বাহিরানা

শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন: কিছু দুষ্প্রাপ্য দলিল বই রিভিউ—তরুন ইউসুফ—ক্ষমতাপাঠের জন্য সংগ্রহযোগ্য বই


দিপু চন্দ্র দেব

১৯৫৪ সালের পূর্বপাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়েছিল। মোট আসন সংখ্যা ছিল ৩০৯ টি। তন্মধ্যে মওলানা ভাসানী’র আওয়ামী মুসলিম লীগ ১৪৩ টি ও শেরে বাংলা এ.কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৪৮ টি আসন পেয়েছিল। এই ঐতিহাসিক নির্বাচনের অনেক কিছুই অজানা রয়ে গেছে এখনও, আর তার অনেক কিছুই তরুন ইউসুফের “শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন: কিছু দুষ্প্রাপ্য দলিল” বইটির মাধ্যমে বেড়িয়ে আসতে পারে।

সেসময়ের নির্বাচনপূর্ব অত্যাচার নিয়ে চিঠি ও আনুষঙ্গিক প্রমাণপত্রাদি ক্ষমতার কৌশলগুলো উন্মোচন করার সাথে সাথে বর্তমান ও ভবিষ্যত সরকার ও ক্ষমতাকেও বুঝতে সহয়তা করবে বলা যায়। ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলীকেও খুব ভালোভাবেই বুঝতে সহায়তা করতে পারে। কীভাবে কোনো সরকার জনবিমুখ, অগণতান্ত্রিক হয়ে ওঠে, কেন তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়—সেসব বুঝতে সহয়তা করবে বইটি।

চারটি দলের মাধ্যমে গঠিত যুক্তফ্রন্টের একুশ দফা ইতিহাসগত কারণে ভবিষ্যত স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। নির্বাচনের আগে শেরে বাংলা’র কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিঠি, টেলিগ্রাম এসেছিল, যেগুলোতে যুক্তফ্রন্ট নেতাকর্মীদের উপর মুসলিম লীগ ও প্রসাশনের অত্যাচারের বিবরণ ছিল। বইটিতে সেগুলো তুলে আনা হয়েছে। এর সাথে নির্বাচনের সময় প্রার্থী নির্বাচনের কিছু গোপন অনুসন্ধানী রিপোর্টও যুক্ত হয়েছে।

আমরা জানি, ক্ষমতা দুইভাবে নিজেকে কর্তৃত্বপূর্ণ অবস্থানে রাখে, এক হচ্ছে দমন-পীড়ন, আর দুই, বুদ্ধিবৃত্তিক আধিপত্য বিস্তার করে। যখন বুদ্ধিবৃত্তিক আধিপত্য বর্থ্য হয় তখন দমন-পীড়ন ছাড়া রাষ্ট্রের বা ক্ষমতার হাতে কোনো বিকল্প থাকে না। ১৯৫৪ সালেও তাই হয়েছে। কিন্তু ভাসানী ও শেরে বাংলা’র বুদ্ধিবৃত্তিক কৌশলের কাছে তাদের হার মানতে হয়েছে। ২২৩ টি আসনই তার প্রমাণ। পীড়নের চেয়ে বুদ্ধিবৃত্তিক অবস্থানই দীর্ঘমেয়াদে ফলদায়ক হয়।

সেসময়ের নির্বাচনপূর্ব অত্যাচার নিয়ে চিঠি ও আনুষঙ্গিক প্রমাণপত্রাদি ক্ষমতার কৌশলগুলো উন্মোচন করার সাথে সাথে বর্তমান ও ভবিষ্যত সরকার ও ক্ষমতাকেও বুঝতে সহয়তা করবে বলা যায়। ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলীকেও খুব ভালোভাবেই বুঝতে সহায়তা করতে পারে। কীভাবে কোনো সরকার জনবিমুখ, অগণতান্ত্রিক হয়ে ওঠে, কেন তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়—সেসব বুঝতে সহয়তা করবে বইটি। ইতিহাস, রাষ্ট্র ও ক্ষমতাকে জানতে আগ্রহী পাঠকদের সংগ্রহে থাকা উচিৎ এই বই।

শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন: কিছু দুষ্প্রাপ্য দলিল
লেখক : তরুন ইউসুফ
বিষয় : ইতিহাস, গবেষণা
প্রকাশকাল : জানুয়ারি ২০২৩
প্রকাশক : ঐতিহ্য
দাম : ৭০০ টাকা।

বইটি কিনতে চাইলে:

শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন: কিছু দুষ্প্রাপ্য দলিল (Shere Bangla O Juktafront Nirbachan: Kichu Dushprappya Dalil) – বাহিরানা

(Visited 7 times, 1 visits today)

Leave a Comment