বাহিরানা

মুনতাসির মামুনের পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার — অন্যরকম এক দ্বীপে অন্যরকম ভ্রমণ


মুনতাসির মামুনের পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার বইটি মাদাগাস্কার নামক এক দ্বীপরাষ্ট্র ভ্রমণের উপরে লেখা। এই ভ্রমণের বিশেষত্ব হলো এটা সাধারণ ভ্রমণ নয়, তিনি সাইকেলে করে সেখানে ভ্রমণ করেছেন, আর সেই যাত্রায় তুলে এনেছেন, সেখানকার স্থানীয় মানুষের সরলতা, সংস্কৃতির বৈচিত্র্য এবং জীবনের নানা দিক। তার বর্ণনাগুণে মাদাগাস্কারের সৌন্দর্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে যেন।

সৈয়দ মুজতবা আলী যেমন বাংলার বৃষ্টি নিয়ে বলেছিলেন, “ওরে মূর্খের দল, জীবনের সবচেয়ে বড় সত্য বিরহ। আর বিরহ কারে কয়, সে-কথা কি করে জানবি মেঘ না জমলে, বৃষ্টি না ঝললে?” মুনতাসির মামুনের মাধ্যমেও আফ্রিকার দ্বীপটির সাথে আমাদের অঞ্চলের বৃষ্টির একটি তুলনা টানতে পারি, এও তো এক বড় প্রাপ্তি।

যারা মুনতাসির মামুনের লেখার সঙ্গে পরিচিত তারা জানেন, তিনি একজন ইতিহাস গবেষকও, মৌলিক বইয়ের পাশাপাশি ইতিহাস সম্পর্কিত বইয়ের অনুবাদও করেন তিনি। যেমন, ২০১৭ সালে  ‍মুনতাসির মামুনের অনুবাদে পাকিস্তান সিভিল এডমিনিস্ট্রেশনের প্রধান রাও ফরমান আলী খানের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা বাংলাদেশের জন্ম বইটি পেয়েছি আমরা। যিনি ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (১৯৯৩) এবং স্মম্পূর্ণ বিপরীত বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিগ্রন্থের অনুবাদ করেন শুধু ইতিহাসের তৃষ্ণা থেকে সেই একই মুনতাসির মামুনকে আমরা দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারেও পাই। বলার কথা হলো, তিনি দ্বীপটির বিশেষত্ব ও সেখানকার মানুষের জীবন যাপনকে ইতিহাস গবেষকের দৃষ্টিতেও দেখেছেন।

মুনতাসির মামুনের পৃথিবীর পথে বাংলাদেশ সাইকেলে মাদাগাস্কার ভ্রমণ বইটিতে মাদাগাস্কারের পাহাড়, নদী এবং প্রাণীজগতের কথা, তার বর্ণনায় অন্য এক মাত্রা পেয়েছে। তার তিন সপ্তাহ দ্বীপটিতে অবস্থান, সময়ের পরিমাপে কম নয়, তাই আমরা যদি পূর্ণাঙ্গ একটি ভ্রমণকাহিনী আশা করি তার কাছে, সেটা ভুল হবে না। তিনি আমাদের নিরাশ করেননি এটা স্পষ্টভাবেই বলা যায়। ধরা যাক আফ্রিকার বৃষ্টির কথাই, বৃষ্টি কেমন ওখানে? যেহেতু বইয়ের নামে বাংলাদেশের নামও এসেছে, মুনতাসির মামুনের কাছ থেকে আমরা আফ্রিকার ঝিরিঝিরি বৃষ্টির কথাও জানতে পারি, সৈয়দ মুজতবা আলী যেমন বাংলার বৃষ্টি নিয়ে বলেছিলেন, “ওরে মূর্খের দল, জীবনের সবচেয়ে বড় সত্য বিরহ। আর বিরহ কারে কয়, সে-কথা কি করে জানবি মেঘ না জমলে, বৃষ্টি না ঝললে?” মুনতাসির মামুনের মাধ্যমেও আফ্রিকার দ্বীপটির সাথে আমাদের অঞ্চলের বৃষ্টির একটি তুলনা টানতে পারি, এও তো এক বড় প্রাপ্তি।

আবার দ্বীপটির সমুদ্র, সেটি কেমন তাও জানা যাবে। তুলনামূলক সাহিত্য যেমন আছে তেমনি তুলনামূলক ভূতত্ত্বও থাকুক, ভ্রমণ আমাদেরকে পরস্পরের মিল-অমিলের যোগসূত্র গড়ুক, এরকম বই আমাদের সে কথাই বলে। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য, প্রকাশনার মান খুব ভালো। সাহিত্যরসে পূর্ণ এই ভ্রমণাখ্যানটি ভ্রমণপিপাসুদের আফ্রিকার রসাস্বাদনের সুযোগ দেওয়ার সাথে সাথে সবধরণের পাঠকদেরই তৃপ্ত করবে।

পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার
লেখক: মুনতাসির মামুন
বিষয়: ভ্রমণকাহিনী
প্রকাশকাল: ফ্রেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: ঐতিহ্য
মূল্য: ২৮০ টাকা। 

বইটি কিনতে চাইলে:

পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার (Prithibir Pothe Bangladesh: Cyclee Madagascar) – বাহিরানা


মন্তব্য করুন