দিপু চন্দ্র দেব
মঈন শেখের “জুলাইয়ের অশেষ পাখিরা” গল্পগ্রন্থটি বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। বইয়ের গল্পগুলো সেই সময়ের এক একটি অংশকে কেন্দ্র করে লেখা। বইটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, মানুষের আত্মত্যাগ, এবং রক্তঝরা সময়টির বেদনা-যন্ত্রণা ধারণ করে আছে।
বইয়ে গল্প রয়েছে ১৬টি, প্রতিটি গল্প জুলাই-আগস্টের ঘটনাবলিকে ভিন্ন-ভিন্ন কোণ থেকে আলোকপাত করে। গল্পের শিরোনামগুলো—যেমন “রেড পয়েন্ট ১৩”, “আগস্টের আহনাফ”, “শেষ মিছিল”—ইতিহাসের সুনির্দিষ্ট মুহূর্ত ও চরিত্রগুলোকে নিয়ে এসেছে সাহিত্যে।
যদি শুধুমাত্র ইতিহাস হিসেবেও দেখা হয় তবে বইটি ভবিষ্যৎ ইতিহাসকারদের গণঅভ্যুত্থানের সাহিত্যের রসদের যোগান দিতে পারবে। ইতিহাস ও সাহিত্যের সংযোগ ঘটেছে বইটিতে অনেকভাবেই।
মঈন শেখের গদ্য সরল কিন্তু তীক্ষ্ণ। তিনি প্রতীক ও রূপকের মাধ্যমে রাজনৈতিক সংঘাতের গভীরতা ফুটিয়ে তোলেন। যেমন “কালো মেহেদি” “মুগ্ধর জুতো” “জুয়েল যেভাবে সুস্থ হইল” “বীজবৃক্ষ অথবা পানির ফেরিওয়ালা” “আবু সাঈদ ইনফিনিটি” গুল্পগুলো আত্মত্যাগ, সামষ্টিক সংগ্রাম—এসবকিছুকেই ধরতে চায় যেন। মীর মুগ্ধের “পানি লাগবে কারো, পানি?” বাক্যটির আবেদন তো বাংলাদেশের মানবিক সত্তারই প্রতিনিধিত্ব করছে। আবু সাঈদ-এর সাহস ও আত্মত্যাগ দেশের মানুষকে ব্যক্তিগত বাধা-বিপত্তির বাইরে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিল। বইটি এসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত ও ব্যক্তিবর্গকে ধারণ করতে চেয়েছে।
১৯৭১ সাল বাংলাদেশের কেন্দ্রবিন্দু, কিন্তু বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ সেই স্বাধীনতাটিকে রাষ্ট্র-সমাজ ব্যক্তিজীবনে খুঁজে পাচ্ছিল না। দেশের বড় বুদ্ধিজীবীদের একজন বদরুদ্দীন উমরের মতে, “জুলাই অভ্যুত্থানটি বাংলাদেশে সবচেয়ে বড় অভ্যুত্থান।” কারণ দীর্ঘ দিনের চাপা ক্ষোভ, অস্বাধীনতা থেকে জনগণ মুক্তি চাইছিল, ফলে এতে জড়িয়ে গিয়েছিল পুরো দেশ। কোনো ঘটনার পরপরই সেটাকে সাহিত্যে নিয়ে আসা সেটার শিল্পমূল্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু মঈন শেখ ভালোভাবেই সেটি সামলেছেন, বইটি শিল্পমূল্যকে ছাড় দেয়নি।
যদি শুধুমাত্র ইতিহাস হিসেবেও দেখা হয় তবে বইটি ভবিষ্যৎ ইতিহাসকারদের গণঅভ্যুত্থানের সাহিত্যের রসদের যোগান দিতে পারবে। ইতিহাস ও সাহিত্যের সংযোগ ঘটেছে বইটিতে অনেকভাবেই। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। ২০২৪-এর জুলাইয়ের ইতিহাসের প্রতি আগ্রহী পাঠক ও কথাসাহিত্যের পাঠক সবার কাছেই বইটি নিজ আবেদনে হাজির হওয়ার যোগ্যতা রাখে এটা বলা যায়। শেষ করি কালো মেহেদি গল্পের একটি অংশের উদ্ধৃতি দিয়ে,
“স্টলটা তখনও জ্বলেনি। স্বাধীন অধিকারীর চায়ের স্টল। স্বাধীন তো
স্বাধীনই। তার যখন ইচ্ছা হবে তখন সে জ্বালবে। যখন ইচ্ছা নিভাবে।
সকালে চুলা জ্বলতে জ্বলতে ১০টা। বিকালেও তা-ই। শীতের দিনে ৪টা
তো গরমের দিনে ৫। হেরফেরও হয়। মোটকথা, তার ইচ্ছামতো জ্বালা বলে
কথা।”
জুলাইয়ের অশেষ পাখিরা
লেখক: মঈন শেখ
বিষয়: ছোটগল্প, জুলাই গণঅভ্যুত্থান
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: ঐতিহ্য
দাম: ৩০০ টাকা ২৫% ছাড়ে বাহিরানাতে ২২৫ টাকা।
বইটি কিনতে চাইলে:
জুলাইয়ের অশেষ পাখিরা (Julyer oshesh pakhira) – বাহিরানা