বাহিরানা

বাংলাদেশের সংবিধান সংস্কার : ধারণা ও বাস্তবতা বই রিভিউ—কাজী জাহেদ ইকবাল, সারা হোসেন—সময়ের প্রয়োজনীয় বই


দিপু চন্দ্র দেব

বাংলাদেশে ৭২-এর সংবিধান নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক, আলোচনা হচ্ছে বহুকাল ধরেই। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কারের বিষয়টি গৃহীত হওয়ায় ও প্রয়োজনীয়ও বিধায় সংবিধান সংস্কার বলতে আদতেই কী বোঝায় তার ধারণা ও বাস্তবতা বোঝা প্রয়োজন সবারই। কাজী জাহেদ ইকবাল ও সারা হোসেনের “বাংলাদেশের সংবিধান সংস্কার : ধারণা ও বাস্তবতা” বইটি সেই প্রয়োজন অনেকটাই পূরণ করতে পারে।

২৪-এর পর গণঅভ্যুত্থান নিয়ে অসংখ্য বই বের হচ্ছে, এর অনেকগুলোই সময়ের না পেরুতেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা অধিক, কারণ এগুলোর অনেক লেখকই লেখক নন। কিন্তু কিছু বই টিকে যাবে, সেগুলো ইতিহাসের অংশ হবে। তবে আমা্র ধারণা জুলাই নিয়ে আরো গুরুত্বপূর্ণ বইগুলো আসবে আরো পরে, এবং বর্তমান বইগুলোর ভালো-মন্দ যাচাই হতেও সময় লাগবে। এখান থেকেই বেরিয়ে আসবে অবিস্মরণীয় কোনো কবিতা, উপন্যাস, ননফিকশন, ইতিহাসের বই। এত কথা বলার কারণ হলো, জুলাইয়ের পরে রাষ্ট্র সংস্কারের কোনো প্রয়োজন যদি থাকেই সেসব নিয়ে বই প্রকাশিত হয়েছে সবচেয়ে কম। যা প্রকাশিত হয়েছে এরমধ্যে আমাদের আলোচ্য বইটি একটি।

বইয়ের নামপ্রবন্ধ লিখেছেন কাজী জাহেদ ইকবাল ও সারা হোসেন, রিদওয়ানুল হক আলোকপাত করেছেন অভ্যুত্থানের প্রেক্ষাপটে “নতুন সংবিধান ও সাংবিধানিক সংস্কারের দ্বৈরথ” বিষয়ে। আরিফ খানের প্রবন্ধের শিরোনাম “প্রসঙ্গ আবুল মনসুর আহমদ: সাংবাদিধানিক আদর্শের ঐতিহাসিক অনিবার্যতা”, সংবিধানের কোথায় কী পরিবর্তন নিয়ে লিখেছেন আমিন আল রশিদ। মোট প্রবন্ধ আছে আটটি, সবগুলোই বইয়ের নামের সাথে সংগতি রেখে নির্বাচন করা হয়েছে।

সংবিধান নিয়ে আলোচনায় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, সংবিধান জনগণের জন্যেই। এর সবকিছুই জনগণকে কেন্দ্র করে হওয়া উচিত। কিন্তু সাধারণ জনগণ যদি সংবিধানের খুটিনাটি না বুঝে তাহলে তারা সাধারণ অর্থে এর সংস্কারও চাইতে পারবে না, পরিবর্তন তো না-ই। আমাদের এখানে প্রতিনিয়তই বাজার চলতি বিষয়গুলো নিয়ে বই বের হওয়ার হিড়িক পড়ে, বিশ্বজুড়েই একই অবস্থা। যেমন, ২৪-এর পর গণঅভ্যুত্থান নিয়ে অসংখ্য বই বের হচ্ছে, এর অনেকগুলোই সময়ের না পেরুতেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা অধিক, কারণ এগুলোর অনেক লেখকই লেখক নন। কিন্তু কিছু বই টিকে যাবে, সেগুলো ইতিহাসের অংশ হবে। তবে আমা্র ধারণা জুলাই নিয়ে আরো গুরুত্বপূর্ণ বইগুলো আসবে আরো পরে, এবং বর্তমান বইগুলোর ভালো-মন্দ যাচাই হতেও সময় লাগবে। এখান থেকেই বেরিয়ে আসবে অবিস্মরণীয় কোনো কবিতা, উপন্যাস, ননফিকশন, ইতিহাসের বই। এত কথা বলার কারণ হলো, জুলাইয়ের পরে রাষ্ট্র সংস্কারের কোনো প্রয়োজন যদি থাকেই সেসব নিয়ে বই প্রকাশিত হয়েছে সবচেয়ে কম। যা প্রকাশিত হয়েছে এরমধ্যে আমাদের আলোচ্য বইটি একটি।

তবে বইটি আরো বৃহৎ পরিসরকে ধারণ করতে পারতো, যেমন, সংবিধানে মুক্তিযুদ্ধপূর্ব ও পরের জনগণের আশা-আখাঙ্খা নিয়ে স্বতন্ত্র লেখা দরকারি ছিল। একেবারে যে আসেনি তা নয়, এসেছে প্রসঙ্গক্রমে। কিন্তু সম্পাদকদ্বয়ের মূল দৃষ্টি যেহেতু ২০২৪ পরবর্তী সময় তাই এরকম হওয়া দোষের না। কিন্তু আলাদা লেখা ও বিষয়বস্তুর প্রসারতা আরেকটু বাড়ালে বইটি সম্মৃদ্ধ হতো, এটুকুই। যারা সংবিধান সংস্কার চান, নতুন সংবিধান চান আর যারা চান না—দুই পক্ষকেই চিন্তার খোরাক দিতে পারবে বইটি।

বাংলাদেশের সংবিধান সংস্কার : ধারণা ও বাস্তবতা
সম্পাদনা : কাজী জাহেদ ইকবাল, সারা হোসেন
বিষয় : গবেষণা, প্রবন্ধ
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক : কথাপ্রকাশ
দাম : ৪০০ টাকা।

বইটি কিনতে চাইলে:

বাংলাদেশের সংবিধান সংস্কার : ধারণা ও বাস্তবতা (Bangladesher Shongbidhan Shongskar: Dharona O Bastobota) – বাহিরানা

(Visited 5 times, 1 visits today)

Leave a Comment