দিপু চন্দ্র দেব
বিবিসিতে কর্মজীবনে কবি ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক অনেকগুলো নাটক লিখেছিলেন। তাদের মধ্যে অনেকগুলো আবার বিদেশী কালজয়ী উপন্যাস থেকে। আলোচ্য বই “ভুল ও ভালোবাসা” সেগুলোরই একটি। কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছে নাটকটি। শার্লট ব্রন্টির “জেন আয়ার” উপন্যাস অবলম্বনে এটি লিখেছিলেন তিনি।
সৈয়দ শামসুল হকের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে নাটকটিকে বাংলার করে তোলা। এর চরিত্র, বাস্তবতা, সংস্কৃতি সব কিছুকেই এদেশীয় করে তুলেছেন তিনি।
১৮৪৭ সালে “কারের বেল” ছদ্মনামে শার্লট ব্রন্টির উপন্যাসটি প্রকাশিত হয়েছিল লন্ডন থেকে। কেন্দ্রীয় চরিত্রের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দিয়ে প্রথম পুরুষের বর্ণনায় এই ক্লাসিক লেখাটি গদ্যগল্পে বিপ্লব সংঘটতি করেছিল বলা যায়। “জেন আয়ার” এর মূল চরিত্র। গল্পটি হলো, উত্তর ইংল্যান্ডে জেন আয়ারের শৈশব কাটে কাজিন এবং তার খালা কর্তৃক শারীরিক নির্যাতনের মধ্যে। লউড স্কুলে পড়ার সময় তার বন্ধুবান্ধব জুটে ঠিকই কিন্তু সেখানেও তাকে বিভিন্ন অবদমনের মধ্য দিয়ে যেতে হয়। একসময় সে কর্মক্ষেত্রে তার নিয়োগকর্তার প্রেমে পড়ে, একসময় সেখানে তার এক কাজিন এসে জড়ায়। ৩৮ অধ্যায়ে এই চরিত্রটির মধ্য দিয়ে তখনকার সমাজ-বাস্তবতা, খ্রীস্টীয় নৈতিকতা, ব্যক্তিগত জীবন—সবই তুলে ধরেছেন শার্লট ব্রন্টি।
সৈয়দ শামসুল হকের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে নাটকটিকে বাংলার করে তোলা। এর চরিত্র, বাস্তবতা, সংস্কৃতি সব কিছুকেই এদেশীয় করে তুলেছেন তিনি। জেন আয়ার রূপে তিনি এর কেন্দ্রীয় চরিত্রের নাম রেখেছেন “সাবিহা”। তাই বাংলাদেশেরই এক নারীর জীবনের পথচলায় বাধাবিপত্তি, আত্মিক উন্নতি, ব্যক্তিজীবন উঠে এসেছে।
ভুল ও ভালোবাসা
লেখক : সৈয়দ শামসুল হক
বিষয় : নাটক
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২৪
প্রকাশক : ঐতিহ্য
মূল্য : ২২০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ১৭৬ টাকা।
বইটি কিনতে চাইলে :
ভুল ও ভালোবাসা (Vhul O Valobasha) – বাহিরানা