দিপু চন্দ্র দেব
বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মনজুরুল আহসান খানের আত্মজীবনী “বলা ও না বলা কথা”। তাঁর অন্য যত পরিচয়ই থাক সবকিছু ছাপিয়ে বামপন্থায় নিজেকে বিলীন করে দেওয়াটাই মুখ্য হয়ে ওঠে। ফলে তার আত্মস্মৃতি বামঘরানার ইতিহাসের দিশারও হদিস দেবে এটা বলা যায়।
তিনি যে আটাশ বছর বয়সে পার্টির দ্বিতীয় কংগ্রেসে অন্যতম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, সেটি আকস্মিক কোনো ঘটনা নয়।
তার মূল ধারার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল বিশ বছর বয়সে, কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে। এরপর একে একে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে যোগদান, দেখেছেন বৈশ্বিক মঞ্চে সমাজতন্ত্রের পতনও। হাল ছাড়েননি, তখন “সমাজন্ত্রের সংগ্রাম চলবে” ব্যানারে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এটা আশ্চর্যই বলতে হবে, কারণ রাশিয়া ছিল সমাজতন্ত্রের মূলভূমি, তাদের পতনের পর স্বাভাবিক ভাবেই পৃথিবীব্যাপী শ্রেণীহীনতার আদর্শে উজ্জীবিত কর্মীদের মন ভেঙে যাওয়ার কথা, মনজুরুল আহসান ও তার মতো কিছু অকুতোভয় নেতারা হার মানতে চাননি।
তিনি যে আটাশ বছর বয়সে পার্টির দ্বিতীয় কংগ্রেসে অন্যতম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, সেটি আকস্মিক কোনো ঘটনা নয়। উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি। ফলে বর্নাঢ্য এক রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন।
মনজুরুল আহসান খানের জীবনীগ্রন্থ মানে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের স্রোতধারা জানাও। এখানে উঠে এসেছে এমনসব অজানা ঘটনাবলি, যা জানা প্রয়োজন। বইটি তাকে ও বামরাজনীতিকে জানতে সাহায্য করবে বলা যায়।
বলা ও না-বলা কথা
লেখক : মনজুরুল আহসান খান
বিষয় : জীবনীগ্রন্থ
প্রকাশকাল : ২০২৩
প্রকাশক : আদর্শ
দাম : ৩৬০ টাকা।
বইটি কিনতে চাইলে: