দিপু চন্দ্র দেব
বিংশ শতাব্দী ছিল মানব ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ, ও একইসাথে বেদনাবহ সময়ও। পরপর দুইটি বিশ্বযুদ্ধের সাক্ষী এই শতাব্দী। কিন্তু সময় যেহেতু রাজনীতির এখতিয়ারে পড়ে তাই পুঁজিবাদ ও সমাজতন্ত্রের দ্বৈরথেরও সবচেয়ে বিদজনক সময় ছিল এটি। পুরো সময়জুড়েই কখনও পুঁজিবাদ কখনও সমাজতন্ত্র তার কাঠামোগত ও প্রয়োগযোগ্যতায় এগিয়ে গেছে। আপাত এই দ্বৈরথ শেষ হয়েছে ১৯৯০-এ রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে।
প্রতিটি দেশেই সমাজতন্ত্র তার নিজের পথ করে নেয়, ফলে এক দেশের সাথে অন্যদেশের পার্থক্য গড়ে ওঠে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক কাঠামো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আন্দোলন ও গঠন ভিন্ন হয়। রনো বিষয়টিকে ভালোভাবে তুলে ধরেছেন। ভুল চিহ্নিত করা মানেই তা থেকে উত্তরণের পথ অনুসন্ধান করা, সেই প্রচেষ্টাও প্রবলভাবেই দেখা যায় তার লেখায়।
বামপন্থী নেতা, বুদ্ধিজীবী, লেখক হায়দার আকবর খান রনো এই সময়েরই সন্তান, তাই এই দুই অর্থনৈতিক ব্যবস্থার সফলতা, অসফলতার অন্তর্নিহিত রূপ সন্ধানে তার লেখা আলাদা গুরুত্ব বহন করে। “বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ: ইতিহাসের পাণ্ডুলিপি” বইটি দেশে-দেশে সমাজতন্ত্রের উত্থান-পতনের ইতিহাস বিশ্লেষণ, পাশাপাশি
বইটিতে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ব্যর্থতা ও ভুলগুলিকে পরিষ্কার করেছেন তিনি।
প্রতিটি দেশেই সমাজতন্ত্র তার নিজের পথ করে নেয়, ফলে এক দেশের সাথে অন্যদেশের পার্থক্য গড়ে ওঠে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক কাঠামো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আন্দোলন ও গঠন ভিন্ন হয়। রনো বিষয়টিকে ভালোভাবে তুলে ধরেছেন। ভুল চিহ্নিত করা মানেই তা থেকে উত্তরণের পথ অনুসন্ধান করা, সেই প্রচেষ্টাও প্রবলভাবেই দেখা যায় তার লেখায়।
যারা বিংশ শতাব্দীকে তার মর্মমূলে জানতে এবং সমাজতন্ত্র ও পুঁজিবাদের ইতিহাসের গতিপথ জানতে বইটি অবশ্যপাঠ্য বলা যায়।
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ
লেখক: হায়দার আকবর খান রনো
বিষয়: ইতিহাস, অর্থনীতি, রাজনীতি
প্রকাশক: আদর্শ
প্রকাশকাল: ২০২৪
মূল্য: ৬৬০ টাকা।
বইটি কিনতে চাইলে:
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ : ইতিহাসের পাণ্ডুলিপি – বাহিরানা