ইলা বই রিভিউ—প্রশান্ত হালদার—নাচোলের ইলা মিত্রের মঞ্চরূপ
দিপু চন্দ্র দেব তেভাগা আন্দোলনে সম্মুখসারির একজন ইলা মিত্র। কৃষক বিদ্রোহ ইংরেজদের যেমন ভিত কাঁপিয়ে দিয়েছিল তার রেশ পূ্র্বপাকিস্তান হয়ে আজো রয়ে গেছে। কৃষকদের বঞ্চনা কী ঘুচেছে কখনও? যে-ই ক্ষমতায় আসুক কৃষক অবাঞ্চিতই রয়ে গেছে, পূর্বে যেমন ছিল জমিদারদের শোষণ বর্তমানে আড়তদার, ব্যবসায়ীদের শোষণ। মাত্রাভেদে সমস্যা একই থেকে গেছে। কৃষকদের জমিদারকে অর্ধেক ফসল না দিয়ে … বিস্তারিত পড়ুন