দিপু চন্দ্র দেব
উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অব বেঙ্গল বই রিভিউ: ইউসুফ এস আহমেদ ১৯৪৭ সালে ইস্ট পাকিস্তানের ফরেস্ট কনজারেভেটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন, পরে ১৯৫২ সালে পুরো পাকিস্তানের ফরেস্টের ইন্সপেক্টর অব জেনারেল হয়েছিলেন। ক্যাম্ব্রিজ থেকে পড়াশোনা শেষ করে তিনি ১৯২৫ সালে ব্রিটিশ বনবিভাগে যোগ দিয়েছিলেন। দার্জিলিঙ, জলপাইগুড়ি, চিটাগং, চিটাগং হিল ট্রাক্টস, সুন্দরবন, ময়মনসিং, ঢাকা—এলাকাগুলোতে তিনি দায়িত্বপালন করেছেন। এই অঞ্চলের বন-জঙ্গল ও এর প্রাণীবৈচিত্র নিয়ে তার অভিজ্ঞতা তাই দুইটি কালপর্ব ধরে, তিনি ব্রিটিশ সময়পর্ব সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন পাকিস্তানপর্ব সম্যকভাবে। ফলে “উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অব বেঙ্গল” গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পুরো বাংলায় কর্মজীবনের সুবাদে তিনি সুন্দরবন, ডুয়ার্সে মুখোমুখি হয়েছেন রয়েল বেঙ্গল টাইগারের, পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে বুনো হাতির সাথে রোমহর্ষক মুখোমুখি সাক্ষাতের বিবরণও যুক্ত হয়েছে। এসবের সাথে পারিযায়ী ও স্থানীয় পাখিদের কথাও বলেছেন তিনি। এসেছে কুমীর ও সরীসৃপদের কথাও।
বইটি ইউসুফ এস আহমেদের জঙ্গলে কর্মপ্রক্রিয়ার দিনগুলো নিয়ে। তবে এরসাথে তার তরুণ বয়সের শিকারপর্ব নিয়েও বিস্তারিত লিখেছেন তিনি, তার লেখায় সুক্ষ্ণ সব বিষয়ের বিবরণ থাকায়, পড়তে পড়তে মনে হয় চোখের সামনে ঘটছে ঘটনাগুলো। বইয়ে অধ্যায় আছে ছয়টি, বাঘ, চিতা ও ভালুক, হাতি, পাখি, কুমির, সাপসহ আরো সব বন্যপ্রাণী নিয়ে। তিনি ১৯২৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ৩৩ বছরের কর্মজীবনে প্রতিদিনের দিনলিপি রাখার অভ্যাস বজায় রেখেছিলেন, বহু বহু সংঘর্ষের ঘটনা তাই বইটির মাধ্যমে জানা হলো আমাদের।
পুরো বাংলায় কর্মজীবনের সুবাদে তিনি সুন্দরবন, ডুয়ার্সে মুখোমুখি হয়েছেন রয়েল বেঙ্গল টাইগারের, পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে বুনো হাতির সাথে রোমহর্ষক মুখোমুখি সাক্ষাতের বিবরণও যুক্ত হয়েছে। এসবের সাথে পারিযায়ী ও স্থানীয় পাখিদের কথাও বলেছেন তিনি। এসেছে কুমীর ও সরীসৃপদের কথাও। ইশতিয়াক হাসান মূলের প্রতি বিশ্বস্ত থেকে অসাধারণ প্রাঞ্জলতার সাথে অনুবাদ করেছেন বইটি। পড়া কোথাও আটকে যায় না, বরং ধরে রাখে।
বইটি এর তথ্যউপাত্ত ও দায়িত্বশীল বর্ণনার কারণে গবেষণার আকরগ্রন্থ হয়ে উঠেছে, অতীতের সেই বনের সুবর্ণযুগ নিয়ে বর্তমান বনগবেষণায় নতুন তথ্য যোগ করতে পারে, আবার বন, বন্যপ্রাণপ্রেমী ও অ্যাডঞ্চেরপ্রিয়দের পাঠ্যতালিকায় যোগ করতে পারে নতুন রসদ।
উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অব বেঙ্গল
লেখক: ইউসুফ এস আহমেদ
বিষয়: প্রকৃতি পরিবেশ ও ইতিহাস
প্রকাশনী: কথাপ্রকাশ
অনুবাদ: ইশতিয়াক হাসান
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
মূল্য: ৫০০ টাকা ২৫% ছাড়ে বাহিরানায় ৩৭৫ টাকা।
বইটি কিনতে চাইলে:
উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অব বেঙ্গল – বাহিরানা