বাহিরানা

খরগোশকে মারো—মাশুদুল হক—ভালো ‘জনরা’ গল্পগ্রন্থ হবার সুযোগ অপচয়


মামুনুর রশিদ তানিম

৯’টা সাইফাই-হরর, উইয়ার্ড ছোটগল্পের সমাহার৷ কয়েকটি বেশ ছোটই। এবং বেশিরভাগ গল্পই টোনের দিক থেকে বেশ ব্যাফলিং। নামগল্পটা ভালো, হরর-সাইফাইয়ের ঠিকঠাক সমতাটা আছে। ‘পারফেক্ট কেক’ আকারে বেজায় ছোট, গিমিক আছে। এই বইয়ের বেশিরভাগ গল্পে ওই গিমিকই শুধু আছে, সারবস্তু অত নেই৷ তবে তীর্যক হাস্যরসের পরতটা কিছু গল্পে ভালোভাবেই আছে (প্রথম দুটোয় যেমন)। ও কারণেই একরকম, বেশকিছুর (গল্পের) উতরে যাওয়া৷

গল্পগ্রন্থ হবার জন্য কিছু গল্প অত না ভেবেই তুলে না দিলে, একটা ভালো জনরা গল্পগ্রন্থ হতে পারত ‘খরগোশকে মারো’, গিমিকের প্রতি লেখকের অমোঘ টানকে অক্ষুণ্ণ রেখেই বলছি।

‘পাখিপ্রেমী’ ভালো কোন গল্প নয়, শুধু অদ্ভুত আবহ তৈরি করা ছাড়া। ‘অরোরাল্যান্ড’ গল্পের বড় অংশ, লেখকের আরেক উপন্যাস ‘ডায়াস্পোরা ব্লুস’-এ ছিল (আকর্ষণীয়ভাবে শুরু হয়ে, যেই উপন্যাস শেষাব্দি সংসক্তি হারিয়েছে বাজেভাবে)। তো ‘অরোরাল্যান্ড’- এর একরকম সমাপ্তি এখানে আছে। তবে ওই গল্পবাঁক হাই-কনসেপ্ট সাইফাই গল্পের জন্য নতুন কিছু নয়। এই ধারণা বহুবার একইরকম চমক হিসেবে ব্যবহৃত হওয়ায় ক্লিশের আঁধারে পর্যুদস্ত।

‘ঝড় আসছে’ এবং ‘বনছায়া’ বেশ দায়সারা গোছের গল্প। ‘বনছায়া’ তো এই গল্পগ্রন্থের সেট করা টোনটার সাথেই বেশ বেখাপ্পা। ‘যেভাবে গল্পটা হয়ে উঠল’ এবং ‘সাইকোপ্যাথ’- এই বইয়ের সবচেয়ে ভালো দুটো গল্প। সারবস্তুওয়ালা, বলব। ‘যেভাবে গল্পটা হয়ে উঠল’তে তো উইয়ার্ডিটির সাথে বেশ গূঢ় বক্তব্যও মেশানো আছে—লেখকদের ক্ষমতা, আত্মনিমগ্নতা নিয়ে। এবং মাশুদুল হক নিজে যেই জনরার লেখক, সেটার পক্ষে রাখা বক্তব্যও বেশ মজার। সাইফাই এবং হররের বেশ ভিন্ন আর আকর্ষণীয় মিশেল এটা। আর তীর্যক/তেরছা ভঙ্গীর হাস্যরসের দিক থেকে ‘সাইকোপ্যাথ’ সবচেয়ে উইটি গল্প। এই দুই গল্পের ভালোত্বের ধারাবাহিকতা আবার শেষ গল্প ‘রুকিতায়’ এসে ভেঙেছে। ক্লিশে গল্প। ভাবনাকে আরেকটু প্রগাঢ় না করেই লিখে দেওয়ার মতো।

গল্পগ্রন্থ হবার জন্য কিছু গল্প অত না ভেবেই তুলে না দিলে, একটা ভালো জনরা গল্পগ্রন্থ হতে পারত ‘খরগোশকে মারো’, গিমিকের প্রতি লেখকের অমোঘ টানকে অক্ষুণ্ণ রেখেই বলছি। ‘যেভাবে গল্পটা হয়ে উঠল’, ‘সাইকোপ্যাথ’ নামগল্পটা—এগুলোর মান/কোয়ালিটির মতো বাকি গল্পগুলো ধারাবাহিক থাকেনি।

খরগোশকে মারো
লেখক: মাশুদুল হক
বিষয়: হরর, থ্রিলার, সাইফাই
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
প্রকাশকাল: ২০২৫
দাম: ২৫০ টাকা।

বইটি কিনতে চাইলে:

খরগোশকে মারো – বাহিরানা

(Visited 11 times, 1 visits today)

Leave a Comment