বাহিরানা

ফুটবল বই রিভিউ—লুৎফর রহমান রিটন—ফুটবল ইতিহাসের গদ্যেও ছড়ার ছন্দ পাওয়া যায়


দিপু চন্দ্র দেব


ফুটবল নিয়ে বাংলাদেশে লেখা হয়েছে খুবই কম। অন্য ভাষায় অজস্র কালজয়ী বই রয়েছে, এখানে কয়েকটি নাম উল্লেখ করা যায়, মাইকেল কক্স-এর “দ্য মিক্সার” মাইকেল ক্যালভিন-এর “নো হাঙ্গার ইন প্যারাডাইজ”। তবে লুৎফর রহমান রিটন-এর বই “ফুটবল” উপরে বলা বইগুলোর মতো নয়, এটি ফুটবল খেলার ইতিহাস নিয়ে। তাও আবার সেখানে মূল আলোচনা বাংলাদেশের ফুটবলের ইতিহাস। এর সাথে মিল পাওয়া যেতে পারে বাংলায় সৈয়দ ফায়েজ আহমেদ অনূদিত “এদোয়ার্দো গালিয়ানোর ফুটবল: ইতিহাসের খণ্ডচিত্র” বইটির।

মুক্তিযুদ্ধে ফুটবলের ভূমিকা কী ছিল সেটা কৌতূহল জাগায়, আবার আন্তর্জাতিক অঙ্গনে এই বাংলাদেশের অবস্থানই বা কী সেটিও আগ্রহ জাগানীয়া। বিষয়গুলো বইটিতে অনুসন্ধান করেছেন তিনি একজন দক্ষ পর্যবেক্ষকের মতো। সঙ্গে মহান সব কীর্তীমানদের কথা উল্লেখও ভুলেননি, সেটি গড়িয়েছে বর্তমানকালের সেরা খেলোয়াড় কারা কারা—তাদের আলোচনায়।

বইয়ের অধ্যায়ের শিরোনামগুলোর দিকে তাকালেই বুঝা যেতে পারে লেখক কোন বিষয়ের উপর জোর দিয়েছেন। যেমন খেলাটির উৎপত্তির একটি সাধারণ ইতিহাস রেখা আঁকার পরই তিনি চলে গেছেন, “উপমহাদেশে ফুটবলের আগমন”-এ। এরপর একে একে দৃষ্টিপাত করেছেন, “ঢাকায় ফুটবল” “বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফুটবল” “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ”। এসেছে খেলাটির আরো অনেক বিষয় ও বাঁক।

এদোয়ার্দো গালিয়ানোর ফুটবল: ইতিহাসের খণ্ডচিত্র বই রিভিউ—অনুবাদ, সৈয়দ ফায়েজ আহমেদ—কবির চোখে দেখা – বাহিরানা

মুক্তিযুদ্ধে ফুটবলের ভূমিকা কী ছিল সেটা কৌতূহল জাগায়, আবার আন্তর্জাতিক অঙ্গনে এই বাংলাদেশের অবস্থানই বা কী সেটিও আগ্রহ জাগানীয়া। বিষয়গুলো বইটিতে অনুসন্ধান করেছেন তিনি একজন দক্ষ পর্যবেক্ষকের মতো। সঙ্গে মহান সব কীর্তীমানদের কথা উল্লেখও ভুলেননি, সেটি গড়িয়েছে বর্তমানকালের সেরা খেলোয়াড় কারা কারা—তাদের আলোচনায়।

লুৎফর রহমান রিটন মূলত ছড়াকার, এই বইয়েও তার নজির রেখেছেন তিনি। যেমন বইটি শুরু করেছেন তিনি তার রচিত একটি ছড়া দিয়ে,

“পায়ে পায়ে গড়াগড়ি
খেতে থাকে ফুটবল,
খেলোয়াড় লাথি মেরে
বলে বুঝি—ছুটবল।”

এই ছড়ায় খেলাটি যেন চোখের সামনে ভেসে ওঠে। বিবিধ ধরণের আগ্রহোদ্দীপক তথ্য জানানোর পাশাপাশি তিনি অনেক জানা-অজানা কথাও বলেছেন তার নিজস্বসুন্দর গদ্য ভাষায়। বইটি তাই পাঠে আনন্দ দেয়। আর অগ্রসর পাঠকদের জন্য তিনি শেষে যুক্ত করেছেন “গ্রন্থপঞ্জি”। বইয়ের নির্ভরযোগ্যতা বাড়িয়েছে এটি। খেলার শুরুর ইতিহাসের একটি অংশ এখানে তুলে দিচ্ছি তার গদ্যভাষা বোঝার জন্য,

“একজন চট করে গর্তের মধ্যে নেমে খুলিটা বের করে এনে মারল কষে এক লাথি। হইচই পড়ে গেল শ্রমিকদের মধ্যে। সবাই লাথি মারতে চায় খুলিটাকে। এ লাথি মারে, ও কাছে যায়। আবার ও লাথি মারে, খুলিটা এর কাছে আসে।”

এই খুলিটাই ফুটবল, তিনি “লাথি” শব্দটি বারবার ব্যবহার করে একটি ঘোর তৈরি করেছেন। এরকম ঘোর মাঝে মাঝেই পাওয়া যায়।

ফুটবল
লেখক : লুৎফর রহমান রিটন
বিষয় : ক্রীড়া, ইতিহাস
প্রকাশকাল : ২০২৫
প্রকাশক : কবি প্রকাশনী
দাম : ২৫০ টাকা। 

বইটি কিনতে চাইলে:

ফুটবল (Football) – বাহিরানা

(Visited 6 times, 1 visits today)

Leave a Comment