দিপু চন্দ্র দেব
“পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার” বইটি মুনতাসির মামুনের মাদাগাস্কার নামক এক দ্বীপরাষ্ট্র ভ্রমণের উপরে লেখা। তিনি সাইকেলে করে সেখানে ভ্রমণ করেছেন, আর সেই যাত্রায় তুলে এনেছেন, সেখানকার স্থানীয় মানুষের সরলতা, সংস্কৃতির বৈচিত্র্য এবং জীবনের নানা দিক। বলা যায় এ এক অনুপম সৌন্দর্য আখ্যান।
সৈয়দ মুজতবা আলী যেমন বাংলার বৃষ্টি নিয়ে বলেছিলেন, “ওরে মূর্খের দল, জীবনের সবচেয়ে বড় সত্য বিরহ। আর বিরহ কারে কয়, সে-কথা কি করে জানবি মেঘ না জমলে, বৃষ্টি না ঝললে?” মুনতাসির মামুনের মাধ্যমেও আফ্রিকার দ্বীপটির সাথে আমাদের অঞ্চলের বৃষ্টির একটি তুলনা টানতে পারি, এও তো এক বড় প্রাপ্তি।
যারা মুনতাসির মামুনের মামুনের লেখার সাথে পরিচিত তারা জানেন, তিনি একজন গবেষকও। তিনি দ্বীপটির বিশেষত্ব ও মানুষের জীবন যাপনকে গবেষকের দৃষ্টিতেও দেখেছেন। পাহাড়, নদী এবং প্রাণীজগতের কথা, তার বর্ণনায় অন্য এক মাত্রা পেয়েছে। তার তিন সপ্তাহ দীপটিতে অবস্থান, সময়ের পরিমাপে কম নয়, তাই আমরা যদি একটি পূর্ণাঙ্গ একটি ভ্রমণকাহিনী আশা করি তার কাছে, সেটা ভুল হবে না। তিনি আমাদের নিরাশ করেননি এটা স্পষ্টভাবেই বলা যায়। ধরা যাক আফ্রিকার বৃষ্টির কথাই, বৃষ্টি কেমন ওখানে? যেহেতু বইয়ের নামে বাংলাদেশের নামও এসেছে, মুনতাসির মামুনের কাছ থেকে আমরা আফ্রিকার ঝিরিঝিরি বৃষ্টির কথাও জানতে পারি, সৈয়দ মুজতবা আলী যেমন বাংলার বৃষ্টি নিয়ে বলেছিলেন, “ওরে মূর্খের দল, জীবনের সবচেয়ে বড় সত্য বিরহ। আর বিরহ কারে কয়, সে-কথা কি করে জানবি মেঘ না জমলে, বৃষ্টি না ঝললে?” মুনতাসির মামুনের মাধ্যমেও আফ্রিকার দ্বীপটির সাথে আমাদের অঞ্চলের বৃষ্টির একটি তুলনা টানতে পারি, এও তো এক বড় প্রাপ্তি।
আবার দ্বীপটির সমুদ্র, সেটি কেমন তাও জানা যাবে। তুলনামূলক সাহিত্য যেমন আছে তেমনি তুলনামূলক ভূতত্ত্বও থাকুক, ভ্রমণ আমাদেরকে পরস্পরের মিল-অমিলের যোগসূত্র গড়ুক, এরকম বই আমাদের সে কথাই বলে। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য, প্রকাশনার মান খুব ভালো। সাহিত্যরসে পূর্ণ এই ভ্রমণাখ্যানটি ভ্রমণপিপাসুদের আফ্রিকার রসাস্বাদনের সুযোগ দেওয়ার সাথে সাথে সবধরণের পাঠকদেরই তৃপ্ত করবে।
পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার
লেখক: মুনতাসির মামুন
বিষয়: ভ্রমণকাহিনী
প্রকাশকাল: ফ্রেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: ঐতিহ্য
মূল্য: ২৮০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ২২৪ টাকা।
বইটি কিনতে চাইলে:
পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে মাদাগাস্কার – বাহিরানা