বাহিরানা

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প বই রিভিউ—মোহসীন উল হাকিম—রহস্যগল্পের মতো সত্য ঘটনাবলি


দিপু চন্দ্র দেব

কোনো দুর্ধর্ষ রহস্যগল্পকেও হার মানায় “সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প” বইটি। নামের মধ্যেই গল্প শব্দটি রয়েছে, তবে সবই সত্য ঘটনা। ২০০৯ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলা’র পরের ঘটনা, সাংবাদিক, লেখক মোহসীন উল হাকিম কীভাবে সুন্দরবনের জলদস্যুদের সাথে যোগাযোগ গড়ে তুলেছিলেন এবং তাদের অনেককে পুনর্বাসনে সাহায্য করেছিলেন তা নিয়েই বইটি।

রাষ্ট্রীয় প্রতিটি ঘটনারই অনেকগুলো পক্ষ থাকে, কোনোটিকে দেখা যায় কোনোটি থাকে গোপনে। দস্যুদের ব্যাপারটিও এরকম। আমরা শুধু তাদের সাথে রাষ্ট্রীয় বাহিনীর গুলাগুলি, মুখোমুখি যুদ্ধ দেখি, দস্যুদের দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার খবর পাই। কিন্তু এখানে অনেক ষড়যন্ত্রতত্ত্ব কাজ করে, যেমন গডফাদারদের দৌড়াত্ম্য আছে, ডাকাত দলগুলোর ক্ষমতার লড়াই, ঈর্ষা, বিদ্রোহী, গোপন হত্যাসহ আরো অনেক কিছু। সাংবাদিক “মোহসীন উল হাকিম” এই সবকিছুই ৩৯৭ পৃষ্ঠার কলেবরে তুলে এনেছেন।

জলোচ্ছ্বাসের সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে গিয়ে একজন সাংবাদিক জলদস্যুদের কর্ম ও জীবনের রূপান্তর ঘটিয়ে ফেলেছিলেন তারই অনবদ্য বিরবণ এই বইটি।

বইটিতে তিনি তার যাত্রপথের সত্য ঘটনাগুলো বলে গেছেন এমনভাবে যে পড়তে পড়তে মনে হয় কোনো শ্বাসরুদ্ধকর কোনো গল্প পড়ছি। কয়েকটি ঘটনার শিরোনাম দেখলেই আন্দাজ করা যাবে, যেমন, “মজনু ডাকাতের ভাসমান ডেরা” “ডাকাতও ডরায় শিকারীদের” “দস্যুদের ডেরায় ঘুমহীন আরেক রাত” “আত্মসমপর্ণ নিয়ে বিভক্তি” “গাছে ঝুলে ফোনকল”-এরকম অসংখ্য অভিজ্ঞতা শশরীরে উপস্থিত থেকে আহরণ করেছেন তিনি। বইটির আরেকটি বিশেষত্ব হলো উপরোল্লিখিত শিরোনাম আকারে অনেকগুলো অধ্যায়ে জলদস্যুদের সাথে তার অভিজ্ঞতার শুরু থেকে শেষ পর্যন্ত বলে গেছেন তিনি। তাই বইটি একটি সম্পূর্ণতার স্বাদ দেয় পাঠকদের, তাও একজন সাংবাদিকের প্রতক্ষ বিবরণ, একটা আলাদা গুরুত্বও তৈরি করে।

জলোচ্ছ্বাসের সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে গিয়ে একজন সাংবাদিক জলদস্যুদের কর্ম ও জীবনের রূপান্তর ঘটিয়ে ফেলেছিলেন তারই অনবদ্য বিরবণ এই বইটি। শেষ করছি বই থেকে কয়েকটি বাক্য উদ্ধৃত করে, দস্যুদের পারিবারিক ও কর্মজীবনের বৈপরীত্য কেমন হতে পারে সেটাই উঠে এসেছে “মাস্টার বাহিনী” নামের দস্যুদলের কর্মকাণ্ড নিয়ে গুটিকয়েক বাক্যে:

“মাস্টার বাহিনীর কাছে তখন জিম্মী ৫৪ জন জেলে। তাদেরকে সাগর থেকে অপহরণ করেছে দস্যুরা।

জিম্মি জেলেদের সঙ্গে নিষ্ঠুর আচরণ চলছিল। মারধর না করলেও সে আচরণ আমি নিতে পারছিলাম না। এদিকে তারাই আবার নিজের পরিবারের লোকজনের সঙ্গে একদম নরম। ছোটো মেয়েটা কিংবা স্কুলপড়ুয়া ছেলেটার সঙ্গে মমতা মিশিয়ে কথা বলছিল। স্ত্রী কিংবা মায়ের সঙ্গেও কথা বলছিল কেউ কেউ।”

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প
লেখক: মোহসীন উল হাকিম
বিষয়: অপরাধবিজ্ঞান, সাংবাদিকতা
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
দাম: ৫৪০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৪৩২ টাকা।

বইটি কিনতে চাইলে:

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প – বাহিরানা

 

(Visited 21 times, 1 visits today)

Leave a Comment