দিপু চন্দ্র দেব
এনামুল রেজা’র প্রথম উপন্যাস “কোলাহলে” প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। বইটিতে তিনি সম্ভাবনা জাগিয়েছিলেন, ২০২৩ সালে প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় উপন্যাস “চায়ের কাপে সাঁতার”। নামটা একটু অন্যরকম। বইয়ের আখ্যানভাগটিও অন্যরকম। আর এর গঠন জটিও হলেও ভাষা সহজ, যা পাঠকদের চুম্বকের মতো টেনে রাখে।
উপন্যাসটিতে ভিন্ন ভিন্ন ঘটনাপরম্পরায় একটি রহস্যময় বাতাবরণ তৈরি করেছেন এনামুল রেজা।
বইটি তিনপর্বে বিভক্ত, পর্বগুলোর আলাদা নাম নেই। অধ্যায়গুলোর নামগুলোকে মনে হয় পূর্ণাঙ্গ গল্প। তবে একজন কথকের দেখা পাই আমরা, যে এই গল্পগুলোর সাথে সংযুক্ত, সে আমাদেরকে অদ্ভুত সব ঘটনা বলে যেতে থাকে। চরিত্রটিকে মনে হয় নিরাসক্ত, নৈর্ব্যক্তিক। যেমন, “শহর ডুবে যাওয়ার সম্ভাবনা”, “চিড়িয়াখানায়”, “বিনয় মজুমদারের গোপন কামরা”, “প্রভুভক্ত কুকুরের প্রভু”-এরকম রহস্যমোড়ানো গল্পবৃত্তান্তের মাঝে খুলে যেতে থাকে একেকটি দরোজা, যাকে আমরা বৈচিত্র বলি, তার বিচিত্রতাতেই এর এক হওয়া বলা যায়। সাহিত্যিকি ও ঐতিহাসিক চরিত্র অনেককেই উপন্যাসটির চরিত্র হিসেবে বেছে নিয়েছেন এনামুল রেজা, যেমন লীলা মজুমদার, বিনয় মজুমদার। চরিত্রনির্মাণের ঝুঁকি সত্ত্বেও বিষয়টিকে দক্ষতার সাথে সামলানোর কারণে এতে বইটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বহুলাংশে।
অখ্যানভাগটি এত বিচিত্রভাবে গঠিত হয়েছে যে প্রায়ই মনে হয় লেখক জাদুবাস্তব আবহ তৈরি করছেন। বইটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর অন্তর্নিহিত কাব্যিকতা। যেমন, একটি অধ্যায়ের নাম, “ডোরাকাটা ট্রেনের ভুবনে”। এখানে একটি চিত্রকল্প তৈরি হয়, এটি সাধারণ কোনো ট্রেন নয়, এনামুল রেজার “ডোরাকাট ট্রেন”। যেমন কবি বিনয় মজুমদারের “ফিরে এসো চাকা” কবিতা বইয়ের “একটি উজ্জ্বল মাছ” চিত্রকল্পের মাছটি কোনো সাধারণ মাছ নয়, সেটির নিজস্ব ভুবন আছে। শুধুমাত্র একবারই একটি ফলের কাছে নিজেকে মেলে ধরতে জলের উপর ভেসে উঠে চিরকালের জন্য জলের ভেতরেই আবার ফিরে গেছে সে। আবার, কবিতায় যেমন বহুঅর্থ লুকোনো থাকে, উপন্যাসটিও সেরকম একটা সম্ভাবনা তৈরি করে। তবে, এর ভাষা স্বচ্ছ, প্রাঞ্জল। তাই পাঠে প্রশান্তি তৈরি হয়। আর লুকোনো অর্থের সম্ভাবনাগুলোর জন্য তৃষ্ণা পাঠককে জাগিয়ে রাখে।
উপন্যাসটির ভাষার একটু আভাস পেতে সেটি থেকে কয়েকটি বাক্য দেখা যেতে পারে,
“এমন ভুতুড়ে বিকেল জীবনে কী এসেছে কখনো? ওই গল্প করতে থাকা কয়েকজন মহিলা, আমাদের দোতলার জানালা বরাবর কদমের ডালে বসা দুটি কাক ছাড়া রাস্তাঘাটে আর কাউকে দেখা যায় না। মহল্লার এত এত লোকজন কোথায় গেল সব?”
উপন্যাসটিতে ভিন্ন ভিন্ন ঘটনাপরম্পরায় একটি রহস্যময় বাতাবরণ তৈরি করেছেন এনামুল রেজা। বইটি সবধরণের পাঠকদেরই ভালো লাগবে। যারা একটু রহস্যপ্রিয় তাদের তো অবশ্যই।
চায়ের কাপে সাঁতার
লেখক: এনামুল রেজা
বিষয়: এই সময়ের উপন্যাস
প্রকাশকাল: ২০২৩
প্রকাশক: আদর্শ
দাম: ৮০০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৬৪০ টাকা।
বইটি কিনতে চাইলে: