীকার করার মতো না, প্রতি বছর যে পরিমাণ ক্ষুদ্রসংখ্যক প্রবন্ধগ্রন্থ আমরা দেখি, তাদের মধ্যে আবার অনেকগুলোই গভীরতাহীন, নতুন কথা বলতে অপারগ। এই বইটি সেই সংকট ঘোচাতে নতুনদের পথ দেখাতে পারে।

সাহিত্যের দুই মাধ্যম কবিতা ও কথাসাহিত্য, এই দুইটি অংশ নিয়েই প্রবন্ধ লিখেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ—বাংলা সাহিত্যের পথ যারা প্রশস্ত করেছেন, উল্লেখযোগ্য সব প্রতিভাকে নিয়েই লিখেছেন তিনি। আবার বাংলাদেশের কবিতা কোন পথে চলেছে, তার রূপ ও রস কেমন? সেসবের চিহ্ন সন্ধান করেছেন তিনি “বাংলাদেশের কবিতা” শিরোনামের প্রবন্ধে একজন প্রাজ্ঞ বোদ্ধার মতো। তাই বিচিত্রতার অনুসন্ধানে বইটি হয়ে উঠেছে বিশেষ। যোগ করা যায় তার “নজরুলের নটরাজ: বিশ্বছন্দের প্রত্নপ্রতিমা” প্রবন্ধটি নজরুল মনীষার অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ কাজ।

সৈয়দ আকরম হোসেন রবীন্দ্র গবেষণার জন্য প্রখ্যাত, এক্ষেত্রে ১৯৬৯ সালে প্রকাশিত “রবীন্দ্রনাথের উপন্যাস: দেশকাল ও শিল্পরূপ” বইটির কথা বলা যায়। আমাদের এই বইয়ের প্রবন্ধগুলোও ১৯৬৬ থেকে ১৯৮২ সালের সময়সীমায় লেখা। ফলে, তার গবেষক ও প্রাবন্ধিক মননের ধারবাহিকতা যদি বলা হয় আলোচ্য বইটিকে তাহলে ভুল হয় না। তার পর্যবেক্ষণের স্বাতন্ত্র্য, নিরাবেগ ও টানটান গদ্য ক্রমেই নতুন এক ভূমির ভাষ্য উন্মোচন করেছে, যে ভূমি “বাংলা সাহিত্যের”। বইটি সাহিত্যে আগ্রহী সবধরণের পাঠকদের ভালো লাগবে, যারা নতুন কথা বলতে চান তাদের তো অবশ্যই।

বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ
লেখক: সৈয়দ আকরম হোসেন
বিষয়: প্রবন্ধ, গবেষণা
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: পাঠক সমাবেশ
দাম: ৩৯৫ টাকা ২০% ছাড়ে ৩১৬ টাকা।

বইটি কিনতে চাইলে:

বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ – বাহিরানা

(Visited 11 times, 1 visits today)

Leave a Comment