জিরো ডেইজ— রুথ ওয়ের— নিরাপত্তা আর বিশ্বাসের তদন্ত
রুথ ওয়ের-এর নতুন থ্রিলার উপন্যাস ‘জিরো ডেইজ’ এ বছরের জুন মাসে প্রকাশিত হওয়ার পর-পরই পাঠকরা লুফে নিয়েছেন। পাঠক-সমালোচক মহলে এটা প্রায় প্রতিষ্ঠিত যে রুথ বরাবরই নতুন কিছু চমক নিয়ে আসবেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এই উপন্যাসের প্লটও অসংখ্য টুইস্ট আর জায়গায় জায়গায় অভাবনীয় সব বাঁক নেয়। চরিত্রগুলো বাস্তববাদী এবং লেখকের দক্ষতার স্পর্শে গড়ে ওঠেছে। তারা … Read more