দিপু চন্দ্র দেব
বিরূপাক্ষ পাল বিচিত্র বিষয়ের উপর লেখেন, অর্থনীতি নিয়ে তার গুরুত্বপূর্ণ বই রয়েছে। যেমন, “বাংলাদেশের অর্থ খাত ও নীতি অনীতির দ্বন্দ্ব” “সহজ কথায় অর্থনীতি”। তবে বিষয় হিসেবে “বিতর্ক” তার আগ্রহের আরেকটি জায়গা, এ বিষয়ে উল্লেখ করা যায় তার “বিতর্ক ভূবন”-এর কথা। বিরূপাক্ষ পালের বিতর্ক অভিধান “দ্বন্দ্বসূত্র” বইটি এরই ধারাবাহিকতা ও ভিন্নধরণেরও।
বর্তমানের পরিবর্তিত বিশ্বে বিতর্কের বিষয়বস্তু বাড়ছে সেখানে যুক্ত হওয়ার জন্য বইটির বিতর্ক বিষয়ের বিশাল পরিধি সাহায্যকারীর ভূমিকা নেবে। আর চিরস্থায়ী কিছু বিতর্ক সবসময়েই চলমান থাকবে, এর শেষ হবে না কখনও, সেগুলোও আছে বইটিতে। যেমন, “রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিরোধী দলকে সংম্পৃক্ত করার অভাবেই রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে” “বিনিয়োগে ক্রমবর্ধমান বিদেশি অংশগ্রহণ এদেশকে নব্য উপনিবেশে পরিণত করবে” এই বিতর্কের বিষয়গুলোর পক্ষে-বিপক্ষে অনেকেই থাকবেন, তাদেরকে সেই দ্বন্দ্বের সূত্র ধরিয়ে দেওয়াই এই বইটির কাজ।
একটি সুস্থ ও অগ্রসর সমাজের একটি বৈশিষ্ট হচ্ছে সমাজে সুস্থ তর্ক-বিতর্ক। এর মধ্য দিয়ে পক্ষ-বিপক্ষের মত উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সমাধান বের হয়ে আসে। আমরা স্কুল, বিশ্বাবিদ্যালয়ে যে বিতর্ক প্রতিযোগীতা দেখি সেটি আসলে পুরো সমাজের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়ারই আয়োজন। বিরূপাক্ষ পালের বিতর্ক অভিধান দ্বন্দ্বসূত্র বইটিতে তিনি সেই কাজই করেছেন। তিনি বিতর্কের সূত্রগুলোকে লিপিবদ্ধ করেছেন বইটিতে। তার বিষয়বস্তু নির্বাচন খুবই ব্যাপক, বাংলা বর্ণমালার ক্রম অনুসারে তিনি সম্ভাব্য সব বিষয়কেই নিয়ে এসেছেন।
এই হিসেবে একে বইয়ের ভূমিকার সাথে একমত হয়ে বাংলায় প্রথম বিতর্ক অভিধান এবং সেইসাথে বিশদ বিতর্ক অভিধানও বলা যায়। যেমন, বর্ণমালার প্রথম বর্ণ “অ” দিয়ে কী কী দ্বন্দ্বের বিষয় আছে? সেই সংখ্যাটি অসংখ্য, বই থেকে কয়েকটি বিষয উদ্বৃত করি, “অংশগ্রহণ” “অজ্ঞতা” “অদৃষ্ট” “অধ্যবসায়” “অর্থনীতি” “অধিকার” তেমনি “স” বর্ণ দিয়ে আছে “সংস্কার” “সংস্কৃতি” “সকাল-দুপুর-সন্ধ্যা” “সমালোচনা”। এরকম প্রতিটি বর্ণ দিয়ে শুরু হওয়ার দ্বন্দ্বের বিষয়গুলোকে তিনি তুলে এনেছেন।
বর্তমানের পরিবর্তিত বিশ্বে বিতর্কের বিষয়বস্তু বাড়ছে সেখানে যুক্ত হওয়ার জন্য বইটির বিতর্ক বিষয়ের বিশাল পরিধি সাহায্যকারীর ভূমিকা নেবে। আর চিরস্থায়ী কিছু বিতর্ক সবসময়েই চলমান থাকবে, এর শেষ হবে না কখনও, সেগুলোও আছে বইটিতে। যেমন, “রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিরোধী দলকে সংম্পৃক্ত করার অভাবেই রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে” “বিনিয়োগে ক্রমবর্ধমান বিদেশি অংশগ্রহণ এদেশকে নব্য উপনিবেশে পরিণত করবে” এই বিতর্কের বিষয়গুলোর পক্ষে-বিপক্ষে অনেকেই থাকবেন, তাদেরকে সেই দ্বন্দ্বের সূত্র ধরিয়ে দেওয়াই এই বইটির কাজ। যারা আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতার মধ্যে থাকা দ্বন্দ্বগুলোকে ধরতে চান, জানতে চান তাদের জানার পরিধি বৃদ্ধিতে বিশেষ সহায়তা করবে বইটি। কেননা, আশ্চর্য হলেও এটা সত্যি দ্বন্দ্ব ছাড়া কোনো সমাজ, রাষ্ট্র গঠিত হতে পারে না।
দ্বন্দ্বসূত্র
লেখক: বিরূপাক্ষ পাল
বিষয়: বিতর্ক, গবেষণা
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
দাম: ৬০০ টাকা।
বইটি কিনতে চাইলে:
দ্বন্দ্বসূত্র (Dwandwashutra) – বাহিরানা