বাহিরানা

গ্রামবাংলার রূপান্তর : সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন বই রিভিউ—স্বপন আদনান—পরিবর্তন ও প্রতিরোধের সাংস্কৃতিক বয়ান


দিপু চন্দ্র দেব

সাতচল্লিশ পরবর্তী সময়ে বাংলাদেশের গ্রামের যে পরিবর্তন হয়েছে—অর্থনৈতিক কাঠামোতে, সামাজিক কাঠামোতে—তা নিয়েই স্বপন আদনানের গবেষণাগ্রন্থ “গ্রামবাংলার রূপান্তর : সমাজ, অর্থনীতি এবং গণআন্দোল”। বইটি বিবিধ কারণে গুরুত্বপূর্ণ, প্রথমত বাংলাদেশ গ্রামনির্ভর, দ্বিতীয়ত, এই জায়গাটিতে কোনো পরিবর্তন সংগঠিত হলে সেটার প্রভাব পুরো দেশের উপর পড়ে। আবার উল্টোদিকে নগরায়ণ, উন্নয়ন কার্যক্রম ও শ্রমিক অভিবাসনের প্রভাবও একই বা বেশিমাত্রায় প্রভাব বিস্তার করে গ্রামে। তবে এই ক্ষেত্রটি নিয়ে বিশেষ কাজ হয়নি, বলা যায় অত্যল্প। বর্তমান বইটি সেই অভাব পূরণে সহায়ক হতে পারে। স্বপন আদনান ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, পড়াশোনা করেছেন সাসেক্স ও কেম্ব্রিজে যথাক্রমে অর্থনীতি ও সমাজতত্ত্ব নিয়ে। কেম্ব্রিজে পি. এইচ. ডি করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। ফলে গবেষণাকর্মটি তার পরিধির অভ্যন্তরেই রয়েছে।

তবে ২৪-এর গণআন্দোলনের সময়পর্বে, বাংলাদেশের দুইটি গণআন্দোলন—যেগুলো অনালোচিতই থেকে গেছে—ফিরে দেখা যেতে পারে, পাঁচ ও ছয় নাম্বার অধ্যায় “ভূমি সংস্কার এবং খাস জমির অধিকার: নোয়াখালীর চরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের গণআন্দোলন” ও “বিল ডাকাতিয়ার মহাসমাবেশ”।

বইয়ের প্রথম প্রবন্ধ “গ্রামবাংলার রূপান্তর : অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ধারা” এখানে এই রূপান্তরের উৎসবিন্দুগুলো ও এর প্রভাব তুলে আনা হয়েছে, যেমন, দেশভাগের পর গ্রামাঞ্চলে যে পরিবর্তনগুলো হয়েছে তাদের মধ্যে কোনগুলো প্রধান? কোন চালিকাশক্তির প্রভাব এদের উপর পড়েছে? আর বিশেষ করে এই পরিবর্তিত বিষয়গুলো পরস্পরের উপর কতখানি প্রভাব ফেলছে? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করা হয়েছে। বলা যায় লেখক গভীরতাসন্ধানী খননকার্য সম্পন্ন করেছেন এখানে। আবার “দুর্নীতির সংস্কৃতি এবং পৃষ্ঠপোষকতার রাজনীতি” অধ্যায়ে দুর্নীতির সংস্কৃতির কারণে দেশ ও সমাজজীবনে কী নেতিবাচক প্রভাব পড়ে তার বিশ্লেষণ পাই আমরা। আমাদের দেশ তো দুর্নীতিতে ডুবে আছে, রাজনৈতিক অঙ্গন থেকে পুরো সিস্টেমটাই এর সীমানায় প্রোথিত। গ্রাম এর বাইরে নয় নিশ্চয়ই।গ্রামে আবার ভূমিদস্যুদের দেখা মেলে, এরও কারণ অনুসন্ধান ও এর সাথে রাজনৈতিক অর্থনীতির যোগসাজশ খোঁজ করা হয়েছে, “বাংলাদেশের ভূমিগ্রাসের রাজনৈতিক অর্থনীতি” অধ্যায়ে।

মুক্তিযুদ্ধে গ্রামের ভূমিকা নিয়ে আফসান চৌধুরীর সম্পাদনায় “গ্রামের একাত্তর” বইয়ের রিভিউ পড়তে পারেন:

গ্রামের একাত্তর বই রিভিউ—আফসান চৌধুরী—জনজীবনে যুদ্ধের ইতিহাস – বাহিরানা

তবে ২৪-এর গণআন্দোলনের সময়পর্বে, বাংলাদেশের দুইটি গণআন্দোলন—যেগুলো অনালোচিতই থেকে গেছে—ফিরে দেখা যেতে পারে, পাঁচ ও ছয় নাম্বার অধ্যায় “ভূমি সংস্কার এবং খাস জমির অধিকার: নোয়াখালীর চরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের গণআন্দোলন” ও “বিল ডাকাতিয়ার মহাসমাবেশ”। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকায় খাস জমি বেদখল, সাম্প্রদায়িকতার পরিস্থিতি ও নোয়াখালির চরাঞ্চল নিয়ে দুই অঞ্চলের গণআন্দোলন এবং যশোর ও খুলনায় বন্যা প্রতিরোধ করার প্রক্রিয়ায় যে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং এর ফলে যে অভূতপূর্ব গণসমাবেশ ও গণআন্দোলন হয়েছিল, তার বিবরণ ও বিশ্লেষণ নিয়ে এই অধ্যায় দুটি। এই গবেষণাটি বাংলাদেশের প্রতিবাদ ও প্রতিরোধের সংস্কৃতি জানার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, বর্তমান সময়ে তো অবশ্যই।

বইয়ে গবেষণাকার্যক্রমে যে তত্ত্বগুলোর প্রয়োজন হয়েছে সেগুলোও উল্লেখিত হয়েছে আবার অগ্রসর পাঠকদের জন্য সূত্রনির্দেশও যুক্ত করা হয়ছে। বইটি গবেষক, সমাজতত্ত্ব ও ইতিহাসে আগ্রহী এবং সাধারণ পাঠক সবারই ভালো লাগবে ও গুরুত্বপূর্ণও।

গ্রামবাংলার রূপান্তর: সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন
লেখক: স্বপন আদনান
বিষয়: গবেষণা, প্রবন্ধ
প্রকাশকাল: ২০২২
প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
দাম: ৪১৫ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৩৩২ টাকা।

বইটি কিনতে হলে:

গ্রামবাংলার রূপান্তর : সমাজ, অর্থনীতি এবং গণআন্দোলন – বাহিরানা

(Visited 9 times, 1 visits today)

Leave a Comment