বাহিরানা

প্রতিপক্ষ বই রিভিউ—শওকত হোসেন—ওয়েস্টার্নের মূলের ব্যঞ্জন তো পাওয়া যায়, কিন্তু ভালো কতখানি!


মামুনুর রশিদ তানিম

লুই লা’মারের ‘ডার্ক ক্যানিয়ন’ ওয়েস্টার্নের ছায়া অবলম্বনে শওকত হোসেনের ‘প্রতিপক্ষ’। ছায়া এক্ষেত্রে কতটুকু দীর্ঘাকার তা জানি না, তবে গাঢ় হবার কথা। ওয়েস্টার্ন জনরার সুপরিচিত এবং বিলাভড অলঙ্কারে সাজলেও, আঁচ করা যায়, লুই লা’মারের মূল উপন্যাসের প্রকৃতি অনেক বেশি স্ট্রেইটফরোয়ার্ড। একদম ফ্রন্টিয়ারলাইন আর ফ্রন্টিয়ারদের গল্প।

ওয়েস্টার্নে শওকত হোসেনের গদ্য চিত্তাকর্ষক ও তেজী হবে, সেটাই তো প্রত্যাশিত। কিন্তু প্রতিপক্ষে—তেজটা কম, ধীরতা বেশি। সেই ধীরতা গল্পের নয় সবটা, অনেকটা গদ্যেরও। আস্তিন গোটানোর মুহূর্ত আরো দরকার ছিল অবশ্যই৷ মুক্কাটা পড়ুক কি না পড়ুক, আস্তিন গোটানোর মাঝেই তো দারুণ উত্তেজনা আছে।

তো ছায়া নিয়ে ‘প্রতিপক্ষ’ও সেই মূল আর মূলের ব্যঞ্জনকে ভালোভাবে ধরেছে। মানে, ধরেছেন শওকত হোসেন। কিন্তু অ্যাকশনটা টেন্স আর প্যালপ্যাবল হয়নি, মাত্রানুযায়ী। মুহুর্মুহু বন্দুকবাজির কথা বলছি না। ফ্রন্টিয়ার গল্পে মূল অ্যাকশনটা তো টেনশনে। ড্রামায় ভরা, কিন্তু সেই ড্রামার বাঁকবিভঙ্গ ভারী হবে চুপচুপে সাসপেন্সে। প্রতিপক্ষে, কব্জি ভিজে যাবার মতো সেই চুপচুপে সাসপেন্স দীর্ঘসময় ধরে অনুপস্থিত থাকে, রসদ সকল থাকার পরো। গদ্যে সেই উত্তেজনাটা নেই, ড্রামাটিক মুহূর্ত; চরিত্রের রহস্যময় উপস্থিতি ও মোটিফ থাকলেও।

ওয়েস্টার্নে শওকত হোসেনের গদ্য চিত্তাকর্ষক ও তেজী হবে, সেটাই তো প্রত্যাশিত। কিন্তু প্রতিপক্ষে—তেজটা কম, ধীরতা বেশি। সেই ধীরতা গল্পের নয় সবটা, অনেকটা গদ্যেরও। আস্তিন গোটানোর মুহূর্ত আরো দরকার ছিল অবশ্যই৷ মুক্কাটা পড়ুক কি না পড়ুক, আস্তিন গোটানোর মাঝেই তো দারুণ উত্তেজনা আছে। নানান ছায়া তো ছিলই, লুই লা’মারের ত্বরিতগতিটা ধরতে পারলে বেশ উপভোগ্য হতো। যাক। ফ্রন্টিয়ার গল্পের মেজাজ, আকর্ষণীয় চরিত্রের উপস্থিতি ও বর্ণনায়, আয়তনে কিছুটা ছোটও হওয়ায় সহজে পড়ে ফেলা যায় ‘প্রতিপক্ষ’।

প্রতিপক্ষ
লেখক : শওকত হোসেন
বিষয় : ওয়েস্টার্ন
প্রকাশনী : বেঙ্গলবুকস
প্রকাশকাল : ২০২৪
মূল্য : ২২০ টাকা।

বইটি কিনতে চাইলে:

প্রতিপক্ষ (Protipakkha) – বাহিরানা

(Visited 5 times, 1 visits today)

Leave a Comment