বাহিরানা

একটা রঙিন খামে আমাদের কাশবন বই রিভিউ—আতিক ফারুক— কাব্যিকতায় ভারী গল্পগুলো, মূলে সাধারণ


মামুনুর রশিদ তানিম

আতিক ফারুকের “একটা রঙিন খামে আমাদের কাশবন” বইয়ের নামটা কিন্তু ভারী সুন্দর। গল্পগুলোর নামও। কাব্যিক নাম প্রত্যেকটা। গল্পের নাম পড়তেই ভালো লাগে। বোঝাই যায়, লেখক আতিক ফারুকের আগ্রহ আর মোহাচ্ছন্নতা কতটা, কাব্যের প্রতি। অণুগল্পের সংগ্রহ ধরা চলে বইটিকে।

নিরীক্ষা (এক্সপেরিমেন্ট) নিয়ে পড়তে ভালো। গদ্যে কাব্য আর কাব্যে গদ্য মিশিয়ে গল্প তৈরি করতে চাওয়ার এই ফর্ম; ফর্মের সফলতা/বাতুলতায় মনোনিবেশ করবার সুযোগ পাওয়া যায়৷

এক থেকে দেড় পাতায় একেকটা গল্প। গল্পের চেয়ে কবিতার ভাবটা প্রবল। কাব্যিকতা আছে, সেটায় মাঝেমধ্যে সেই কাব্যিকতায় গল্প অহেতুক জ্বরাক্রান্ত হয়েছে। আর কাব্যের মূর্ছনা ও গাঢ় ভাবটা বাদ দিলে, গল্পগুলো মূলে অতি সাধারণ। গদ্যের আকারে গল্প। নিরীক্ষা (এক্সপেরিমেন্ট) নিয়ে পড়তে ভালো। গদ্যে কাব্য আর কাব্যে গদ্য মিশিয়ে গল্প তৈরি করতে চাওয়ার এই ফর্ম; ফর্মের সফলতা/বাতুলতায় মনোনিবেশ করবার সুযোগ পাওয়া যায়৷ বেশিরভাগে; গল্পের অতি সাধারণত্ব ক্লেদ জাগালেও, ভাব আর ভাবের ভিন্নধর্মী প্রকাশটার টানে পড়ে যাওয়া যায়, গিয়েছি আরকি।

কিছু ভালোলাগা গল্পের নাম: “শহরের নীরব কোলাহলে তোমার ফিরে আসা বিস্ময়”, “হাউসবোটের বারান্দায় স্বপ্নের অলকানন্দা”, “একদিন সেদিন যেদিন ফিরে আসে না”, “আকাশ কালো করে নেমে আসা মেঘের দিন”, “অন্য কোন গল্পে অন্য কোন বিকেল”, “চিঠির ভাঁজে চুলের ঘ্রাণ অথবা অনিয়মের অভিযোগ”, “শিশিরবিন্দু রাতে মহানন্দার তীর ঘেঁষে আমাদের স্বপ্নগুলো”, “খাঁজকাটা করলা অথবা লাউশাকের দুপুর”।

একটা রঙিন খামে আমাদের কাশবন
লেখক: আতিক ফারুক
বিষয়: ছোটগল্প
প্রকাশকাল: ২০২৩
প্রকাশক: চন্দ্রবিন্দু
দাম: ৩০০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ২৪০ টাকা।

বইটি কিনতে চাইলে:

একটা রঙিন খামে আমাদের কাশবন (Ekta Rongin Khame Amader Kashbon) – বাহিরানা


Leave a Comment