বাহিরানা

একজন সাইদা খানম বই রিভিউ—সাহাদাত পারভেজ—ইতিহাসের সঙ্গী প্রথম পেশাদার আলোকচিত্রী


দিপু চন্দ্র দেব

সাহাদাত পারভেজের “একজন সাইদা খানম” বইটি বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানমের জীবন ও সংগ্রামের এক সত্যনিষ্ঠ দলিল। রক্ষণশীল সমাজের বাধা উপেক্ষা করে যেভাবে তিনি ক্যামেরা হাতে নারীদের যাপিত জীবন, স্বাধীনতা আন্দোলন, এবং ইতিহাসের সন্ধিক্ষণ ধারণ করেছিলেন, তা বইটিতে সততার সঙ্গে তুলে এনেছেন সাহাদাত পারভেজ।

বইটি সাইদা খানমের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত সংকট ও সমাজের দ্বন্দ্বকেও উন্মোচন করে। উদাহরণস্বরূপ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তাকে সরোদ শেখানোর জন্য মাইহারে নিয়ে যেতে চাইলে স্বাস্থ্যজনিত কারণে তা সম্ভব হয়নি—তার জীবনের এমন অজানা ইতিহাসও পাঠককে নতুনভাবে ভাবাতে পারে ।

অন্যদিকে মুক্তিযুদ্ধেও তার  ভূমিকা আছে, তিনি ১৯৭১ সালে নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্রহাতে প্রশিক্ষণের দুর্লভ ছবি তুলেছিলেন, যেটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ । ‘বেগম’ পত্রিকার সংবাদচিত্রী ছিলেন তিনি, আর বাংলাদেশের প্রথম পেশাদার আলোকচিত্রীও তিনিই।

রক্ষণশীল সমাজকে উপেক্ষা করে, নারীদের জন্য ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলেন তিনি, সমাজের ভ্রুকুটি ও শারীরিক আক্রমণ সহ্য করেছেন বিস্তর, কিন্তু ছবি প্রকাশে বিক্ষোভের মুখোমুখি হওয়ার পরও দৃঢ় থেকেছেন। বইটিতে সেসব ঘটনাও উঠে এসেছে, যা একজন সৃষ্টিশীল মানুষকে পরিপূর্ণ জানার পথের সন্ধান দিতে পারে।

সাইদা খানমের পোর্টেট শিল্পের রসদ জোগানোর পাশাপাশি ঐতিহাসিক দায়িত্বও কাধে তুলে নিয়েছে, যেমন, তিনি পোর্টেট ছবি তুলেছেন, জয়নুল আবেদীন, সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম, রানি এলিজাবেথ, চাঁদে পা রাখা তিন নভোচারী, মাদার তেরেসার মতো ব্যক্তিত্বদের ।

অন্যদিকে মুক্তিযুদ্ধেও তার  ভূমিকা আছে, তিনি ১৯৭১ সালে নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্রহাতে প্রশিক্ষণের দুর্লভ ছবি তুলেছিলেন, যেটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ । ‘বেগম’ পত্রিকার সংবাদচিত্রী ছিলেন তিনি, আর বাংলাদেশের প্রথম পেশাদার আলোকচিত্রীও তিনিই।

বইটিতে সাহাদাত পারভেজ ১৯৩পৃষ্ঠার মধ্যে সংকলিত করেছেন সাইদা খানমের ৬৪টি দুর্লভ আলোকচিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশিষ্টজনের চিঠি, স্কেচ, এবং তাঁর একটি হাতে লেখা পাণ্ডুলিপি । তিনি ৪৩টি অধ্যায়ে লেখক সাইদা খানমের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মাত্রাকে ফুটিয়ে তুলেছেন , যা পাঠকদেরকে একইসঙ্গে ইতিহাস ও শিল্পসন্ধানে উদ্বুদ্ধ করবে বলা যায় ।

একজন সাইদা খানম
লেখক : সাহাদাত পারভেজ
বিষয় : ব্যক্তিত্ব, আলোকচিত্র, জীবনীগ্রন্থ
প্রকাশকাল : ২০২৪
প্রকাশক : পাঠক সমাবেশ
দাম : ৬৯৫ টাকা ২০% ছাড়ে ৫৫৬ টাকা।

বইটি কিনতে হলে:

একজন সাইদা খানম – বাহিরানা

(Visited 8 times, 1 visits today)

Leave a Comment