দিপু চন্দ্র দেব
মোরশেদ শফিউল হাসান সবকিছুই গভীরভাবে বিশ্লেষণ করেন, স্বচ্ছ ও পক্ষপাতহীন ভাষায় তার লেখা এরকমভাবেই প্রতিষ্ঠিত। তবে এ কথাগুলোর প্রয়োজন নেই বিশেষ, কারণ দীর্ঘকাল যাবতই তিনি নিজের চিন্তাচর্চাকে নবায়ন করে চলেছেন, তার “পূর্ব বাঙলার চিন্তাচর্চা (১৯৪৭-১৯৭০): দ্বন্দ্ব ও প্রতিক্রিয়া, (২০১২)”, “রাজনীতিহীনতার রাজনীতি, (২০০১)”, “পাউডার পাঁচালি, (১৯৯৭)”-সহ অসংখ্য নজির রেখেছেন তিনি। আলোচ্য বই “সময়ের পথরেখা : ১ম খণ্ড” একটু অন্যরকম, বইটি ১৯৮০ থেকে ১৯৯০ দশকের মাঝামাঝি পর্যন্ত তার নির্বাচিত কলাম নিয়ে।
ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে তিনি বর্তমানকে বুঝতে চেয়েছেন। তাই পড়তে পড়তে পাঠকদের মধ্যে চিন্তার স্বচ্ছতা তৈরি হয়, কেননা কলামগুলোতে তিনি জোর করে কিছুই চাপিয়ে দেন না, ঘটনাপরম্পরার যৌক্তিক আরোহন-অবরোহন মেনেই তার সিদ্ধান্ত, মতামত তৈরি করেন।
বাংলাদেশ বৈশ্বিক প্রেক্ষাপটে কোন অবস্থানে আছে, রাজনীতির গতিবিধি, সমাজ কোন পথে চলেছে প্রবন্ধগুলো এসব অতি জরুরি বিষয়গুলোকে কেন্দ্র করে। এখানে অনেক ঘটনার সুক্ষ্ণ বিশ্লেষণ যেমন আমরা পাই, তেমনি সেগুলোর ফলাফল নিয়েও ভাবনার দেখা মেলে। ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে তিনি বর্তমানকে বুঝতে চেয়েছেন। তাই পড়তে পড়তে পাঠকদের মধ্যে চিন্তার স্বচ্ছতা তৈরি হয়, কেননা কলামগুলোতে তিনি জোর করে কিছুই চাপিয়ে দেন না, ঘটনাপরম্পরার যৌক্তিক আরোহন-অবরোহন মেনেই তার সিদ্ধান্ত, মতামত তৈরি করেন।
বইয়ের লেখাগুলো কলাম আকারে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। সময়কে বুঝতে মোরশেদ শফিউল হাসানের অতীতের চিন্তা, যা ছিল তখনকার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে—এইসময়ের বর্তমানকে বুঝতেও বিশেষ সহায়ক হবে, সহজ হবে ভবিষ্যতকে দেখাও।
সময়ের পথরেখা : ১ম খণ্ড
লেখক : মোরশেদ শফিউল হাসান
বিষয় : ইতিহাস
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ৬৯৫ টাকা ২০% ছাড়ে বাহিরানায় ৫৫৬ টাকা।
বইটি কিনতে চাইলে:
সময়ের পথরেখা : ১ম খণ্ড – বাহিরানা