আনোয়ার হোসেইন মঞ্জু’র অনুবাদে হোয়াইট মোগলস বই রিভিউ—উইলিয়াম ড্যালরিম্পল—প্রেমের মধ্য দিয়ে সভ্যতাকে দেখা
দিপু চন্দ্র দেব মোগলদের ক্ষয়িষ্ণু সময়ে ব্রিটিশ রেসিডেন্ট কর্নেল জেমস অ্যাচিলেস কার্কপ্যাট্রিক ও মোগল বংশের সম্ভ্রান্ত নারী খাইরুন্নেসার প্রেম ও এর পরিণতির গল্প “হোয়াইট মোগলস”। খাইরুন্নেসা ছিলেন হায়দারাবাদের দিওয়ানের (প্রধানমন্ত্রী) ভাগ্নী। কার্কপ্যাট্রিক ভারতীয়দের পদানত করে ব্রিটিশদের অনুগত করার অভিপ্রায় নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু খাইরুন্নেসাকে দেখার পরেই তার সব অতীত চিন্তা ভেস্তে যায়। প্রেমের অল্পকাল পরেই … Read more