জলমগ্ন পাঠশালা— কাজল শাহনেওয়াজ— সময়ের পূর্বাপরকে ধরে রাখা কবিতা
কোনো কোনো বই একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়ে সেই সময়ের পূর্বাপরকে নিজের মাঝে বন্দী করে ফেলে। এরপর কালক্রমে বইটিকে আর সহজে কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু কিছুকাল পরপরই কোনো না কোনো প্রতিভাবান তরুণ, তরুণী তাকে খুঁজতে থাকেন। তারা বিফলও হন না, কেননা একবার শোনা গিয়েছিল উৎপলকুমার বসু’র “পুরী সিরিজ” বইটিকে একজন মূল্যবান দ্রব্যাদী থাকা … Read more