বাহিরানা

তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন বই রিভিউ—অলীক অনামিকা—স্বপ্ন, বাস্তব ও রহস্যের সীমানা পেরিয়ে


দিপু চন্দ্র দেব

অলীক অনামিকার “তারা গুনে কী হয়” গল্পগ্রন্থটি বাস্তবতা, যাদুবাস্তবতা ও কল্পবিজ্ঞানের সীমানা স্পর্শ করে, তা আবার পেরিয়েও গেছে। চৌদ্দটি গল্প পাঠ করতে করতে মনে হয় তা পাঠককে টেনে নেয় এক অদেখা জগতে—যেখানে প্রাত্যহিক জীবনের নৈঃশব্দ্য আর স্বপ্নের মিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। ২০২৪ সালে প্রকাশিত বইটি লেখকের সাহিত্য কুশলতার পাশাপাশি নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও ধারণ করে আছে। লেখক একাধারে গবেষক, বহুভাষিক ও পেশায় নৃবিজ্ঞানী। তার অভিজ্ঞতা তার কথাসাহিত্যে এক অন্য মাত্রা যোগ করেছে। তার প্রথম গল্পগ্রন্থ “আরেকটি‌ মৃত্যুর আগে” শামসুর রাহমানের বিখ্যাত বইয়ের নামের কথা মনে করিয়ে দিয়েছিল, “প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে” এই নাম নির্বাচনে সমরূপতা একটি বিষয় মনে করায়, তা হলো, তার গল্পের ভাষা কাব্যিক। ফলে তার ভাষায় আলাদা এক লালিত্য যোগ হয়েছে। অলীক অনামিকার “তারা গুনে কী হয়: অলীক গল্প সংকলন” বইটিও এর ব্যতিক্রম নয়।

অলীক অনামিকার গল্পের কেন্দ্রে থাকে মানবিক সম্পর্কের নানা মাত্রা—প্রেম, ব্যর্থতা, রাজনৈতিক হতাশা, অর্থনৈতিক বৈষম্য। তবে তিনি এই বিষয়গুলিকে সরল সমাধানে আবদ্ধ রাখেন না; বরং যাদুবাস্তবতা ও কল্পবিজ্ঞানের প্রলেপ দিয়ে তৈরি করেন এক রহস্যস্মৃতিঘেরা জগৎ।

সংকলনের প্রতিটি গল্পই সমাজ-রাষ্ট্র-ব্যক্তি ও সম্পর্কের ভিন্ন ভিন্ন দিককে নিয়ে আসে, যোগাযোগের বিভিন্ন স্তরকে প্রতিফলিত করে। প্রেম, রাজনীতি, অর্থনীতি, ইতিহাসের পাশাপাশি শৈশব থেকে প্রৌঢ়ত্বের সম্পর্কের জটিলতাও এখানে উঠে এসেছে নানান রসে। গল্পের চরিত্রগুলোকে সীমারেখায় বাঁধা যায় না, তারা শুধুমাত্র কাল্পনিক নয় আবার একদম বাস্তব থেকে উঠে আসাও নয়। বইয়ের “সাতচল্লিশ” শিরোনামে গল্পটির কথা বলা যেতে পারে, গল্পটি একইসাথে ইতিহাস ও ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব স্পর্শ করে বাস্তব ও জাদুবাস্তবের সীমানা ছুঁয়ে এসেছে।

অলীক অনামিকার গল্পের কেন্দ্রে থাকে মানবিক সম্পর্কের নানা মাত্রা—প্রেম, ব্যর্থতা, রাজনৈতিক হতাশা, অর্থনৈতিক বৈষম্য। তবে তিনি এই বিষয়গুলিকে সরল সমাধানে আবদ্ধ রাখেন না; বরং যাদুবাস্তবতা ও কল্পবিজ্ঞানের প্রলেপ দিয়ে তৈরি করেন এক রহস্যস্মৃতিঘেরা জগৎ। লেখকের নৃবিজ্ঞানী পরিচয় গল্পগুলির গভীরে সামাজিক স্তরবিন্যাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তোলে। বিশেষত, ইউরোপ প্রবাসী লেখকের দৃষ্টি থেকে বাংলাদেশের সমাজকে দেখাও এক অন্যমাত্রা যুক্ত করেছে এখানে।

অলীক অনামিকার ভাষায় কবিতার ছন্দোময়তা আছে, কিন্তু আবার গদ্যের স্পষ্টতায়ও ঋদ্ধ। তাঁর বাক্যগঠনে বিশ্লেষণের প্রখরতা আছে, যাদুবাস্তবতার ব্যবহার এতটাই স্বাভাবিক যে পাঠক নিজের অজান্তেই এক জগৎ থেকে অন্য জগতে পা রাখেন। বইটি নতুন গল্পের—ভাষায় ও নির্মাণে, পাঠকদের পাঠতৃপ্তির পাশাপাশি ঘোরগ্রস্থও করবে কিছুটা, একথা বলা যায়।

গুনে কী হয়: অলীক গল্প সংকলন
লেখক: অলীক অনামিকা
বিষয়: গল্প
প্রকাশকাল: ২০২৪
প্রকাশক: পাঠক সমাবেশ
মূল্য: ২৯৫ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ২৩৬ টাকা।

বইটি কিনতে চাইলে:

তারা গুনে কী হয় : অলীক গল্প সংকলন (Tara Gune Ki Hoy: Alik Golpo Shongkolon) – বাহিরানা

(Visited 24 times, 1 visits today)

Leave a Comment