মনোয়ার পারভেজ
অরণ্য সৌরভের প্রথম কবিতার বই “মেঘদীপা দাস”। যখন বইটা বাজারে আসে তখনই নামের মধ্যে যেন কী একটা সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম। কি সেই সম্পর্ক? অরণ্য সৌরভের প্রিয় কবি জীবনানন্দ দাশের “বনলতা সেন” কবিতার অনুসরণেই এই বইয়ের নামকরণ।
তবে কাব্যটিতে একই সাথে উঠে এসেছে প্রেম, বিরহ, আর্তনাদ থেকে জীবনানন্দের সুরে ঝরা পাতা, শিশির ভেজা সকাল, পৌষের বিকেল, প্রকৃতি এবং হৃদয় ভাঙার গল্পসহ আরও নানা উপাদান।
বইটির নাম কবিতা পাঠ করলে মনে হবে যেন এটা জীবনানন্দের “বনলতা সেন”। শুধু অনুকরণ নয় অনেকটা জীবনানন্দের ভাবের ঘরে চুরি করেছেন এই কবিতায়। বনলতা সেন-এ আমরা পাঠ করেছি, “আমাকে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন”, তারই প্রতিচ্ছবি, “আমাকে মাতাল করেছে ব্রাহ্মণবাড়িয়ার মেঘদীপা দাস।” আবার জীবনানন্দ যেখানে বলছেন, “পাশাপাশি বসিবার বনলতা সেন” সেখানে তিনি বলেছেন, “পাশাপাশি বসিবার মেঘদীপা দাস।” শুধু নাম নয়, কবিতার ধরণ, শব্দ চয়ন—অনুসরণ, অনুকরণ সবই জীবনানন্দকে ঘিরে। সুতরাং “বনলতা সেন” আর “মেঘদীপা দাস” একই সুত্রে গাঁথা। বইয়ের অধিকাংশ কবিতার মধ্যেই এই কবিতার সুর পাওয়া যায়। পড়তে গিয়ে মনে হচ্ছিলো যেন জীবনানন্দকেই পড়ছি।
একথা অবশ্য বইয়ের ফ্লাপে কবি নিজেই স্বীকার করেছেন। আমি নিজেও যেহেতু জীবনানন্দের কবিতার একজন অনুরাগী তাই এই বইয়ের কবিতা গুলো উপভোগ করেছি। আবার হতাশ হয়েছি। হতাশার জায়গাটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে অরণ্য সৌরভের কবিতায় নিজস্ব ধারার সঙ্গে যে পরিচয় ঘটেছিল তার তেমন একটা খোঁজ পাইনি। কেননা এই বইটাকে অরণ্য সৌরভের নামের বদলে জীবনানন্দের নাম বসিয়ে দিলেও খুব কম সংখ্যক পাঠকই বিষয়টি ধরতে পারবেন। তার নিজস্বতা এখানে কমই পেয়েছি। হয়তো আগামীতে পাবো।
তবে কাব্যটিতে একই সাথে উঠে এসেছে প্রেম, বিরহ, আর্তনাদ থেকে জীবনানন্দের সুরে ঝরা পাতা, শিশির ভেজা সকাল, পৌষের বিকেল, প্রকৃতি এবং হৃদয় ভাঙার গল্পসহ আরও নানা উপাদান। বইটির নাম কবিতার চেয়ে অন্যান্য কবিতাগুলো আমাকে আকর্ষণ করেছে বেশি। তবে আরও নানা কবিতাতেই দেখা যাচ্ছিল মেঘদীপার উপস্থিতি। যেন মেঘদীপা’কে নিয়ে সিরিজ কবিতার দিকে আগাচ্ছিলেন কবি। কিন্তু জীবনানন্দের সুরে সুরে এভাবে কবিতাকে ফুটিয়ে তুলতে খুব কমই চোখে পড়েছে। এই সময়ে এসেও তিরিশের দশকের একজন কবির কবিতার অবিকল অনুকরণ, এদিক থেকে বলা যায় অরণ্য সৌরভ একটা অন্যরকম কাজই করেছেন।
মেঘদীপা দাস
লেখক : অরণ্য সৌরভ
বিষয় : কবিতা
প্রকাশক : দূরবীণ
প্রকাশকাল : ২০২৫
মূল্য : ৩৩৩ টাকা।
বইটি কিনতে চাইলে:
মেঘদীপা দাস (Meghdipa Das) – বাহিরানা