বাহিরানা

প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন: ব্র্যাকের অভিযাত্রা বই রিভিউ—সম্ভাবনার পথ


দিপু চন্দ্র দেব

একটি দেশের শিশুশিক্ষা তার সবচেয়ে বড় সম্পদের মধ্যে অন্যতম। কিন্তু উন্নয়নশীল দেশগুলো সেই হার বৃদ্ধি করতে পারে না বিভিন্ন আর্থ-সামাজিক কারণে। তখন সামাজিক সংগঠনগুলো সেই দায়িত্বের অংশীদার হয়, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানও সেই দায়িত্ব নিতে পারে। ব্র্যাক আশির দশক থেকে প্রান্তিক শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসার কাজ করছে। বর্তমান বই “প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন: ব্রাকের অভিযাত্রা” সেই যাত্রাপথের অভিজ্ঞতা নিয়ে।

বইয়ের লেখকবৃন্দ, এম নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র বর্মন, বি. এ. ওয়াহিদ নিউটন-এই চড়াই-উতরাইয়ের বিষয়গুলো তুলে এনেছেন বইটিতে।

প্রথম পদক্ষেপ সফল হওয়ার পরেও ব্র্যাক আবিষ্কার করে সবাইকে এই কার্যক্রমের মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। এরপর তারা কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই পদ্ধতিতে এগোয়। বইয়ের লেখকবৃন্দ, এম নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র বর্মন, বি. এ. ওয়াহিদ নিউটন-এই চড়াই-উতরাইয়ের বিষয়গুলো তুলে এনেছেন বইটিতে।

চরাঞ্চল থেকে উপকূল পর্যন্ত বিস্তৃত এই কার্যক্রম বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করতে চান তাদের পথসহায়ক হতে পারে।

প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন: ব্র্যাকের অভিযাত্রা
লেখক: এম নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র বর্মন, বি. এ. ওয়াহিদ নিউটন
বিষয়: শিক্ষা
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
দাম: ৬২০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৪৯৬ টাকা।

বইটি কিনতে চাইলে:

প্রান্তজনের শিক্ষায় উদ্ভাবন : ব্র্যাকের অভিযাত্রা – বাহিরানা

 

(Visited 15 times, 1 visits today)

Leave a Comment